জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল রানার্স আপ চেন্নাই,‌ ম্যাচের আগেই রেজাল্ট ফাঁস!

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৯ মে ২০২৩, ০৯:৫৫ এএম | আপডেট: ২৯ মে ২০২৩, ০৯:৫৫ এএম

বৃষ্টির কারণে রোববার ভণ্ডুল হয়ে গেছে আইপিএলের ফাইনাল। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচে একটি বলও হয়নি। তবে যেহেতু ফাইনাল ম্যাচ, পরের দিন, অর্থাৎ সোমবার রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। অর্থাৎ আজ খেলা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টস হবে। ৮টায় খেলা শুরু হওয়ার কথা। একই নিয়মে খেলা হবে। তবে যদি আজ সোমবারও খেলা না হয়, তা হলে চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাত টাইটান্স। কারণ, পয়েন্ট তালিকায় গুজরাতই শীর্ষে রয়েছে। রানার্স হবেন মহেন্দ্র সিং ধোনিরা।

রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুপর-বিকেল থেকেই দর্শকরা ভিড় জমাতে শুরু করে। অনেকেই ধরে নিয়েছে, এটিই ধোনির শেষ ম্যাচ। তাই হলুদ জার্সি গায়ে দর্শকরা আসে স্টেডিয়ামে। গুজরাত টাইটান্সের ঘরের মাঠে খেলা হলেও দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না। এবারের আইপিএলে ধোনি যখন যে শহরে খেলেছেন, সর্বত্রই এই একই ছবি দেখা গিয়েছে। কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, জয়পুর, মুম্বই, ধরমশালা, মোহালি, লখনউ, বেঙ্গালুরু- কোথাওই এর ব্যতিক্রম হয়নি। কিন্তু রোববার আমদাবাদের দর্শকদের হতাশ হতে হয়। বৃষ্টির জন্য দেখা যায়নি ধোনির খেলা।

সন্ধ্যা নামতেই বৃষ্টি

আগে থেকেই রোববার আহমদাবাদে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতো সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি। বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠ ঢাকা ছিল কভারে। কিন্তু আউটফিল্ডে বেশ কিছু জায়গায় পানি জমতে শুরু করেছিল। যে বেগে বৃষ্টি হচ্ছিল, তাতে ফাইনাল রোববার হবে কি না তা নিয়ে সংশয় শুরু হয়।

ফাইনাল শুরুর শেষ সময়

খেলা শুরু হওয়ার কাট অফ টাইম (যে সময়ের মধ্যে খেলা শুরু হলে অন্তত ৫ ওভার করে খেলা হবে) জানিয়ে দেয় আইপিএল। স্থানীয় সময় রাত ৯.৩৫ মিনিট পর্যন্ত সময় ছিল। অর্থাৎ, রাত ৯.৩৫ মিনিটের আগে যদি খেলা শুরু করা যেত তা হলে এক ওভারও কমত না। পুরো ৪০ ওভারের খেলা হত। খেলার ফয়সালা হতে গেলে দু’টি দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হতো। অর্থাৎ, মোট ১০ ওভারের খেলা করাতেই হত। সেই খেলা শুরু হওয়ার শেষ সময় ছিল রাত ১২.০৬ মিনিট। অর্থাৎ, তার মধ্যে খেলা শুরু না হলে খেলা ভণ্ডুল হয়ে যেত। সেটাই হলো।

ওভার নষ্টের হিসাব

বৃষ্টি থামলে যদি খেলা হতো, তা হলেও পুরো খেলা হওয়ার সম্ভাবনা ছিল না। সে ক্ষেত্রে ওভার নষ্টের একটি নির্দিষ্ট হিসাব ছিল। যদি ৯.৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু হয়, তা হলে দু’দলই ২০ ওভার করে খেলবে। অর্থাৎ, পুরো ৪০ ওভার খেলা হবে। যদি পৌনে ১০টা খেলা শুরু হয় তা হলে দু’দল ১৯ ওভার করে খেলবে। অর্থাৎ, ৩৮ ওভারের খেলা হবে। যদি সাড়ে ১০টায় খেলা শুরু হয় তা হলে দু’দল ১৫ ওভার করে খেলবে। অর্থাৎ, ৩০ ওভারের খেলা হবে। যদি ১১টায় খেলা শুরু হয় তা হলে দু’দল ১২ ওভার করে খেলবে। অর্থাৎ, ২৪ ওভারের খেলা হবে। যদি সাড়ে ১১টায় খেলা শুরু হয় তা হলে দু’দল ৯ ওভার করে খেলবে। অর্থাৎ, ১৮ ওভারের খেলা হবে। যদি ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শুরু করা যায় তা হলে দু’দল ৫ ওভার করে খেলবে। অর্থাৎ, ১০ ওভারের খেলা হবে। কিন্তু ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শুরু না করা গেলে রবিবার আর খেলা হবে না।

সোমবার রিজার্ভ ডে

রবিবারের খেলা ভেস্তে গেলেও অবশ্য একটা দিন হাতে রয়েছে। সোমবার রিজার্ভ ডে। সে দিন আবার প্রথম থেকে খেলা শুরু হবে।

রিজার্ভ ডে-র নিয়ম

সোমবারও আহমদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডেও ভণ্ডুল হয়ে যায়, অর্থাৎ অন্তত ৫ ওভার করে মোট ১০ ওভার খেলা না হয় তা হলেও আইপিএল চ্যাম্পিয়ন পাওয়া যাবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে গুজরাত। অর্থাৎ, পর পর দু’বার চ্যাম্পিয়ন হবেন হার্দিক পাণ্ড্যরা। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হবে মহেন্দ্র সিং ধোনিদের। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফেসবুকে ভিডিও বার্তা: সম্পদ নিয়ে সংবাদ প্রসঙ্গে যা বললেন বেনজীর

ফেসবুকে ভিডিও বার্তা: সম্পদ নিয়ে সংবাদ প্রসঙ্গে যা বললেন বেনজীর

দেশে নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি : তথ্য প্রতিমন্ত্রী

দেশে নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি : তথ্য প্রতিমন্ত্রী

ইরানের প্রেসিডেন্টকে সোমবার স্বাগত জানাবে পাকিস্তান

ইরানের প্রেসিডেন্টকে সোমবার স্বাগত জানাবে পাকিস্তান

গুগল না মেটা, ‘ভারচুয়াল ভোটযুদ্ধে’ শেষ হাসি হাসল কে?

গুগল না মেটা, ‘ভারচুয়াল ভোটযুদ্ধে’ শেষ হাসি হাসল কে?

প্রথম প্রান্তিকে চীনের অনলাইন খুচরা বিক্রি ৩.৩ ট্রিলিয়ন ইউয়ান

প্রথম প্রান্তিকে চীনের অনলাইন খুচরা বিক্রি ৩.৩ ট্রিলিয়ন ইউয়ান

তাপদাহরে কারণে প্রাথমকি বিদ্যালয়ে অ্যাসম্বেলি বন্ধ স্কুল ও খেলা চলবে

তাপদাহরে কারণে প্রাথমকি বিদ্যালয়ে অ্যাসম্বেলি বন্ধ স্কুল ও খেলা চলবে

বেসরকারি খাতে নাগরিকের তথ্য ভান্ডার তুলে দেয়া সংবিধান পরিপন্থী : রুহিন হোসেন প্রিন্স

বেসরকারি খাতে নাগরিকের তথ্য ভান্ডার তুলে দেয়া সংবিধান পরিপন্থী : রুহিন হোসেন প্রিন্স

সীমান্ত হত্যার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

সীমান্ত হত্যার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

বিদায়ী ঈদযাত্রায় ৩৯৯ টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত ১৩৯৮ জন আহত : যাত্রী কল্যাণ সমিতি

বিদায়ী ঈদযাত্রায় ৩৯৯ টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত ১৩৯৮ জন আহত : যাত্রী কল্যাণ সমিতি

পাঁচবিবিতে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

পাঁচবিবিতে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ভোলা থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলী ৩ যাত্রীবাহি লঞ্চে অগ্নিকাণ্ড।

ভোলা থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলী ৩ যাত্রীবাহি লঞ্চে অগ্নিকাণ্ড।

তিনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি আইভীকে হেফাজত নেতা মাওলানা আবদুল আউয়াল

তিনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি আইভীকে হেফাজত নেতা মাওলানা আবদুল আউয়াল

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে : আবহাওয়া অধিদপ্তর

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে : আবহাওয়া অধিদপ্তর

প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ

প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ

উপজেলা পরিষদ : ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক ২৫ এপ্রিল

উপজেলা পরিষদ : ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক ২৫ এপ্রিল

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন, হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজতে ইসলাম

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন, হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজতে ইসলাম

জরিপ পদ্ধতি আবিস্কারক প্রথম মুসলিম বিজ্ঞানী

জরিপ পদ্ধতি আবিস্কারক প্রথম মুসলিম বিজ্ঞানী

গরমে অতিরিক্ত চা যেসব ক্ষতি করে?

গরমে অতিরিক্ত চা যেসব ক্ষতি করে?

নাগাল্যান্ডের ২০ বিধানসভায় ভোটের হার প্রায় শূন্য, কেন?

নাগাল্যান্ডের ২০ বিধানসভায় ভোটের হার প্রায় শূন্য, কেন?

লাইভ টিভিতে জোর করে সঞ্চালিকার মাথায় ওড়না দিলেন পাকিস্তানি যুবক!

লাইভ টিভিতে জোর করে সঞ্চালিকার মাথায় ওড়না দিলেন পাকিস্তানি যুবক!