ভারতের উপর অতিনির্ভরতায় বাড়ছে উদ্বেগ
৩১ মে ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম

গত ক’দিন ধরেই আইসিসির প্রস্তাবিত পরবর্তী রাজস্ব-বন্টন মডেল নিয়ে চলছে কানাঘুষা। এই কাঠামো অনুযায়ী আয়ের সিংহভাগ পাবে ভারতসহ ক্রিকেটের পরাশক্তি দেশগুলো। ২০২৪ থেকে ২০২৭ চক্রের জন্য এই কাঠামো তৈরি করেছে আইসিসি। আগামী জুলাইয়ে ডারবানে আইসিসির বোর্ড সভায় এটি অনুমোদন পেতে পারে। এতে বৈশ্বিকভাবে ক্রিকেটের সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে বলে মনে করছে আইসিসির সহযোগী সদস্যগুলো। এরই মধ্যে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্বল্পোন্নত ক্রিকেটীয় দেশগুলির মধ্যেও। আইসিসির অনেক সহযোগী দেশের আশঙ্কা, প্রস্তাবিত এই কাঠামো অনুমোদন পেলে ক্রিকেটের প্রসার থমকে যেতে পারে।
ক্রিকইনফো এর আগে জানিয়েছিল, প্রস্তাবনা অনুযায়ী সামনের চার বছরে আইসিসির সম্ভাব্য আয় প্রতি বছর ৬০ কোটি মার্কিন ডলার। সেখান থেকে ভারতীয় বোর্ড একাই পাবে প্রতি বছরে ২৩ কোটি মার্কিন ডলার। যা মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ। সেই হিসেবে ভারত যা পাবে, তার ধারেকাছেও নেই অন্য কেউ। আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশ প্রস্তাবিত এই চক্রে সংস্থাটির মোট আয়ের ৮৮ দশমিক ৮১ শতাংশ পাবে। বাকি অংশ ভাগ করা হবে ৯৪টি সহযোগী দেশের মধ্যে। আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খান গত সোমবার দাবি করেন, প্রস্তাবিত এই মডেল অনুযায়ী সব সদস্য দেশ আগের চেয়ে বেশি আয়ের ভাগ পাবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই এই কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ক্রিকেটে তুলনামূলক কম উন্নতি করা দেশগুলোর বোর্ডগুলোয় এ নিয়ে অসন্তোষ দানা বেঁধে উঠছে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৪৯তম বতসোয়ানা ক্রিকেট বোর্ডের সহসভাপতি সুমোদ দামোদার আইসিসির প্রধান নির্বাহী কমিটিতে সহযোগী দেশগুলোর প্রতিনিধিত্ব করছেন। সহযোগী দেশগুলোর যে তিনজন এই কমিটিতে আছেন, দামোদার তাঁদের একজন। তার দাবি, আইসিসি আয়ের ভাগ বণ্টন করার যে মডেল প্রস্তাব করেছে, তাতে সহযোগী দেশগুলোর প্রয়োজন মিটবে না। সংবাদ সংস্থা রয়টার্সকে দামোদার বলেছেন, ‘যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা কার্যকর হলে সহযোগী সদস্যদের প্রতিনিধি হিসেবে আমি হতাশ হব। সহযোগী দেশগুলোর জন্য এটি (টাকার অঙ্ক) কেন অপর্যাপ্ত, তার অনেক বাস্তবসম্মত কারণ আছে।’ দামোদার জানিয়েছেন, যেসব সহযোগী সদস্য দেশ ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে, তাদের হাই-পারফরম্যান্স প্রোগ্রাম ঠিকমতো চালাতে আরও টাকার প্রয়োজন। ছেলেদের ক্রিকেটে নেপাল এবং মেয়েদের ক্রিকেটে থাইল্যান্ডের উঠে আসার উদাহরণ দিয়ে দামোদার দাবি করেন, প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে আরও বেশিসংখ্যক দেশ ক্রিকেটে উঠে আসবে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৪৩তম দেশ ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলারের দাবি, প্রস্তাবিত এই মডেল বৈষম্য তৈরি করবে। ক্রিকেটের পরাশক্তি ও ছোট দলগুলোর মধ্যে বৈষম্যটা তৈরি হবে বলে মনে করেন কাটলার, ‘নতুন এই মডেলে বড় দলগুলোর সুবিধা বেশি। তাই প্রস্তাবিত এই মডেল কার্যকর হলে বৈষম্য আরও বাড়বে, খেলাটির ভবিষ্যৎও আরও ঝুঁকিতে পড়বে।’
আইসিসির বোর্ডে মোট ১৭ ভোটের মধ্যে ১২টি ভোট পূর্ণ সদস্য দেশগুলোর। সহযোগী দেশগুলোর এই দুশ্চিন্তার বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হলেও সংস্থাটির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আইসিসির সাবেক সভাপতি এহসান মানি ভারতের ওপর অতিনির্ভরতাকে দুষেছেন, ‘আয়ে সবচেয়ে বেশি অবদান থাকলেও ভারতের ওপর অতিনির্ভরতা বৈশ্বিকভাবে ক্রিকেটের জন্য ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য কিংবা চীনের মতো দেশ ভবিষ্যতে দীর্ঘমেয়াদে আইসিসির আয়ে অনেক বেশি অবদান রাখবে। তাতে ক্রিকেটও সমৃদ্ধ হবে বৈশ্বিকভাবে।’ এভাবে ভারতকে আয়ের সিংহভাগ দিয়ে দেওয়ার ‘কোনো যুক্তি নেই’ বলেও মনে করেন মানি। সকল পূর্ণ সদস্য দেশের জন্য সমান শেয়ারের পক্ষে তিনি, ‘বিশ্ব ক্রিকেটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান দরকার। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো জিম্বাবুয়ের ক্রিকেটও তহবিলের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি দেশে বিনিয়োগের অভাব খেলাটিকে অস্থিতিশীল করে তুলবে এবং এজন্য বিশ্ব ক্রিকেট আরও দরিদ্র হবে।’
প্রস্তাবিত কাঠামোয় দ্বিতীয় সর্বোচ্চ আয় হবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের। তবে ভারতের চেয়ে তারা যোজন যোজন পিছিয়ে। ইংল্যান্ডের বোর্ড পাবে প্রতি বছর ৪ কোটি ১৩ লাখ ডলারের একটু বেশি। যা আইসিসির আয়ের ৬.৮৯ শতাংশ। ক্রিকেট অস্ট্রেলিয়া পাবে মোট আয়ের ৬.২৫ শতাংশ, অর্থের অঙ্কে যা ৩ কোটি ৭৫ লাখ ডলারের চেয়ে বেশি। এছাড়া বার্ষিক ৩ কোটি ডলারের বেশি পাবে আর কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের আয় হবে ৩ কোটি ৪৫ লাখ ডলারের একটু বেশি, শতকরা হারে ৫.৭৫ শতাংশ। পূর্ণ সদস্য বাকি ৮ দেশের সবার আয় হবে ৫ শতাংশের নিচে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে পাবে ২ কোটি ৬৭ লাখ ডলারের একটু বেশি, মোট আয়ের যা ৪.৪৬ শতাংশ। সবচেয়ে কম ১ কোটি ৬৮ লাখ ডলার আয় হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বেরসিক চোর !

মুক্তিযুদ্ধের সময় লুট ও অগ্নিসংযোগকারী এখন মুক্তিযোদ্ধা : মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ

নসরুল হামিদের ৪ অ্যাপার্টমেন্ট-ফ্ল্যাট ক্রোক ও ৩ গাড়ি জব্দের নির্দেশ

রাবি প্রেসক্লাবে মাহিন-মিশন নেতৃত্বে নতুন যুগের সূচনা

বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির

ফ্যাসিবাদ পতনের পরও বদলায়নি পুলিশ একাডেমির চিত্র: নিয়োগে আওয়ামীপন্থী আধিপত্য, ক্ষুব্ধ অন্য শিক্ষকরা

বাংলার কণ্ঠে বিশ্ব মুগ্ধ: আমেরিকায় রয়া চৌধুরীর অনন্য সম্মাননা

৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরলেন নাসার প্রবীণতম মহাকাশচারী ডন পেটিট

ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি ছাত্রদলের আহ্বান

টঙ্গীতে অনলাইনে ক্যাসিনো খেলার জেরে এক তরুণের আত্মহত্যা

দুমকীতে বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

হুতিদের সমর্থনের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল চীনা স্যাটেলাইট কোম্পানি

দুই সেশনেই ৭ উইকেট নেই বাংলাদেশের

নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে : ফারুক

পিরোজপুরে চীনের প্রস্তাবিত হাসপাতাল চেয়ে ড. ইউনুসকে লেবার পার্টির চেয়ারম্যানের চিঠি

শরীয়তপুরে নড়িয়ায় বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, প্রশাসনের ১৪৪ ধারা জারি

সাংবাদিক জে জাহেদের পিতার মৃত্যুতে কর্ণফুলী প্রেস ক্লাবের শোক

ইকুয়েডরে মোরগ লড়াইয়ের আসরে বন্দুকধারীদের হামলা, নিহত ১২

শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ

ওয়াসার পানিতে ভয়াবহ ইকোলাই জীবানু পাওয়ার পরও ওয়াসা নির্বিকার: এবি পার্টি