আফগান বধের ছকে হাথুরুর একাদশ
১৩ জুন ২০২৩, ০৩:১০ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ০৩:১০ পিএম
এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে আগানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ঘরের মাঠে ওয়ানডে সিরিজের আগে এক মাত্র টেস্টের চোট নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। চোটের কারণে উলটপালট হয়ে যাচ্ছে টাইগারদের একাদশ। বুধবার মিরপুরে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
পাঁচ দিনের এই লড়াইয়ে বাংলাদেশের একাদশে আসছে একাধিক পরিবর্তন। কারণ বিশ্বসেরা সাকিব আল হাসান চোটের কারণে আগেই বাদ পড়েছেন। এই কারণে দেশ সেরা ওপেনারকে হারাচ্ছে টিম বাংলাদেশ। ফলে পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশে। পরিবর্তন আনতে হচ্ছে ওপেনিং জুটিতেও। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছে দুই নতুন মুখ শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। আর নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্ব দেয়া হয়েছে লিটন দাসকে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জাকির হাসান কিন্তু নতুন করে চোট পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৪ জুন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে লড়াইয়ে নামবে বাংলাদেশ। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দ্যুতি ছড়িয়ে নজর কেড়েছেন ২০ বছর বয়সি পেসার মুশফিক হাসান রয়েছে দলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে তার শিকার ৪৯ উইকেট। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এ পেসার। দুই ম্যাচ খেলে নিয়েছিলেন ৫ উইকেট।
সব মিলে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা। দেশ সেরা ওপেনার তামিম ইকবাল চোট আক্রান্ত হয়েছেন। ফলে ওপেনিংয়ে আসছে পরিবর্তন। ফলে জাকির হাসানের সাথে ওপেনিংয়ে জুটি গড়বেন মাহমুদুল হাসান জয়। সবশষে ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টে ছিলেন জাকির। আর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নামবেন বর্তমান সময়ের সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আর চার নম্বরে থাকছেন অভিজ্ঞ মুমিনুল হক। এছাড়া পাঁচ নম্বরে থাকছে দেশ সেরা টেস্ট ব্যাটার মুশফিকর রহিম। সাকিব আল হাসানের চোটের কারণে পাঁচ নম্বরে আসছে পরিবর্তন হচ্ছে। আর ওয়ানডে ছয় নম্বরে ব্যাট ব্যাটিংয়ে নামবেন টেস্ট ক্যাপ্টেন লিটন কুমার দাস।
তবে টেস্টেও সাত নম্বরে থাকছেন মেহেদী হাসান মিরাজ। আপাতত সাত নম্বর পজিশন মিরাজ পারফেক্ট। তবে আট নম্বরে থাকছেন স্পেশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম। বেশ কিছুদিন ধরেই ওয়ানডে দলে নিয়মিত খেলছেন মিরাজ। টেস্ট দলে নিয়মিত খেলা এই স্পিনারের ব্যাটিং উন্নতি নিয়ে কাজ করছেন হাথুরুসিংহের কোচিং স্টাফ। এছাড়া মিরপুরের ঘাসের উইকেটের জন্য থাকছে তিন পেসার। অবশ্য এর আগে সবশেষ তিন মাস আগেই এই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে খেলে ৭ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে আফগানদের বিপক্ষেও সেই পরিকল্পনা নিয়ে একাদশ সাজাবে টাইগাররা। পেস উইনিট সামলাবে এবাদত হোসেন,খালিদ আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান টেস্টে বাংলাদেশের একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশকিুর রহিম, ক্যাপ্টেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন,খালিদ আহমেদ ও শরিফুল ইসলাম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা