নারী ক্রিকেটের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
১৩ জুন ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ১২:০১ এএম
লিগের লড়াই হলেও ম্যাচটি রূপ নিয়েছিল ফাইনালে। যে জিতবে তারাই চ্যাম্পিয়ন। এই সমীকরণের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের ট্রফি ঘরে তুলল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে ৫৩ রানে জয় পায় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বাধীন রূপালী ব্যাংক। ১৯৭ রানের লক্ষ্যে মোহামেডান গুটিয়ে যায় ১৪৩ রানে। লিগের ৮ ম্যাচ শেষে ৬ জয় ও ২ পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১৪ পয়েন্টে চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক। সমান ম্যাচে ৬ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচ থেকে ১৩ পয়েন্ট মোহামেডানের। প্রিমিয়ার লিগ নামকরণের পর ছয় আসরে রূপালী ব্যাংকের দ্বিতীয় শিরোপা এটি। ২০১৫-১৬ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন হয় তারা। বাকি চার আসর তারা শেষ করে রানার্সআপ হয়ে।
অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালের ম্যাচ সেরা মুক্তা রবিন্দ্র মাগ্রে। ব্যাট হাতে ৬৯ রানের পর বোলিংয়ে ১ উইকেট নেন রূপালী ব্যাংকের ভারতীয় ক্রিকেটার। একশ রানের মধ্যে ৫ উইকেট পড়ার পর তাজিয়া আক্তারের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন মুক্তা। ৯০ বলের ইনিংসে ৬টি চার মারেন তিনি। তাজিয়া খেলেন ৪৩ বলে ২ চারে ৩৬ রানের ইনিংস। মোহামেডানের পক্ষে ৩টি উইকেট নেন অভিজ্ঞ সালমা খাতুন। পুরো লিগে সর্বোচ্চ ১৭ উইকেট পেয়েছেন তিনি। মোহামেডানের রান তাড়ায় সর্বোচ্চ ৪৬ রান করেন জাতীয় দলে জায়গা হারানো ব্যাটার আয়েশা রহমান। সালমা খেলেন ১৯ রানের ইনিংস। ৩৪ রানে ৩ উইকেট নেন রূপালী ব্যাংকের রিতু মনি। দিপা খাতুন ধরেন ২ শিকার।
একই দিন বিকেএসপির এক নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ৯৪ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ২৪৮ রানের লক্ষ্যে ১৫৩ রানের বেশি করতে পারেনি কলাবাগান। এছাড়া, গুলশান ইয়ুথ ক্লাবকে হারিয়ে লিগ শেষ করে আবাহনী লিমিটেড। বিকেএসপির ৪ নম্বর মাঠে তাদের জয় ৮ উইকেটে। ১৫৫ রানের লক্ষ্যে ৪৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। তবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মাঠেই নামতে পারেনি সিটি ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সংঘ। আগের দিন হওয়া বৃষ্টিতে পানির নিচে ডুবে গেছে আউটফিল্ড। তাই সকালেই পরিত্যক্ত করে দেওয়া হয় ম্যাচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা