দুই বছর পর নাঈম, ফিরলেন আফিফও
১৭ জুন ২০২৩, ১১:৪৮ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ১২:০১ এএম
মিরপুরে যখন সাদা পোষাকের লড়াইয়েই ব্যস্ত লিটন দাসের টেস্ট দল। ঠিক পাশের একাডেমি মাঠে তখন ঘাম ঝরিয়েছেন সাদা বলের ক্রিকেটাররা। যেখানে ফেরার তাড়না নিয়ে প্রতিনিয়ত লড়াই করে উৎরে গেছেন আফিফ হোসেন আর নাঈম শেখ। এই দুই তরুনকে নিয়েই আফগানিস্তান সিরিজের ওয়ানডে দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফিফ-নাঈমের সাথে অনুমিতভাবেই দলের অছেন চোট কাটিয়ে টেস্টে গতির ঝড় তোলা পেসার তাসকিন আহমেদ।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে টেস্টে রেকর্ড জয়ের দিনই ওয়ানডে স্কোয়াড জানিয়েছে নির্বাচকরা। তাতে বড় খবর এক সিরিজ পরই দলে ফিরে এসেছেন বাঁহাতি ব্যাটার আফিফ। তাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে। আয়ারল্যান্ডের বিপক্ষে গত মার্চ মাসে ঘরের মাঠ সিরিজের মাঝপথে দল থেকে বাদ দেওয়া হয় আফিফকে। ইংল্যান্ডের বিপক্ষে এর আগের সিরিজে খেলেন তিনি। বাদ পড়ার পর প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ৫৫০ রা করেন বাঁহাতি ব্যাটার। ১১০.৬৬ স্ট্রাইকরেটে রান করে আগ্রাসী মানসিকতার পরিচয় দিয়ে ফিরে পেলেন জায়গা। ইয়াসির অবশ্য খেলারই সুযোগ পাননি। দলের সঙ্গে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলেও বসিয়ে রাখা হয় তাকে। না খেলেই বাদ পড়লেন এই বাঁহাতি। মাঝে আফিফের দল থেকে বাদ পড়া নিয়ে আলোচনা কম হয়নি। এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আফিফকে ফিরিয়ে আনার ব্যাপারে বললেন, ‘আফিফ তো আমাদের পরিকল্পনায় আগে থেকেই ছিল। মাঝে তাকে প্রিমিয়ার লিগে খেলিয়ে দেখতে চেয়েছিলাম। সে ভালো ছন্দে আছে। এ জন্য আবার দলে ফিরিয়ে এনেছি।’
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আফিফের ব্যাট থেকে এসেছে ৫৫০ রান। ১৫ ম্যাচের ১৩ ইনিংসে ব্যাটিং করেছেন ৫৫ গড় ও ১১০ স্ট্রাইক রেটে। আফিফের মতো দারুণ ছন্দে আছেন আরেক বাঁহাতি নাঈমও। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৯৩২ রান করেছিলেন তিনি। সেটিও আবার ৯১.৬৪ স্ট্রাইক রেটে। নাঈম সেটিরই পুরস্কার পেলেন। দুই বছর পর ওয়ানডে দলে জায়গা করে নিতে নাঈমের অমন পারফরম্যান্স যথেষ্ট ছিল বলে মনে করেন মিনহাজুল, ‘প্রিমিয়ার লিগে সে দারুণ ফর্মে ছিল। এখানে আমরা ওপেনার দুজনের মধ্যে ভারসাম্য রাখছি। রনি টি-টোয়েন্টি খেলবে। আমাদের দেখার জন্য এই সিরিজই আছে। এ জন্য আমরা নাঈমকে এ সিরিজে সুযোগ দিয়েছি।’
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদারও জায়গা হারিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করে বিকল্প ওপেনারের জায়গা পেয়েছেন নাঈম শেখ। আবাহনীর হয়ে ১৬ ইনিংস খেলে ৯৩২ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে কেবল দুটি ওয়ানডেই খেলেছেন নাঈম, একটিতে ব্যাটিং পাননি। সব শেষ ম্যাচটি খেলেন ২০২১ সালের মে মাসে। বিশ্বকাপের ওয়ানডে ক্যারিয়ারটা নতুন করে শুরুর সুযোগ পেতে যাচ্ছেন নাঈম। এছাড়া অনুমিতভাবেই ফিরে এসেছেন চোটের জন্য সর্বশেষ সিরিজ না খেলা তাসকিন। তাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
এ ছাড়া টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও অনুমিতভাবেই দলে আছেন। দুজনই চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেননি। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদারীপুরে যৌতুকের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ
চাঁদপুরে জাহাজে খুন হওয়া ২ জনের বাড়ী লোহাগড়ায়
শ্রীনগরে রানা কাজীর লাশের অপেক্ষায় বাড়িতে চলছে স্বজনদের আহাজারি
উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে
রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম
বই আত্মার মহৌষধ
তরুণদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে
গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান
সারবাহী জাহাজে ৭ খুন : দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
গণতন্ত্র ও সাম্যের পথে এগিয়ে চলা বাংলাদেশ রুখে দেয়া আর সম্ভব নয়
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
রাইখালী যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
ফরিদগঞ্জে গো-খাদ্যের তীব্র সঙ্কট
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ৬ ভেকু ও ৩ ড্রেজার জব্দ