নির্বাচকদের রাডারেই আছেন বিজয়
১৯ জুন ২০২৩, ১১:২৫ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০০ এএম

ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ দুই আসরেই ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়েছেন এনামুল হক বিজয়। ২০২২ সালের রেকর্ড ১ হাজার ১৩৮ রান করেন তিনি। এবার আবাহনী লিমিটেডের শিরোপা পুনরুদ্ধারের পথে বড় অবদান রাখেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৫৯.৫৭ গড়ে করেন আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান। সেঞ্চুরি ও ফিফটি করেন তিনটি করে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা হয়নি এই টপ অর্ডারের। তবে নির্বাচকদের নজরে ভালোভাবেই আছেন তিনি।
গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপাতত এনামুলের জায়গা না পাওয়ার পেছনে নিজের মতামত তুলে ধরে সাবেক অলরাউন্ডার ও নির্বাচক আব্দুর রাজ্জাক বললেন, দলের কম্বিনেশনের কারণে আপাতত বাইরে রাখা হয়েছে বিজয়কে, ‘বিজয় (এনামুল হক) ভালো খেলেছে। টিম কম্বিনেশনে হচ্ছে না। কোনো দ্বিধা নেই সে ভালো খেলছে, খুব ভালো ফর্মে আছে। সামনে প্রচুর খেলা আছে। বিজয় হিসাবের বাইরে চলে যায়নি। বিজয় হিসাবের মধ্যেই আছে।’
আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের দলেও আনা হয়েছে পরিবর্তন। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে জাকের আলিকে রাখা হয়নি এবার। ওই সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন এই কিপার-ব্যাটসম্যান। এর পেছনের কারণও ব্যাখ্যা করলেন রাজ্জাক, ‘দল নিয়ে আহামরি কিছু বলার নেই। জাকের আলিকে সিস্টেমের মধ্যে রাখার জন্য এনেছিলাম। ওই সময় খেলার সুযোগ কম ছিল। আমরা জাকেরকে চিন্তা করছি সাদা বলেও ভালো করবে, এ মুহ‚র্তে ভালো ফর্মে আছে। বেশ কিছু দিন ধরে ভালো খেলছে। চেষ্টা করছি সাদা বলের দলেও ওকে অন্তর্ভুক্ত করার। যেসব খেলোয়াড় ভালো খেলছে, ফর্মে আছে ওদের রাখার চেষ্টা আমরা করব। যেকোনো সময় কাজে আসতে পারে। এবার যেমন টেস্টের আগে তামিম হুট করে চোটে পড়ল। আমাদের রেডি না থাকলে কঠিন ব্যাপার হতো। ৩-৪ বছর আগে বেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ব্যাকআপ ওরকম প্রস্তুত থাকত না। যত বেশি ব্যাকআপ রাখা যাবে তত ভালো।’
প্রিমিয়ার লিগের সবশেষ আসরে আলো ছড়িয়ে ১৬ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। শিরোপাজয়ী আবাহনীর হয়ে ১৬ ম্যাচে ১ সেঞ্চুরির সঙ্গে ১০টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭১.৬৯ গড়ে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করেন বাঁহাতি ওপেনার। স্ট্রাইক রেটও বেশ ভালো, ৯১.৬৪! ২০২২ সালের প্রিমিয়ার লিগের পারফরম্যান্সও খারাপ ছিল না নাঈমের। ১২ ম্যাচে ৩৮.১৬ ম্যাচে করেন ৪৫৮ রান। দল নির্বাচনে বিবেচনায় নেওয়া হয়েছে প্রিমিয়ার লিগের পারফরম্যান্স, বললেন রাজ্জাক। তবে ওয়ানডে দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখেন না তিনি। এসব তরুণ ক্রিকেটারদের রাখা হচ্ছে ব্যাকআপ হিসেবে, ‘ওরা তরুণ খেলোয়াড়, ওরাই খেলবে সামনে। অনেকদিন ধরে যেন খেলতে পারে। আমাদের ওয়ানডে দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ এ মুহ‚র্তে নেই। নাঈম প্রিমিয়ার লিগে ভালো করেছে। ওর ব্যাপারও ওরকম। যেহেতু পারফর্ম করেছে, কোনো সমস্যা হলে দল যেন উপকৃত হয়।’
ওয়ানডেতে সবচেয়ে বেশি ধারাবাহিক বাংলাদেশ। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের মিশেলে এই সংস্করণের দল একরকম সেট বললেই চলে। পরিবর্তনের সুযোগ খুব একটা নেই। তাই এশিয়া কাপের দল আর বিশ্বকাপের দল একই থাকার সম্ভাবনাই বেশি বললেন রাজ্জাক, ‘একদিক থেকে ঠিক। তবে এটা সভাপতির চেয়ে মিডিয়া থেকে বেশি দেখেছি। প্রায় একই হয় তবে কিছু ব্যাপার তো উন্মুক্ত রাখাই লাগে। পারফরম্যান্স, সুস্থতা, চোটের ব্যাপার আছে। সেক্ষেত্রে কিছু পরিবর্তন আসতেই পারে। যদি দেখা যায় সুন্দরভাবে সেট তাহলে তো... তবে এটা অফিসিয়ালি বলা খুবই কঠিন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ পথে ভারত থেকে আসার সময় বাংলাদেশি যুবক আটক

অসুস্থ শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মৎস্য উপদেষ্টা

রংপুরে শেখ মুজিবের ৩টি ম্যুরাল ভাঙচুর

ইন্টারনেটের অপব্যবহার থেকে ছাত্ররা নিজকে বিরত রেখে পড়ার পরিবেশে ব্যস্ত থাকা উচিৎ : কুতবুল আলম

বিমান টিকিটের মূল্যবৃদ্ধিতে জড়িতদের চিহ্নিতকরণে কমিটি গঠন

সুন্দরগঞ্জে পরকীয়ার বলি মামাতো ভাই, অভিযুক্ত ফুফাতো ভাই-ভাবী আটক

কালীগঞ্জে ১২৩ ফুট উঁচু “বঙ্গবন্ধু টাওয়ার” ভাংচুর ও অগ্নিসংযোগ

তিন দিনেই কারামুক্ত ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক

সৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকদের অনশন

মির্জাপুরে স্কাউটস নির্বাচনে সহিনুর-ফরহাদ- সেলিম নির্বাচিত

পাবনায় আওয়ামী লীগ কার্যালয় নামফলক বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

সাইফের আততায়ী নিয়ে নতুন ষড়যন্ত্র, সামাজিক মাধ্যমে নেটিজেনদের ক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

শাওনের আস্ফালন থামাতে যে ফর্মুলা দিলেন পিনাকী

কমলগঞ্জে গাছে গাছে দুলছে আমের মুকুল

মানিকগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা

শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ: সারজিস

‘কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা উচিত হবে না’

মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাওলানা এম এ মান্নান (রহ.)

সরকারের তিনটি মূল অগ্রাধিকার: বিচার, সংস্কার ও নির্বাচন : রিজওয়ানা হাসান