পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২০ জুন ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পরে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রথম ওভারের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে সাথী রানি, সোবহানা মোস্তারি ও অধিনায়ক লতাকে সাজঘরের দুয়ার দেখিয়ে দেন পাকিস্তানের পেসার ফাতিমা সানা। বিপর্যেয়ের সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে। ফলে ২.৩ ওভারেই বিদায় নেয় অর্ধেক ব্যাটার। স্কোরবোর্ডে রান তখন মাত্র ১৩! একপর্যায়ে তো ১৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকেই ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ৫৯ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ৫৩ রান পর্যন্ত করতে পেরেছিল পাকিস্তান। ৬ রানের জয় নিয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসরেই ফাইনালে উঠে গেল বাংলাদেশ। ইমার্জিং টিমের আদলে এই আসরে মূলত খেলছে টাইগ্রেস ‘এ’ দল। আজ ফাইনালে ভারতের মুখোমুখি হবে লতা ম-লের দল।
হংকংয়ের মং ককে সেমি ফাইনালেরে ম্যাচগুলো মূলত পরশুদিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে ম্যাচ দুটি হতে না পারায়, মাঠে গড়ায় গতকালের রিজার্ভ ডেতে। বৃষ্টির থাবা ছিল সেখানেও। ভেসে যায় ভারত ও শ্রীলঙ্কার মেয়েদের প্রথম সেমি ফাইনাল। বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় সেমি ফাইনালের খেলা শুরু হয় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। ফলে টি-টোয়েন্টি ম্যাচটি নেমে আসে ৯ ওভারে।
বৃষ্টিবিঘিœত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে চরম চাপে পড়া দলকে টানেন নাহিদা আক্তার। তাকে সঙ্গ দেন রাবেয়া খান। তাদের ৩৭ রানের জুটিতে পঞ্চাশ পার করে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের কারিগর নাহিদা ১ ছক্কা ও ৩ চারে ১৬ বলে করেন ২১ রান। অন্যদিকে ২০ বলে ১০ রান করে অপরাজিত থাকেন রাবেয়া। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দলের রান আরেকটু বাড়ান সুলতানা খাতুন।
বোলিংয়ে আঁটসাঁট শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারে মাত্র ২ রান দেন পেসার মারুফা আক্তার। তবে পরের ওভারে সানজিদা আক্তারের ওপর ঝড় বইয়ে দেন আইমান ফাতিমা। ১ ছক্কা ও ২ চারে ১৮ রান করা আইমানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রাবেয়া। নাহিদার শিকার আরেক ওপেনার শাওয়াল জুলফিকার। এরপর দ্রুত আরও দুই ব্যাটারকে ফিরিয়ে দেন রাবেয়া ও মারুফা। পাকিস্তানকে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে দিয়ে শেষ দিকে চেষ্টা চালান অধিনায়ক ফাতিমা। তবে শেষ পর্যন্ত সফল হননি তিনি। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজনে সানজিদার হাতে বল তুলে দেন লতা। নিজের প্রথম ওভারে অকাতরে রান দেওয়া এই স্পিনার সেই বাজিতে জিতে যান। জয়ের উল্লাসে ভাসান পুরো দলকে।
ক্যাপশন- রাবেয়া খানের সঙ্গে ৩৭ রানের কার্যকর জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন নাহিদা আক্তার (ডানে)- এসিসি
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ