সৌম্যর প্রমাণের মঞ্চ ইমার্জিং এশিয়া কাপ
২০ জুন ২০২৩, ১০:৪৮ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সৌম্য সরকার। ঘরোয়া ক্রিকেটে করতে পারছেন না তেমন কিছু। দুয়েকবার ঝলক দেখিয়েই হারিয়ে যাচ্ছেন। তবুও নিজেকে প্রমাণের একটার সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। তাকে রাখা হয়েছে ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে। এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ খেলবে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে। সেখানে বয়সী কয়েকজন খেলোয়াড়ও খেলতে পারবেন। সেই কোটাতেই জায়গা পেয়েছেন সৌম্য, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, জাকিররা। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জেতা দলের অনেক খেলোয়াড়ও ডাক পেয়েছেন ইমার্জিং দলে। আছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ কয়েকজন ক্রিকেটারও। ৫০ ওভারের ক্রিকেটের এই টুর্নামেন্টে ১৫ সদস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই দারুণ করা জাকির হাসান।
জাতীয় দলের হয়ে ৩০ বছর বয়সী সৌম্য শেষবার খেলেছিলেন গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই আসরে চার ম্যাচ খেলেও সুবিধা করতে পারেননি তিনি। সেই ব্যর্থতার কারণে বাদ পড়ে যান তিনি। গত ঢাকা প্রিমিয়ার লিগও একদমই ভালো কাটেনি সৌম্যর। তবে শেষটায় কিছুটা ঝলক দেখিয়ে খেলেন ১০২ রানের ইনিংস। সব মিলিয়ে ১২ ম্যাচে ১১ ইনিংসে ২৬.৬৩ গড়ে করেন ২৯৩ রান। ওই সেঞ্চুরির বাইরে ফিফটিও কেবল একটি। এবার তরুনদের সঙ্গে নিজেকে ফিরে পাবার চ্যালেঞ্জ কিভাবে সামলান সৌম্য সেটিই দেখার।
এছাড়া, সম্প্রতি আফগানদের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জেতা একমাত্র টেস্টে বাংলাদেশের একাদশে ছিলেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান ও ডানহাতি ব্যাটার মাহমুদুল হাসান জয়। তাদেরকে ডাকা হয়েছে ইমার্জিং কাপের দলে। আরও আছেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও ডানহাতি পেসার মুশফিক হাসান। এই দুজন আফগানদের বিপক্ষে টেস্টের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। আর গত মাসে আয়ারল্যান্ড সফরে আন্তর্জাতিক অভিষেকের স্বাদ পাওয়া বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীও সুযোগ পেয়েছেন ইমার্জিং কাপের স্কোয়াডে। আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি তার। চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন তিনি।
শ্রীলঙ্কায় ১৪ থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হবে আট দলের এই টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানের সঙ্গে আছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের দুই সঙ্গী নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ১৪ জুলাই উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অন্য ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ১৬ জুলাই ওমান এবং একদিন পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ জুলাই হবে দুটি সেমি-ফাইনাল, একদিন পর ফাইনাল।
বাংলাদেশ ইমার্জিং দল : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান, রিপন ম-ল, মুশফিক হাসান, আকবর আলী, মোহাম্মদ নাঈম শেখ।
রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।
ক্যাপশন : পাকিস্তানকে হারিয়ে এসিসি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ওঠার আনন্দে বাংলাদেশ নারী দলের সেলফি। গতপরশু মং ককে -বিসিবি
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, ২৬ মাদককারবারি গ্রেপ্তার
জামায়াত আমীরের 'বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না' মন্তব্যে ঘরে-বাইরে সমালোচনার ঝড়
স্বাস্থ্য পরীক্ষায় ব্যাংককে গেলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
উত্তেজনা নিরসনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ইলন মাস্কের : নিউ ইয়র্ক টাইমস
গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক
১৯ বছর পর বক্সিং রিংয়ে কিংবদন্তী টাইসন,প্রতিপক্ষ ২৭ বছরের পল,
আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
সিলেটে এপেক্স জেলা ৪ এর ৩৯ তম কনভেনশন মোহনাপেক্স সম্পন্ন
রেগে সংসদের মধ্যেই নাচ তরুণী এমপির, ভিডিও ভাইরাল
চন্দ্রঘোনা থানা পুলিশ চোলাই মদ ও অটোরিকশাসহ দুইজন গ্রেপ্তার
দেশের সব বন্ধ চিনিকল সচল করা হবে: শিল্প উপদেষ্টা
রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
উপাচার্যের আশ্বাসে ১৮ ঘন্টা পর অনশন ভাঙলেন রাবি শিক্ষার্থীরা
ছেলে নয়, গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখেন বাড়ির ভাড়াটিয়া: পুলিশ তদন্তে নতুন মোড়
দীর্ঘ ৯ মাস পর চালু হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা
মধ্যপ্রাচ্যে সঙ্কট নিরসনে আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা করবে রাশিয়া