আইরিশ স্বপ্নে স্কটিশ ধাক্কা
২২ জুন ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
প্রায় সমমানের একটি দলের সামনে ওয়ানডেতে ২৮৬ রান বেশ লড়াকু পুঁজি। বিশ্বকাপ বাছাই পর্বে পরশু দুই বৃটিশ দল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে হলোও তুমুল লড়াই। সেই লড়াই শেষে জয়ী দলটির নাম স্কটল্যান্ড। ইনিংসের একেবারে শেষ বলে গিয়ে আইরিশদের ২৮৬ রানের বাধা টপকে ১ উইকেটের ব্যবধানে জয় পেলো স্কটিশরা। প্রথম ম্যাচেও ওমানের কাছে অবিশ্বাস্য ভাবে হারের তিক্ত স্বাদ পেয়েছিল আয়ারল্যান্ড। টানা দুই ম্যাচে হারায় বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে গেল তাদের জন্য।
ম্যাচ জিততে শেষ ওভারে স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৮ রান, তখন হাতে ছিল ২ উইকেট। এমন সমীকরণে মার্ক অ্যাডায়ারের ফুল লেংথ ডেলিভারিতে লং অন দিয়ে খেলেছিলেন মাইকেল লিস্ক। হ্যারি টেক্টর দ্রুত বল ধরতে গিয়ে উল্টো ফিল্ডিংয়ে মিস করে বসেন। তাতে চার রান পায় স্কটল্যান্ড। যদিও তৃতীয় বলে শাফওয়ান শরিফকে ফিরিয়ে খেলা জমিয়ে তোলেন অ্যাডায়ার। চতুর্থ বলে কোনো রান নিতে পারেননি ক্রিস সোলে। তবে পঞ্চম বলে লেগ বাই থেকে রান নিয়ে লিস্ককে স্ট্রাইক দেন তিনি। শেষ বলে যখন ২ রান দরকার তখন চার হাঁকিয়ে স্কটল্যান্ডের এক উইকেটের জয় নিশ্চিত করেন লিস্ক।
বুলাওয়াতে জয়ের জন্য ২৮৬ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় স্কটল্যান্ড। তবে ক্রিস্টোফার ম্যাকব্রাইড ও ব্রেন্ডন ম্যাকমালেন মিলে শুরুর বিপর্যয় সামাল দেন। যদিও ১০ রানের বেশি করতে পারেনি ম্যাকমালেন। দ্রুতই বিদায় নিয়েছেন জর্জ মানজি, রিচি বেরিংটন এবং টমাস ম্যাকিনটস। ১২২ রানে ৬ উইকেট হারানো স্কটল্যান্ড নিজেদের সপ্তম উইকেট হারায় ১৫২ রানে। এরপর মার্ক ওয়াট এবং লিস্ক মিলে ৮২ রানের দুর্দান্ত জুটি গড়েন। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি ওয়াটের। জর্জ ডকরেলের বলে স্টাম্পিং হয়েছেন ৪৭ রানের ইনিংস খেলে।
ওয়াট সেঞ্চুরি না পেলেও ৪৫ বলে পঞ্চাশ ছুঁয়েছেন লিস্ক। শেষ পর্যন্ত স্কটিশদের জয় নিশ্চিত করেছেন ডানহাতি এই ব্যাটার। অপরাজিত ছিলেন ৬১ বলে অপরাজিত ৯১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে। আয়ারল্যান্ডের হয়ে অ্যাডায়ার তিনটি আর দুটি করে উইকেট নিয়েছেন জশুয়া লিটল ও ডকরেল। এর আগে টস জিতে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১২০ রানের ইনিংস খেলেছেন কার্টিস ক্যাম্ফার। এ ছাড়া ডকরেলের ব্যাট থেকে এসেছে ৬৯ রান। স্কটল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন ম্যাকমালেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা ঃ গুরুতর আহত ১
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
যুক্তরাষ্ট্রে প্রথম গুরুতর বার্ড ফ্লু সংক্রমণে মিউটেশন, শনাক্ত একজন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা
সূর্যের নিকটতম যাত্রা, নিরাপদে ফিরে এলো নাসার পার্কার সোলার প্রোব
দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন
স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু
অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
বিশিষ্ট ব্যবসায়ী টাইম ওয়ার্নারের প্রাক্তন সিইও রিচার্ড ডি. পারসন্সের মৃত্যু
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্যসহ নিহত-৩, আহত-১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের