ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তানের নতুন মোড়
২৩ জুন ২০২৩, ০৬:২২ পিএম | আপডেট: ২৩ জুন ২০২৩, ০৬:২২ পিএম

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তানের নতুন মোড়চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় জটলা যেন খুলছেই না। এশিয়া কাপ নিয়ে সমাধানের পথ খুঁজে পেলেও বিশ্বকাপ নিয়ে জটিলতা কাটেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বরাবর বলে আসছে, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে হলে পাকিস্তান সরকারের অনুমোদন লাগবে তাদের।
অবশেষে এতোদিন পিবিসি বিষয়টি বলে আসলেও প্রথমবারের মতো পাকিস্তানের ভারত সফর নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানোর বিষয়টি তারা মূল্যায়ন করে দেখছে।
আসন্ন আইসিসি বিশ্বকাপের বাকি চার মাসেরও কম। এখন পর্যন্ত টূর্নামেন্টের সূচি ঘোষণা করতে পারেনি আয়োজক ভারত। পাকিস্তান আসরে আসবে কিনা ওই নিশ্চয়তা না পাওয়ায় সূচি ঘোষণা করা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসির প্রেরিত বিশ্বকাপের খসড়া সূচি নিয়ে তিনটি ভেন্যুর বিষয়ে আপত্তি তুলেছে পিসিবি।
পাকিস্তান বোর্ডের থেকে বলা হচ্ছে, ২০২৫ সালে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড লিখিতভাবে সম্মতি দিলেই তারা কেবল ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে। এমনকি এশিয়া কাপের হাইব্রিড মডেলে পিসিবি সম্মতি দেয়ায় নাখোস হয়েছে পাকিস্তান সরকার।
মিডিয়া ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, ‘৪ জুলাই অনুষ্ঠেয় সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। পাকিস্তান ওই সামিটে প্রতিনিধিত্ব করবে। সামনে আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রশ্নে বলেন, ‘ক্রিকেটের বিষয়ে, পাকিস্তান মনে করে, খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়। পাকিস্তানে ক্রিকেট খেলার বিষয়ে ভারতে নীতি খুবই হতাশাজনক। ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হচ্ছে। পিসিবি’কে এ বিষয়ে আমরা আমাদের অবস্থান জানাবো।’
তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম এর আগে জানিয়েছে, পিসিবি ভারতে অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপের তিনটি ভেন্যু নিয়ে আপত্তি তুলেছে। এর মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচটি আহমেদাবাদ থেকে সরানোর দাবি তুলেছে। চেন্নাইয়ে আফগানিস্তানের বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চেয়েছে। ব্যাঙ্গালুরুর অস্ট্রেলিয়ার বদলে আফগানদের বিপক্ষে ম্যাচ চেয়েছে। তবে আইসিসি ও বিসিসিআই যৌথভাবে পাকিস্তানের সে দাবি নাকোচ করে দিয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ছয় গোলের রোমাঞ্চ শেষে বার্সা-ইন্টার

চেন্নাইয়কে বিদায় করে শীর্ষ দুইয়ে পাঞ্জাব

সেমিফাইনালে হেরে আল নাসেরের বিদায়

দুদকের মামলা : আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

ইউক্রেন খুব শিগগিরই ‘ধ্বংস’ হবে: ট্রাম্প

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

প্রশ্ন : ঈদের বাজারে জীনদের বাজার করা প্রসঙ্গে।

ভ্যান চালক হত্যাচেষ্টা: অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকুন

প্রোটন বাজারে আনল দেশীয় অ্যাসেম্বল এক্স৭০ এসইউভি গাড়ি

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রবির রোমিং প্যাকেজ

উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রের উপর অমানবিক অত্যাচার

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার

বিএনপির তৃণমূলের কর্মীদের কাছে পরীক্ষা দেওয়া ছাড়া কেউ নেতা হওয়ার সুযোগ নাই: আবুল কালাম

বিরামপুর হাসপাতালে দুদকের অভিযান, পেয়েছে নানা অনিয়ম

মাছ রক্ত,স্মৃতি ও দৃষ্টিশক্তি বাড়ায়