শেষের শুরু দেখতে পাচ্ছে উইন্ডিজ
২৫ জুন ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ১২:০১ এএম
এক সপ্তাহ আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি কার্ল হুপার জানিয়েছিলেন- তিনি ভাবতেও পারেননি ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য ক্যারিবিয়ানদের একদিন বাছাই পর্ব খেলতে হবে। হুপারের ভাবনাকে দাম্ভিক মনে হলেও, আদতে ভুল বলেননি তিনি। প্রথম তিন বিশ্বকাপের দুটিতে চ্যাম্পিয়ন ও একটির রানার্স-আপ দলটিকে কেন বাছাই পর্ব খেলতে হবে! তবে এরপর যা ঘটল তাতে এখন হুপার নিশ্চিতভাবেই হতবাক, বিস্মিত, স্তম্ভিত! শুধু হুপারই কেন? পরশু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩৫ রানে হেরে ক্রিকেট বিশ্বকেই হতবাক করল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা হারতেই পারে সিকান্দার রাজা, রায়ান বার্লদের বিপক্ষে। তবে এমন গুরুত্বপূর্ণ মঞ্চেও ক্যারিবিয়ানদের মনোযোগের ঘাটতিকেই কাঠগরায় দাঁড় করাচ্ছেন সকলে।
গ্রুপ ‘এ’ থেকে এই ম্যাচের সুপার সিক্স নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের। বাদ পড়েছে যুক্তরাষ্ট্র ও নেপাল। তবে সুপার সিক্সে যাওয়া দলগুলো তো এখনও বিশ্বকাপের মূল পর্বের টিকেটই পায়নি। এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ আসরের মতো এবারও অংশ নেবে ১০টি দল, যার মধ্যে স্বাগতিক ভারতসহ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল এরই মধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি দুটি দল চূড়ান্ত হবে বাছাইপর্ব থেকে। এমন বাঁচা-মরার লড়াইয়ে এসে ওয়েস্ট ইন্ডিজের শরীর ছেড়ে খেলাকে দলটির প্রধান কোচ ড্যারেন স্যামি ‘সৃষ্টিকর্তার অভিশাপ’ হিসেবেই দেখছেন।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। উইকেটের সুবিধা কাজে লাগানোর যে চিন্তা থেকে ফিল্ডিং নেওয়া, আলজারি জোসেফ, জেসন হোল্ডাররা সেটা আদায়ও করে নেন। কিন্তু ফিল্ডিং দুর্বলতার কারণে সুবিধা তোলা যায়নি। ১ ও ৭ রানে দুবার ক্যাচ দিয়ে বেঁচে যান সিকান্দার রাজা, যিনি শেষ পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস ওখলেন। রাজার দুটিসহ সব মিলিয়ে মোট ৪টি ক্যাচ মিস করে ওয়েস্ট ইন্ডিজ। আবার ২৬৮ রান তাড়ায় একটা পর্যায়ে ২ উইকেটে ১১০ রান তুলে ফেলেছিলেন কাইল মেয়ার্স-শাপ হোপরা। তবে ইনিংসের মাঝপথে খেই হারিয়ে ২৩৩ রানে আটকে যায় পুরো ইনিংস।
ক্যারিবিয়ানদের এই শতাব্দীর সোনালী প্রজন্মকে নেতৃত্ব দিয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সামি এখন দলটির কোচ। সাবেক এই অধিনায়ক কিছুতেই ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন না এই হারের। সামি বলেন, ‘আপনি যখন এ ধরনের ফিল্ডিং করবেন, তারপর একটা ভালো জায়গায় গিয়ে ম্যাচটাকে হালকাভাবে নিয়ে নেবেন, তখন ক্রিকেট-ঈশ্বর আপনাকে শাস্তি দেবেনই। এ কথাটা আমি ওদের ড্রেসিংরুমে বলব। জয় আমাদের প্রাপ্য ছিল না। আমরা জয়ের জন্য খেলিনি।’
নিয়মানুযায়ী সুপার সিক্সে উঠে গেলেও গ্রুপ পর্বের কিছু পয়েন্ট সঙ্গে থাকবে। এই পয়েন্টগুলো হচ্ছে গ্রুপ পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচের পয়েন্ট। অর্থাৎ, ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের ম্যাচের পয়েন্ট। জিম্বাবুয়ের সঙ্গে হেরে যাওয়ায় দুটি পয়েন্ট তাদের কম থাকবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যারিবীয়রা নেদারল্যান্ডসকে হারাতে পারলে সুপার সিক্সে উঠবে দুই পয়েন্ট নিয়ে। তবে নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ দুই দলের বিপক্ষেই জয় থাকায় জিম্বাবুয়ে উঠবে ৪ পয়েন্ট নিয়ে। বেশি পয়েন্ট নিয়ে সুপার সিক্স পর্ব শুরু করায় স্বাভাবিকভাবেই শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা বাড়বে জিম্বাবুয়ের। অপর গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে সুপার সিক্সে ওঠার সমূহ সম্ভাবনা থাকা শ্রীলঙ্কাও এগিয়ে থাকবে।
এই দিকে মরার উপর খাঁড়ার ঘা লেগেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। ম্যাচে হারের তিক্ততার রেশ না কাটতেই যোগ হলো শাস্তির খড়গ। জিম্বাবুয়ের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের। নির্ধারিত সময়ে তিন ওভার কম করায় ম্যাচ ফির ৬০ শতাংশ কাটা হয়েছে ক্যারিবিয়ানদের। আইসিসি গতকাল বিবৃতিতে এই শাস্তির কথা জানায়। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান