সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের হার
২৭ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১১:৪২ পিএম
ক্রিকেট অনেক সময় এক ম্যাচেই দুইবার সুযোগ দেয়! আর সেই সুযোগ যে কাজে লাগাতে পারে, সে জয়ের হাসি হাসে। নেদারল্যান্ডসের ক্রিকেটার লোগান ফন বিক পরশু তেমনই এক কান্ড ঘটালেন। বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল ম্যাচে দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েও পারলেন না একটুর জন্য। তবে একটু পরই মেলে ধরলেন আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের সেরা সুপার ওভার পারফরম্যান্স। তার অবিশ্বাস্য অলরাউন্ড নৈপুণ্যে নেদারল্যান্ডসের জয়টাও হয়ে রইল আরও স্মরণীয়। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৩৭৪ রান। কে জানত, এই নেদারল্যান্ডসই জেসন হোল্ডারদের বিপক্ষে সেই রান ছুঁয়ে ফেলবে! ডাচরাও থামে ঠিক ৩৭৪ রানে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ফন বিকের সেই দানবীয় পারফরম্যান্স।
পাহাড় সম রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করে নেদারল্যান্ডস। শুরুর দিকে একটু নড়বড় করলেও তাদের দলের খেলোয়াড়রা চেষ্টার কোনও কমতি রাখেননি। ম্যাচ জিততে নিজেদের সবটা নিংড়ে দিয়ে তারা লড়াই চালিয়ে যান। তার মধ্যে তেজা নিদামানুরু চাপের মধ্যেও ৭৬ বলে ১১১ রানের দুরন্ত একটি লড়াকু ইনিংস খেলেন। তাকে এই লড়াইয়ে ভালোই সঙ্গ দেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। তেজা এবং স্কট মিলে পঞ্চম উইকেটে ১৪৩ রান যোগ করেন।
এছাড়াও ওপেন করতে নেমে ম্যাক্স ওডাউদ এবং বিক্রমজিৎ সিং যথাক্রমে করে ৩৬ ও ৩৭ রান। শেষ ৩ ওভারে ডাচদের যখন প্রয়োজন ৪২ রাস, আটে নামা ফন বিকের ক্যামিও ইনিংস তখন দলকে নিয়ে যায় জয়ের নাগালেন। শেষ বলে প্রয়োজন ছিল ১ রান। তবে সেই বলেই আউট হয়ে যান ১৪ বলে ২৮ রান করা ফন বিক।
সুপার ওভারে একাই ব্যাটে-বলে বাজিমাত করেন লোগান ভ্যান বিক। এই ওভারে তিনি জেসন হোল্ডারকে তিনটি ছক্কা এবং তিনটি চার হাঁকিয়ে সংগ্রহ করেন ৩০ রান। যা সুপার ওভারের ইতিহাসে সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজ জবাবে ব্যাট করতে নামলে বল করতে আসেন ভ্যান বিকই। এই ওভারে মাত্র ৮ রান দিয়ে তিনি নেন ২ উইকেট।
ম্যাচের পর ফিন বিক যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিলেন না,‘আমি সত্যি জানি না কী হয়ে গেল। এই মুহূর্তে কিছুই ব্যাখ্যা করতে পারব না। আমরা স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। দীর্ঘদিন ধরে খেলছি আমি। এই ধরনের পরিস্থিতি থেকে যে পরিমাণ ম্যাচ আমরা হেরেছি, এবার জিততে পারা তাই দারুণ সন্তুষ্টির।’
অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার ওভারে অবিশ্বাস্য হারের পর ভারত বিশ্বকাপে যাওয়ার সমীকরণটা শুধু কঠিনই নয়, বলতে গেলে অসম্ভব করে তুলেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা দুটি হারল ক্যারিবিয়ানরা। আগের ম্যাচে তাদের হারিয়ে দেয় জিম্বাবুয়ে। এদিকে ডাচদের বিপক্ষে হারার পর সংবাদ সম্মেলন দলটির কোচ ড্যারেন সামি বলেন, ‘ব্যাটসম্যানরা দারুণ করেছে বলে মনে হয়েছে। তবে আমরা দল হিসেবে কোথায়, সেটি বোঝা যাচ্ছে। কৌশলগত দিক দিয়ে আমরা বাজে ছিলাম, পরিকল্পনায় স্থির থাকতে পারিনি। আমরা ভেবেছি, ৩৭৪ রান আছে, আমাদেরই জেতা উচিত। তবে ক্রিকেট খেলা এভাবে হয় না। এটি আমাদের জন্য শিক্ষা যে আপনি জিতবেনই, কখনোই এটা ধরে নিতে পারেন না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কর্পোরেট প্রভাবমুক্ত সাংবাদিকতা দেখতে চাই, সত্য প্রচারে নির্ভীক হতে হবে: মাহমুদুর রহমান
গণতন্ত্রের পথ রুদ্ধ করতে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে-- এড. আবুল বাসার আকন্দ।
সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে রসুন, আসছে মাদকসহ অবৈধ পন্য আনোয়ারুজ্জামান পালালেও, থামছে না চোরাচালান ব্যবসা
ডেঙ্গুতে চট্টগ্রামে মৃত্যু ১, নতুন আক্রান্ত ২৫
রেশনের চাল গুদামে দেড় লাখ টাকা জরিমানা
অভয়নগরে পানিবন্দি মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প
ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল গনী আল গাজীর ইন্তেকাল
শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে: আবদুস সালাম আজাদ
যশোরে বিএনপি অফিস ভাংচুর-অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার ৩
বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইপিএ স্বাক্ষরে সম্মত বাংলাদেশ-জাপান
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩ পদে প্রার্থী ২৮
রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, ২৬ মাদককারবারি গ্রেপ্তার
জামায়াত আমীরের 'বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না' মন্তব্যে ঘরে-বাইরে সমালোচনার ঝড়
স্বাস্থ্য পরীক্ষায় ব্যাংককে গেলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
উত্তেজনা নিরসনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ইলন মাস্কের : নিউ ইয়র্ক টাইমস
গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক