প্রথম ওভারেই শাহিনের চার উইকেটের কীর্তি
০১ জুলাই ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
কোন বল না করেই পাঁচ রান দেওয়া! এরচেয়ে বাজে শুরু আর কি বা হতে পারে? তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে, সেই ওভারেই যে, দারুণ এক মাইলফলক স্পর্ষ করা যায়, সেটা এতোদিন দেখা ছিল না ক্রিকেট বিশ্বের। পরশু রাতে ইংল্যান্ডের দ্য ব্লাস্ট টি-টোয়েন্টিতে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি প্রথম বলটা ওয়াইড এবং বাই চার দিয়ে পাঁচ রান খরচ করেন এবং সেই ওভারেই চার উইকেট তুলে নেন! যা ছিল রীতিমতো অবিশ্বাস্য! স্বীকৃত টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভারে চার উইকেট এই প্রথম। ট্রেন্ট ব্রিজে বার্মিংহাম বিয়ার্সের মুখোমুখি হয় শাহিনের দল নটিংহামশায়ার। রান তাড়ায় বার্মিংহামের দরকার ছিল ১৬৯ রান। আর সেটি করতে নেমেই প্রথম ওভারে শাহিনের পেস-তোপে পড়েছিল বার্মিংহাম।
শাহিন ওয়াইড দিয়ে শুরু করলেও এরপর ছুড়তে থাকেন একের পর এক গোলা। ওয়াইডের পরের বলেই দুর্দান্ত এক ইনসুইঙ্গিং ইয়র্কার করেন, যেটির কোনো জবাব পাননি ব্যাটসম্যান অ্যালেক্স ডেভিস। ডিফেন্স করতে গিয়ে ভূপাতিত হন তিনি, বল ছোবল দেয় পায়ে। এলবিডব্লিউ হয়ে ফেরেন ইংলিশ ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান ক্রিস বেঞ্জামিন প্রথম বলেই চেষ্টা করেন প্যাডল-স্কুপ খেলার। তবে আরেকটি ইনসুইঙ্গিং ইয়র্কারে উড়ে যায় তার বেলস।
পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। পঞ্চম বলে আবার উইকেট। এবার ড্রাইভ করেন বাঁহাতি ড্যান মুজলি। খুব কাছেই শর্ট কাভারে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন অলিভার স্টোন। পরের বলটি ইয়র্কারের মতো নিচু ফুল টস। ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করেন এড বার্নার্ড। উপড়ে যায় তার অফ স্টাম্প।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ইনিংসের প্রথম ওভারে ৪ উইকেটের ঘটনা আর একটিই আছে। সেটার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে চামিন্দা ভাসের করা প্রথম ওভারেই চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়ানডেতে এক ওভারে ৪ উইকেট নেওয়ার একমাত্র ঘটনাও সেটি। ২০০৭ বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বলে চার উইকেট নিয়েছিলেন। তবে এর মধ্যে প্রথম দুই উইকেট ছিল একটি ওভারের শেষ দুই বলে, আর তৃতীয় ও চতুর্থ উইকেট ছিল পরের ওভারের প্রথম দুই বলে।
অন্যদিকে আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে ম্যাচের যেকোনো পর্যায়ে এক ওভারে চার উইকেটের ঘটনা আছে বেশ কয়েকটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই এমন কীর্তি আছে লাসিথ মালিঙ্গা, রশিদ খান, কার্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডারদের। এমনকি টেস্ট ক্রিকেটেও এক ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা আছে ছয়টি। তবে এসবের কোনোটিই ইনিংসের প্রথম ওভারে নয়, যেমনটি বিশ বছর আগে বিশ্বকাপে করে দেখিয়েছিলেন ভাস, এবার ব্লাস্টে করে দেখালেন শাহিন আফ্রিদি।
তবে ওই ধাক্কা সামলেও ম্যাচে ফেরে বার্মিংহাম। চার উইকেট পড়ার পর ক্রিজে গিয়েই ছক্কা ও চার মারেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ১২ বলে ১৯ রানের ক্যামিও খেলেন তিনি। ওপেনার রব ইয়েটস ৫ ছক্কায় করেন ৪৬ বলে ৬৫। পরে জ্যাকব বেথেলের ২১ বলে ২৭ ও লিন্টটের ২২ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতে জিতে যায় বার্মিংহাম। প্রথম ওভারে চার উইকেটের পর আর উইকেটের দেখা পাননি আফ্রিদি। চার ওভারে রান দেন ২৯।
ম্যাচ শেষে শাহিন বললেন, নিজের পারফরম্যান্সে খুশি হলেও দলের হারে তিনি হতাশ। শাহিন,‘প্রথম ওভারটি ভালো ছিল। ক্যারিয়ারে প্রথমবার চার উইকেট নিলাম প্রথম ওভারেই। তবে জিততে পারলে আরও ভালো হতো আমার জন্য ও দলের জন্য। দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। তবে সত্যি বলতে, এখানে দর্শক সমর্থন দারুণ। আমি যখন বল হাতে ছুটছিলাম, মনে হচ্ছিল যে পাকিস্তানেই খেলছি। ভালো লাগছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ