বিশ্বকাপের টিকিট কাটল শ্রীলঙ্কা
০২ জুলাই ২০২৩, ১০:১৭ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান। অন্যদিকে স্ট্রাইকে থাকা পাথুম নিসানকার শতকে পৌঁছাতে তখনও লাগবে ৩ রান। এমন অবস্থায় ওয়েলিংটন মাসাকাদজার অফ স্টাম্পের বাইরের ফুল টস বলটি মিড উইকেট দিয়ে চার হাঁকালেন নিসানকা। তাতে এই লঙ্কান ব্যাটার এক ঢিলে মরল ‘তিন’ পাখি! এই ২৫ বছর বয়সী ব্যাটার পেলেন ক্যারিয়ারের তৃতীয় শতক, তাঁর দেশ পেল জয় ও বিশ্বকাপ খেলার টিকেট। গতকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ১০১ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা। আর জিম্বাবুয়ের বিপক্ষে এই ৯ উইকেটের জয়ে ৮ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করল ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়েছিল জিম্বাবুয়ে। দলীয় ২ রানেই ফিরে জয়লর্ড গাম্বি। তিনি কনো রান করার আগেই দিলশান মাদুশানের শিকার হয়ে ফেরেন। দলীয় ৮ রানে ফিরে যান ওয়েসলি মাধেভেরেও। তিনি দ্বিতীয় শিকার হয়েছে মাদুশানের। এর ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
বেশিক্ষণ টিকতে পারেননি ক্রেইগ আরভিনও। তিনি ১৪ রানের করে সাজঘরেফেরেন। চতুর্থ উইকেটে দারুণ ফর্মে থাকা শেন উইলিয়ামস ও সিকান্দার রাজা মিলে যোগ করনে ৬৮ রান। ৩১ রান করা রাজাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন দাসুন শানাকা। এরপর উইলিয়ামসকেও থিতু হতে দেননি মাহিশ থিকশানা। অবশ্য আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৬ রান। এরপর রায়ান বার্লের ১৬ ও ব্র্যাড ইভান্সের ১৪ রানে ভড় করে ১৬৯ রান পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে। থিকশানা ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দিয়েছেন। ৩টি উইকেট নেন মাদুশান। ২টি উইকেট পেয়েছেন মাথিশা পাথিরানা।
হাতের নাগালে লক্ষ্য পেয়ে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারতেœ। এই দুজনে যোগ করেন ১০৩ রান। করুনারতেœ ৩০ রান করে ফিরে গেলেও অপরাজিত ১০১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন নিসানকা। ২৫ রান করে অপরাজিত ছিলেন কুশাল মেন্ডিস। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি নেন রিচার্ড এনগারাভা।
হেরে গেলেও অবশ্য জিম্বাবুয়ের বিশ্বকাপ টিকিট নিশ্চিতের পথ বন্ধ হয়ে যায়নি। বাছাইয়ের সুপার সিক্স পর্বে আগামীকাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। জিম্বাবুয়ের পয়েন্ট ৬, এক ম্যাচ কম খেলা স্কটল্যান্ডের পয়েন্ট ৪। জিম্বাবুয়ে স্কটিশদের কাছে হেরে গেলে বাদ পড়ার শঙ্কায় থাকবে, কারণ স্কটল্যান্ডের আরও একটি ম্যাচ থাকবে নেদারল্যান্ডসের বিপক্ষে। অন্যদিকে ভারতে অনুষ্ঠিতব্য ১৩তম বিশ্বকাপের দশ দলের নয়টি চূড়ান্ত হয়ে গেছে। উল্লেখ্য আগেই বাছাইপর্ব থেকে বাদ পড়া নিশ্চিত হয়ে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ