আরেকটি লজ্জার ব্যাটিং ধ্বস
০৫ জুলাই ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
বেশ কিছুনি ধরেই আলোচনায় তামিম ইকবালের পিঠের চোট। যে চোট তাকে অনুমতি দেয়নি আফগানিস্তানের বিপক্ষে তাকে টেস্ট খেলতে। সেই চোট আলো বড় ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে সামনে ওয়ানডে বিশ^কাপ বলে। কেননা দেশসেরা এই ওপেনারের কাঁধেই যে এই সংস্তরণের অধিনায়কত্বের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বুঝি নিজের ‘খেলার যোগ্যতা’ প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন আফগান সিরিজের প্রথম ওয়ানডেকে। তার সেই সিদ্ধান্ত যে ভালোভাবে নেননি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সেটি সিবিসি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনের এক বক্তব্যেই পমাণিত। তবে বাস্তবতাও যে মিলে গেল তাদের দুশ্চিন্তায়, সেটিকে কিভাবে ব্যখ্যা দেবেন তামিম?
গত মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনে গতকাল চট্টগ্রামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এবাদত হোসেন, রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরী পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে একাদশে সুযোগ হয়েছে সাকিব আল হাসান, আফিফ হোসেন ও তাসকিন আহমেদের। সবশেষে এই চট্টগ্রামেই ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন আফিফ। এরপর ঘরে ও বিদেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করেন ২৫ ওয়ানডেতে তিনটি হাফ-সেঞ্চুরিতে ৫৪২ রান করা আফিফ। তবে এদিন সাগরিকা যেন উল্টো পিঠ দেখিয়ে দিল পরীক্ষা-নীরিক্ষায় নামা স্বাগতিকদের।
বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচের চ্যালেঞ্জটা খুব ভালোভাবে নিতে পারল না বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ধুঁকে ধুঁকে পুরো ওভার খেলতে পারল তামিমের নেতৃত্বাধীন দল। তামিম ও লিটন কুমার দাস শুরু করেছিলেন সতর্কতায়। তবে আলগা শটে তামিমের বিদায়ের পর থেকে আফগান বোলাররা আঘাত হানতে থাকেন নিয়মিতই। বাংলাদেশের ব্যাটসম্যানরাও একের পর এক আউট হন বাজে শটে। এক প্রান্ত আগলে রেখে ফিফটি করেন কেবল তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেট সাকিব আল হাসানের সঙ্গে তার ৩৭ রানের জুটি ইনিংসের সর্বোচ্চ জুটি। কিছুটা মন্থর পিচে তারা ৯ উইকেট হারিয়ে তুলল ১৬৯ রান। তবে ডিএলএস পদ্ধতিতে ১৬৪ রানের লক্ষ্য পেল আফগানিস্তান।
কন্ডিশনকে কাজে লাগিয়ে দুর্দান্ত পারফর্ম করলেন সফরকারী বোলাররা। বাঁহাতি পেসার ফজলহক ফারুকি ২৪ রানে পান ৩ উইকেট। পিঠে ব্যথার কারণে ৯ ওভারের কোটার পুরোটা শেষ করতে পারেননি তিনি। নিজের ২ বল বাকি থাকতে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। লেগ স্পিনার রশিদ খান ও অফ স্পিনার মুজিব উর রহমান যথাক্রমে ২১ ও ২৩ রানে ২ উইকেট করে পান।
স্বাগতিকদের পক্ষে একমাত্র লড়াই করতে পারেন তাওহিদ হৃদয়। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। দুর্দান্ত ছন্দে শুরু করা ওয়ানডে ক্যারিয়ারে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি। তিনি ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেন আর মাত্র চারজন। এক পর্যায়ে ১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬৫ রান। কিন্তু বাজে শটে লিটন দাসের বিদায়ের পর নড়ে যায় শুরুর ভিত। বিবর্ণ ব্যাটিং প্রদর্শনীর দিনে বাংলাদেশের কোনো জুটি পঞ্চাশে পৌঁছায়নি। সাকিব আল হাসানের সঙ্গে চতুর্থ উইকেটে হৃদয়ের ৩৭ রানের জুটিই ইনিংসের সর্বোচ্চ।
গোটা ইনিংসে বাংলাদেশ চার মারতে পেরেছে ¯্রফে ১০টি, ছক্কা একটি। ১৫ ওভারের পর বাউন্ডারি হয়েছে কেবল ৩টি। ইনিংসের শেষ ১৬ ওভারে চার হয়েছে কেবল ১টি। তবে এই ছোট পুঁজি নিয়ে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল শুরুতে একাধিক উইকেট। কিন্তু আফগানদের দুই ওপেনারকেই আলাদা করতে পারেনি তারা। কয়েকবার তারা অস্বস্তিতে পড়লেও উইকেট হারাননি। আলগা বল পেলে কাজে লাগিয়ে বাড়িয়েছেন রান। দশম ওভারে সাকিব আক্রমণে এসে দারুণ বোলিংয়ে শুরু করেছেন মেইডেন নিয়ে। কিন্তু উইকেট ধরা দেয়নি। রিপোর্টটি লেখা পর্যন্ত ১০ ওভারে আফগানিস্তানের রান কোনো উইকেট না হারিয়ে ৩২। রহমানউল্লাহ গুরবাজ খেলছেন ১৩ রান নিয়ে, ইব্রাহিম জাদরানের রান ১৬।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক