রোমাঞ্চ জিতে বিশ্বকাপে নেদারল্যান্ডস
০৭ জুলাই ২০২৩, ১০:২৯ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
স্কটল্যান্ডের রান বড় হতে দেননি নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডে লেড। এরপরও ব্র্যান্ডন ম্যাকমুলেনের সেঞ্চুরি ও অধিনায়ক রিচি বেরিংটনের হাফসেঞ্চুরিতে লড়াকু ২৭৭ রানের পুঁজি পেল স্কটিশরা। রান রেটে খানিকটা পিছিয়ে থাকায় নেদারল্যান্ডসকে ম্যাচ জিততে হতো ৪৪ ওভারের মাঝে। ১৬৩ রানে ৫ উইকেট হারানো ডাচদের জন্য এমন সমীকরণ মেলানোটা খানিকটা কঠিনই ছিল। তবে ব্যাট হাতেও জ্বলে উঠলেন বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখানো ডে লেডে। তার কল্যাণেই পরশু ৪৩ বল বাকি থাকতেই বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের বাঁচা-মরার ম্যাচে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস। এতে শেষ দল হিসেবে ভারতে অনুষ্ঠেয় আগামী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল তারা।
বুলাওয়েতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল স্কটল্যান্ড। শুরুতেই তারা ধাক্কা খায়। প্রথম ওভারেই ম্যাথু ক্রসের উইকেট হারিয়ে বসে স্কটিশরা। তবে আর এক ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে নিয়ে তিনে নেমে ব্রেন্ডন ম্যাকমুলেন দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ম্যাকব্র্যাইড ৩৮ বলে ৩২ করে আউট হয়ে যান। তবে চতুর্থ উইকেটে রিচি বেরিংটন আর ম্যাকমুলেন ১৩৭ রান যোগ করেন। ম্যাকমুলেন ১১০ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ১০৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। স্কটিশ অধিনায়ক বেরিংটন করেন ৬৪ রান। ফলে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটল্যান্ড।
জবাবে নেদারল্যান্ডস রান তাড়ায় শুরুতে একটু নড়বড় করছিল। তবে ডি লিডের ঝড়ে স্কটিশদের বিশ্বকাপে খেলার আশা একেবারে ধুয়েমুছে গেলো। চারে নেমে ৯২ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডি লিড। হাঁকান ৭টি চার, ৫টি ছক্কা। ওপেন করতে নেমে বিক্রমজিৎ সিং করেন ৪০ রান। এছাড়া জুলফিকার অপরাজিত ছিলেন ৩২ রানে। ৪২.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলে ফেলে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় নেদারল্যান্ডস। স্কটল্যান্ডের মাইকেল লিস্ক ২ উইকেট নেন।
২০২৩ বিশ্বকাপে আইসিসির একমাত্র সহযোগী সদস্য হিসেবে খেলবে ডাচরা। শেষবার তারা ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল ২০১১ সালে। কাকতালীয়ভাবে সে আসরও ছিল ভারতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে