অতি আক্রমণই কাল হচ্ছে ইংল্যান্ডের
০৭ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
সফরকারী অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজে এগিয়ে আছে ২-০ ব্যবধানে। স্বাভাবিকভাবেই দারুণ চাপের মাঝে লিডসে তৃতীয় টেস্টে খেলতে নেমেছিল স্বাগতিক ইংল্যান্ড। পরশু কিছু একটা করে দেখানোর তাড়নাতেই বল হাতে জ্বলে উঠল ইংলিশ পেসাররা। ইংল্যান্ডের পেস বোলিংয়ের সমার্থক হয়ে ওঠা জিমি এন্ডারসনকে ছাড়াই মাঠে নেমেছিল থ্রি লায়ন্সরা। জিমির পরিবর্তে দলে ঢুকা মার্ক উড বল হাতে পেয়েই প্রমাণ করলেন দলে নিজের অন্তর্ভুক্তিটা। তাঁর অগ্নিঝড়া বোলিংয়ে অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৬৮ রানে তিন উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে। গতকাল স্বাগতিকরা যেতে পারল কেবল ২৩৭ রান পর্যন্ত। সেখানে কাপ্তান বেন স্টোকসেরই সংগ্রহ ৮০ রান। ২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারী অজিরা।
টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বল করার সিদ্ধান্ত নেন। প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। দিনের শুরুটা ভালই হয়েছিল তাঁদের। ৮৫ রানের মধ্যে অস্ট্রেলিয়ার চার উইকেট চলে যায়। কোনও ব্যাটারই রান পাচ্ছিলেন না। সেখান থেকে মার্শ এবং ট্রেভিস হেড দলের হাল ধরেন। ১৫৫ রানের জুটি গড়েন তাঁরা। যদিও এর মধ্যে বেশিটাই করেন মার্শ। হেড মাত্র ৩৯ রানে আউট হয়ে যান। উল্টো দিকে মার্শ করেন ১১৮ রান। পরে বল হাতে একটি উইকেটও নিলেন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ৫১ বলে ৬ উইকেট চলে যায়।
ইংল্যান্ডের হয়ে নজর কাড়েন মার্ক উড। প্রথম দুটি টেস্টে দলে নেওয়া হয়নি তাঁকে। তবে ফিরে এসেই পাঁচ উইকেট তুলে নেন তিনি। প্রথম দুটি স্পেলে তাঁর বলের গতির গড় ছিল ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্যদিকে তিনটি উইকেট নেন ক্রিস ওকস। ব্রড নেন দুটি উইকেট।
ইংল্যান্ড গতকাল খেলা শুরু করে ৩ উইকেটের বিনিময়ে ৬৮ রান নিয়ে এবং দলীয় সংগ্রহে কোন রান যোগ করার আগেই ফেরেন জো রুট। অজি কাপ্তান পেট কামিন্সের শিকার তিনি। স্বাগতিকরা সেখান থেকে ৮৫ রানে ৫ উইকেট হারানোর পর স্টোকস ও মঈন আলী মিলে ৪৪ রানের জুটি গড়েন। আলী ফিরে যাওয়ার পর আর কোন টেকশই জুটি গড়ে উঠেনি তাদের। শেষদিকে উড এসে ৮ বলে ঝড়ো ২৪ রান করেন। স্টোকসও হাত খুলে খেলে ৬ চার ও ৫ ছক্কায় ১০৮ বলে ৮০ রান গড়েন। বাজবলের নেশায় মেতে থাকায় বেশিরভাগ ব্যাটারই ম্যাচ পরিস্থিতির ও সাদা বলের ব্যাকরণ বাদ দিয়ে, আক্রমণাত্বক খেলতে গিয়ে কামিন্সের ফাঁদে পড়েছে। অজি কাপ্তান পান ৬ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা