অতি আক্রমণই কাল হচ্ছে ইংল্যান্ডের
০৭ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
সফরকারী অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজে এগিয়ে আছে ২-০ ব্যবধানে। স্বাভাবিকভাবেই দারুণ চাপের মাঝে লিডসে তৃতীয় টেস্টে খেলতে নেমেছিল স্বাগতিক ইংল্যান্ড। পরশু কিছু একটা করে দেখানোর তাড়নাতেই বল হাতে জ্বলে উঠল ইংলিশ পেসাররা। ইংল্যান্ডের পেস বোলিংয়ের সমার্থক হয়ে ওঠা জিমি এন্ডারসনকে ছাড়াই মাঠে নেমেছিল থ্রি লায়ন্সরা। জিমির পরিবর্তে দলে ঢুকা মার্ক উড বল হাতে পেয়েই প্রমাণ করলেন দলে নিজের অন্তর্ভুক্তিটা। তাঁর অগ্নিঝড়া বোলিংয়ে অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৬৮ রানে তিন উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে। গতকাল স্বাগতিকরা যেতে পারল কেবল ২৩৭ রান পর্যন্ত। সেখানে কাপ্তান বেন স্টোকসেরই সংগ্রহ ৮০ রান। ২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারী অজিরা।
টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বল করার সিদ্ধান্ত নেন। প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। দিনের শুরুটা ভালই হয়েছিল তাঁদের। ৮৫ রানের মধ্যে অস্ট্রেলিয়ার চার উইকেট চলে যায়। কোনও ব্যাটারই রান পাচ্ছিলেন না। সেখান থেকে মার্শ এবং ট্রেভিস হেড দলের হাল ধরেন। ১৫৫ রানের জুটি গড়েন তাঁরা। যদিও এর মধ্যে বেশিটাই করেন মার্শ। হেড মাত্র ৩৯ রানে আউট হয়ে যান। উল্টো দিকে মার্শ করেন ১১৮ রান। পরে বল হাতে একটি উইকেটও নিলেন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ৫১ বলে ৬ উইকেট চলে যায়।
ইংল্যান্ডের হয়ে নজর কাড়েন মার্ক উড। প্রথম দুটি টেস্টে দলে নেওয়া হয়নি তাঁকে। তবে ফিরে এসেই পাঁচ উইকেট তুলে নেন তিনি। প্রথম দুটি স্পেলে তাঁর বলের গতির গড় ছিল ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্যদিকে তিনটি উইকেট নেন ক্রিস ওকস। ব্রড নেন দুটি উইকেট।
ইংল্যান্ড গতকাল খেলা শুরু করে ৩ উইকেটের বিনিময়ে ৬৮ রান নিয়ে এবং দলীয় সংগ্রহে কোন রান যোগ করার আগেই ফেরেন জো রুট। অজি কাপ্তান পেট কামিন্সের শিকার তিনি। স্বাগতিকরা সেখান থেকে ৮৫ রানে ৫ উইকেট হারানোর পর স্টোকস ও মঈন আলী মিলে ৪৪ রানের জুটি গড়েন। আলী ফিরে যাওয়ার পর আর কোন টেকশই জুটি গড়ে উঠেনি তাদের। শেষদিকে উড এসে ৮ বলে ঝড়ো ২৪ রান করেন। স্টোকসও হাত খুলে খেলে ৬ চার ও ৫ ছক্কায় ১০৮ বলে ৮০ রান গড়েন। বাজবলের নেশায় মেতে থাকায় বেশিরভাগ ব্যাটারই ম্যাচ পরিস্থিতির ও সাদা বলের ব্যাকরণ বাদ দিয়ে, আক্রমণাত্বক খেলতে গিয়ে কামিন্সের ফাঁদে পড়েছে। অজি কাপ্তান পান ৬ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ কি আবশ্যক?
জেন জি’র দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের বামপন্থী জোটের জয়
সংসদের অন্দরে আদিবাসী নৃত্য প্রদর্শন
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ : সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা, নির্মাণকাজ স্থগিত
পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, তবে সুনামির আশঙ্কা নেই
ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ ১৫ জন নিহত
ভ্যাকসিনবিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী বানালেন ট্রাম্প : সমালোচনার ঝড়
ইউক্রেন যুদ্ধ : উ. কোরিয়ার পদক্ষেপে দ. কোরিয়ার নতুন কৌশল
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি
ইরান নিয়ে সুর নরম করতে চান ট্রাম্প?
গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল
কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসংঘের পরমাণু প্রধান