তামিমের সিদ্ধান্ত বদলানোর পর মাশরাফি
০৭ জুলাই ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম

আগের দিন দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আকস্মিক ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। আজ সন্ধ্যা গড়ানোর আগেই ঢাকায় সে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সিদ্ধান্ত বদলেছেন এ ব্যাটসম্যান। গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তামিম, পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাতের সময় সঙ্গে থাকা সাবেক অধিনায়ক ও এখনকার সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাও জানিয়েছেন তার প্রতিক্রিয়া।
অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই তামিমের সামাজিক যোগাযোগমাধ্যমে অফিশিয়াল পেজ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারি না।’ ছবিতে তামিমের সঙ্গে আছেন তার স্ত্রী আয়েশা ইকবালও। এর আগে সাংবাদিকদের তামিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছেন তিনি।
গতকাল চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা তামিমকে দুপুরে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। তামিমের সঙ্গে তার স্ত্রী ছাড়াও ছিলেন মাশরাফি, বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে তামিম ও নাজমুল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও মাশরাফি বলেননি। তবে কিছুক্ষণ পরই অফিশিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম থেকে দুটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়, ইনশাআল্লাহ।’ এই সিদ্ধান্ত প্রত্যাহারে মাশরাফি ভূমিকা রেখেছেন বলে তামিম নিজেই জানিয়েছেন, ‘তাতে (সিদ্ধান্ত প্রত্যাহারে) অবশ্যই পাপন (নাজমুল হাসান) ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন।’
এর আগে গতকাল তামিমের আকস্মিক অবসরের পর মাশরাফি ফেসবুকে নিজের প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম। কিন্তু তা করব না, কারণ ওই যে তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত।’ বাইরের কোনো চাপে অবসর নিতে বাধ্য হয়েছেন কি না তামিম, এমন প্রশ্নও তুলেছিলেন মাশরাফি। সেই মাশরাফিই তামিমের অবসরের সিদ্ধান্ত বদলানোর ক্ষেত্রে রাখলেন ভূমিকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত

গোয়ালন্দে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

শঙ্কা নিয়েই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১৮, বিপর্যস্ত ঐতিহ্যবাহী স্থাপত্য

কাশিয়ানীতে ‘খেলনা দেওয়ার’ কথা বলে শিশুকে ধর্ষণ

একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ

মানবিক চিকিৎসক আবু সাফিয়াকে বিনা বিচারে আটক, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই ব্যাপক বিক্ষোভ ফিলিস্তিনিদের

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স

জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা যুবদলের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

ইসরাইলি সেনাদের হাতে অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতা অপহরণ

ঈদের পর হবে ইমরান-বুশরার মামলার শুনানি

মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার

ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণেই সিরিয়ার নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন