লিটন বললেন আগের মতোই থাকবে সব কিছু
০৭ জুলাই ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম

বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিলেন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না তিনি। আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর তামিমের অবসরের ঘোষণায় হতবাক বাংলাদেশসহ বিশ্ব ক্রিকেটাঙ্গন। যদিও বাংলাদেশের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম। তবে আফগান সিরিজের বাকি দুই ম্যাচে থাকছেন না তিনি। সবকিছু ঠিক থাকলে আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপে অধিনায়ক হয়েই ফিরবেন তামিম। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও। আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। গতকাল বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল।
আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের বাকি দুই ম্যাচে তামিম না থাকায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। নতুন দায়িত্ব পেয়েই কাল সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন লিটন। তবে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে তামিমকে ঘিরে সাংবাদিকদের নানা প্রশ্নে একপর্যায়ে বিরক্তি প্রকাশ করেন লিটন। তামিম দলে না থাকায় তাকে মিস করবেন কি না? সংবাদ সম্মেলনের শুরু সাংবাদিকদের এমন প্রশ্নে লিটনের উত্তর,‘(তামিম ভাইকে মিস করার কথা) বলাটা খুব কঠিন। আমি আজকে আছি, কালকে ইনজুরিতে পড়লে কিন্তু বাংলাদেশ আমাকে মিস করবে না। এটাই স্বাভাবিক। সামনের দিকে যাওয়ার পথে নতুন ক্রিকেটাররা আসতে থাকবে। একটা সময় তারা আসবে, বা আমরা চলে যাব। এটা হতেই থাকবে। অবশ্যই উনি (তামিম) যদি থাকতেন ভালো হতো, নাও হতে পারত। এখন যেহেতু নেই, এটা নিয়ে কথা বলার দরকারও নেই, আমার মনে হয়।’ লিটন জানান, তামিম না থাকায় দলের পরিবেশে প্রভাব পড়বে না। আগের মতোই থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। সামহাউ যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়াই খেলতাম। আমার কাছে মনে হয় না পরিবেশে এরকম কিছু পরিবর্তন আসবে। আগের মতোই থাকবে সব কিছু।’
লিটন যোগ করেন,‘যেহেতু আগামীকাল (আজ) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ আমাদের, আমরা যদি তামিম ভাই বিষয়ে কথা না বলি ভালো হয়। আমরা এখনও একটা ম্যাচ পিছিয়ে আছি, আফগানিস্তান আমাদের চেয়ে এগিয়ে আছে। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো, আগামীকালকে (আজকে) কীভাবে জিততে পারি। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে। বড় ভাইও (তামিম) কিন্তু একটা জিনিস বলে গেছেন, সব কিছুর আগে দল। উনি কিন্তু যেতে যেতে এই কথাটাই বলে গেছেন, আমরা দলের জন্য খেলি, দলই সবার আগে।’ অনুরোধ করার পরে আবার তামিম প্রসঙ্গ উঠলে সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন লিটন, ‘সংবাদ সম্মেলনটা কি আগামীকালের (আজ) কিছু নিয়ে হচ্ছে? তা না হলে লিটন দাসের এখানে থাকার দরকার নেই। বোর্ড সভাপতি বা কোচকে এখানে ডাক দেন। তারা বলতে পারবেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি এখানে।’
এদিকে আফগান সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন রনি তালুকদার। প্রাথমিকভাবে চলতি সিরিজের দল থেকে বাদ পড়লেও এক ম্যাচ পরই ফিরলেন রনি। টি-টোয়েন্টি সিরিজের জন্য অনুশীলন করতে আগের দিন চট্টগ্রামে এসে কাল তিনি পেয়েছেন ওয়ানডে দলে ফেরার সুখবর। এদিন এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রনির দলের ফেরার খবর জানিয়েছে। তামিম ইকবাল না থাকায় দলে তৃতীয় ওপেনারের শূন্যতা দেখা দেয়। তবে তামিমের জায়গায়ই রনিকে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কিছু পরিষ্কার করেনি বিসিবি।
টি-টোয়েন্টি দলে থাকা শামীম পাটোয়ারি, নাসুম হোসেন, রিশাদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার চট্টগ্রামে আসেন রনি। কাল সকালে ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনও করেন তিনি। তবে তখন পর্যন্ত রনিকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সকালের অনুশীলন শেষে ক্রিকেটাররা টিম হোটেলে ফেরার পর দুপুরে দেওয়া হয় বিসিবির বিবৃতি।
গত মে মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হয় রনির। প্রথম ম্যাচে ১৪ বলে মাত্র ৪ রান করে আউট হন ৩২ বছর বয়সী এই ওপেনার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ

মানবিক চিকিৎসক আবু সাফিয়াকে বিনা বিচারে আটক, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই ব্যাপক বিক্ষোভ ফিলিস্তিনিদের

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স

জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা যুবদলের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

ইসরাইলি সেনাদের হাতে অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতা অপহরণ

ঈদের পর হবে ইমরান-বুশরার মামলার শুনানি

মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার

ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণেই সিরিয়ার নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে লুকাশেঙ্কোর শপথ গ্রহণ

হিলিতে মহান স্বাধীনতা দিবস পালিত

বাংলাদেশের জনগণকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

জাবালিয়া ছাড়তে ফিলিস্তিনিদের চূড়ান্ত হুঁশিয়ারি, হামলার হুমকি ইসরায়েলের

সদরপুরে জামায়াতের ইফতার মাহফিলে আওয়ামীলীগ নেতা! জনমনে কৌতূহল

রাতে ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে ঘুষ খাওয়ার চেষ্টা, ঘেরাও করে কাস্টমস কর্মকর্তাকে মারধর

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় রায়পুরে ১২ জেলের অর্থদণ্ড