৩৩২ রানের টার্গেট দিল আফগানিস্তান,জিততে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে
০৮ জুলাই ২০২৩, ০৬:১৫ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৬ এএম
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে রানের পাহাড় গড়েছে আফগানিস্তান। শনিবার চট্টগ্রামে আফগান দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৩১ রান সংগ্র করেছে সফরকারীরা।
ফলে সিরিজ বাঁচাতে বাংলাদেশকে করতে হবে ৩৩২ রান। যা আফগান স্পিনারদের সামনে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরিক্ষা দিতে হবে।
ফলে এ ম্যাচে জিততে হলে ইতিহাস গড়তে হবে টাইগারদের। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জয় পেয়েছে। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কীর্তি করেছিল টাইগাররা। এদিন বাংলাদেশি বোলারদের রীতিমতো তুলোধুনো করছিলেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। কোনো উইকেটই ফেলতে পারছিল না টাইগাররা। আক্রমণাত্মক মেজাজে গুরবাজ তুলে নেন সেঞ্চুরি। ৪৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর গুরবাজ সেঞ্চুরি করেন ১০০ বলে। ওয়ানডে ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এর আগে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে একটি করে সেঞ্চুরি করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত সাকিবের হাত ধরে উইকেট পায় বাংলাদেশ। সাকিব ফেরান রহমানউল্লাহ গুরবাজকে। বাংলাদেশি অলরাউন্ডারের অফ স্টাম্প লাইনে পিচ করা বলটি হুট করেই ভেতরে ঢুকে যায়। চেষ্টা করলেও গুরবাজ তা ব্যাটে লাগাতে পারেননি। আম্পায়ার সরাসরি আউট দেন। ১৪৫ রান করে আউট হন আফগান ওপেনার। ১৪৫ রান করতে ১২৫ বলে ১৩টি চার ও ৮টি ছয় হাঁকিয়েছেন গুরবাজ। ওয়ানডে ক্রিকেটে এটা তার সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৭ রান করেছিলেন তিনি। সাকিবের পর উইকেট পান এবাদত হোসেনও। এ পেসার ফিরিয়েছেন রহমত শাহকে। ৫ বলে ২ রান করে বিদায় নেন রহমত।
এবাদতের পর ইনিংসের ৩৯তম ওভারের পঞ্চম বলে শহীদিকে শিকারে পরিণত করেন মিরাজ। আউট হওয়ার আগে শহীদি করেন ২ রান। কিছু সময়ের ব্যবধানে টাইগাররা ৩ উইকেট তুলে নেয়ায় তাৎক্ষণিক রানে গতি কমে যায় আফগানিস্তানের। ইব্রাহিম ও নাজিবউল্লাহ জাদরানের জুটিতে আবার ইনিংস গড়ার কাজে লাগে আফগানরা। কিন্তু মিরাজ নাজিবউল্লাহকে ফেরালে আবার লাগাম টেনে ধরে বাংলাদেশ। ইব্রাহিম ঠিক ১০০ রান করার পর ফিরে যান মুস্তাফিজুর রহমানের ওভারে। ১১৯ বলে ৯টি চার ও একটি ছয় হাঁকান এ ওপেনার।
রশিদ খান ৬ রান করে সাকিবের বলে স্টাম্পিং হন। তবে ১৫ বলে নবি খেলেন গুরুত্বপূর্ণ ২৫ রানের ইনিংস। বাকিদের মধ্যে মুজিব উর রহমান ৫ ও আজমতউল্লাহ ২ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মুস্তাফিজ, হাসান মাহমুদ, সাকিব ও মিরাজ। একটি উইকেট নেন এবাদত হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ কি আবশ্যক?
জেন জি’র দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের বামপন্থী জোটের জয়
সংসদের অন্দরে আদিবাসী নৃত্য প্রদর্শন
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ : সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা, নির্মাণকাজ স্থগিত
পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, তবে সুনামির আশঙ্কা নেই
ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ ১৫ জন নিহত
ভ্যাকসিনবিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী বানালেন ট্রাম্প : সমালোচনার ঝড়
ইউক্রেন যুদ্ধ : উ. কোরিয়ার পদক্ষেপে দ. কোরিয়ার নতুন কৌশল
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি
ইরান নিয়ে সুর নরম করতে চান ট্রাম্প?
গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল
কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসংঘের পরমাণু প্রধান