ভারতের কাছে হারল টাইগ্রেসরা
০৯ জুলাই ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
শক্তিশালী ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির শুরুটা সুখকর হলো না বাংলাদেশ জাতীয় নারী দলের। যথারীতি ভারতের কাছে হারল টাইগ্রেসরা। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশকে। ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্বর্ণা আক্তারের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে বাংলাদেশ। এই সংগ্রহে স্বর্ণা সর্বোচ্চ ২৮ রান করেন। জবাবে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
ঘরের মাঠের চেনা উইকেটে ভালো শুরুর পর বড় সংগ্রহ তুলতে ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত স্বর্ণার ব্যাটে লড়াই করার পুঁজি পায় নিগার সুলতানা জ্যোতির দল। এ পুঁজি নিয়ে জিততে হলে দরকার ছিল ভালো বোলিংয়ের। কিন্তু তা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। ফলে বড় হার দিয়েই সিরিজ শুরু করতে হয় টাইগ্রেসদের। এই হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাথী রানি ও শামীমা সুলতানা। ১৩ বলে ১৭ রান করে শামীমা বিদায় নিলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন সাথী। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। আউট হওয়ার আগে ২৬ বলে ২২ রান করেন সাথি।
তিনে নেমে সুবহানাও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে তিনিও ওপেনারদের পথেই হাঁটেন। শেফালী ভার্মার বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ২৩ রান এসেছে সুবহানার ব্যাট থেকে। টপ অর্ডারের এই তিন ব্যাটারের সবাই ভালো শুরু আভাস দিয়েও ফিরেছেন, তবে বাকিরা সেই আভাস দিতে ব্যর্থ হন। ব্যর্থ ছিলেন ইনফর্ম অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। অধিনায়কের ইনিংসের দৈর্ঘ ছিল বলের হিসেবে ৭ আর রানের হিসেবে ২। এই পরিসংখ্যানের চাইতেও দৃষ্টিকটু ছিল তার আউট হওয়ার ধরণ। তবে শেষদিকে স্বর্ণার অপরাজিত ২৮ রানের সুবাদেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
জবাবে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শেফালিকে হারায় ভারত। আক্রমণাত্মক এই ভারতীয় ওপেনারকে এদিন দাঁড়াতেই দেননি মারুফা। এই পেসারের করা ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান শেফালি। তৃতীয় বলটি স্টাম্পের উপর লেন্থ ডেলিভারি করেছিলেন মারুফা। সেখানে বলের লাইন মিস করে লেগবিফোরের ফাঁদে পড়ে শূন্য রানেই ফেরেন শেফালি। এরপর জেমিমাকেও দ্রুত ফিরিয়ে ভারতীয় ব্যাটারদের চেপে ধরেন মারুফা-সুলতানারা। কিন্তু সেই চাপ সামাল দিয়েছেন স্মৃতি মান্দানা ও হরমনপ্রিত কৌর। এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। স্মৃতি ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক হরমনপ্রীত। তিনি শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত ছিলেন। হারমানপ্রীতের দারুণ ব্যাটিংয়ে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। ম্যাচসেরার পুরস্কার পান ভারতীয় অধিনায়ক হরমানপ্রীত কৌর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত