বিশ্বকাপের আগে ভাবনায় ব্যাটিং-ধস
০৯ জুলাই ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
বিশ্বকাপ ভাবনা মাথায় রেখে ভালো উইকেটে বড় স্কোর তাড়া করার অভ্যাস গড়ার সেøাগান নিয়ে এ বছরটি শুরু করেছিল বাংলাদেশ। তাতে দল তো বটেই, কোচিং স্টাফেও এসেছে নতুনত্ব। সেই নতুনের জয়গান উড়িয়েছে আইরিশদের বিপক্ষে দুটি সিরিজে। চট্টগ্রাম ও সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে বেশি বেশি ওয়ানডে খেলার কারণও এটাই। সেই ধারাবাহিতকা ধরে রাখতে আফগানিস্তানের বিপক্ষেও চট্টগ্রামেই গোটা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। দুটি ম্যাচেই বাজেভাবে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। তবে সবচাইতে বড় হয়ে যেটি ভাবাচ্ছে, বিশ^কাপের আগে ব্যাটিং-ধ্বসের রোগটি নতুন করে জেঁকে বসেছে বাংলাদেশ শিবিরে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজে সে পরীক্ষা-নিরীক্ষায় সফল হয়েছে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দৃশ্যপট পাল্টে গেল। প্রথম ম্যাচে বাংলাদেশের ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৬৩ রানে। গতপরশু ৩৩১ রানের পেছনে ছুটতে গিয়ে আরও একবার ধস বাংলাদেশের ব্যাটিংয়ে। বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের বড় রান করার সামর্থ্য যাতে আরও একবার প্রশ্নবিদ্ধ। কারণ, বাংলাদেশও খেলেছে তাদের সেরা দল নিয়ে। তামিম ইকবাল ছাড়া নিয়মিতরা সবাই যে ছিলেন একাদশে।
আফগান বোলিংয়ে দুর্বলতা খুঁজে পাওয়াও কঠিন। স্পিন শক্তিতে ঠাসা আফগানদের বোলিংয়ে গত দুই বছরে যোগ হয়েছে ফজলহক ফারুকির মতো পেসাররা। কিন্তু এই দলের বিপক্ষেই বাংলাদেশকে খেলতে হবে এশিয়া কাপে। এরপর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। তার আগে ব্যাটসম্যানদের এমন ভরাডুবি আত্মবিশ্বাসে ফাটল ধরানোরই কথা।
আউটের ধরনের কারণেই লিটনদের নিয়ে এই দুশ্চিন্তা। এই সিরিজে দুই দলের প্রথম দেখায় উইকেট ছিল অসম বাউন্সের। বাংলাদেশের ব্যাটসম্যানদের সেদিনের শট নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ। লিটন তো সেদিনের ভুলগুলোকে ‘সিলি মিসটেক’ বলেছেন। এটাও বলেছেন, এই ভুলগুলো না করলে পরের ম্যাচ জিতবে বাংলাদেশ। কাল বাংলাদেশকে সে ভুল করতে হয়নি। আফগানদের দুর্দান্ত বোলিংয়ের সামনেই ভেঙে পড়েছে ব্যাটিং।
প্রথম ম্যাচের মতো লিটন এদিনও আউট হয়েছেন বল বাতাসে তুলে। মুজিব উর রেহমানের বলে দুটি বাউন্ডারির পর পঞ্চম ওভারে ফজলহক ফারুকিতে পুল করতে গিয়ে ক্যাচ আউট। ফর্মে থাকা নাজমুল হোসেনকে তো বোকা বানিয়ে মাঠছাড়া করেন মুজিব। ষষ্ঠ ওভারে রাউন্ড দ্য উইকেট থেকে করা মুজিবের বলটি ভেতরে না এসে বেরিয়ে খুঁজে নেয় নাজমুলের অফ স্টাম্প। কীভাবে বলটা বেরিয়ে গেল, নাজমুল বিশ্বাসই করতে পারছিলেন না। দুই বছর ওয়ানডে খেলতে নামা ওপেনার মোহাম্মদ নাঈমের ইনিংসও দীর্ঘ হতে দেননি ফারুকি। অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন নাঈম। এই ঘটনা ইনিংসের নবম ওভারের।
পাওয়ার প্লেতেই যখন ৩ উইকেট নেই, তখন ৩০০ রান তাড়া করা অতিকল্পনা। তখনো আফগানদের বোলিং আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ রশিদ খান ও মোহাম্মদ নবী বোলিংয়ে আসেননি। যখন এসেছেন, তখন ৩ ওভারের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। রশিদের গুগলি না বুঝে বোল্ড তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন। সাকিব এলবিডব্লু নবীর বলে।
মুশফিকুর রহিমের এরপরের লড়াইটা তো হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই নয়। ম্যাচ শেষে লিটনও আঙুল তুলেছিলেন ওই শুরুর ধসের দিকেই, ‘ওপেনার হিসেবে ২০-২৫ ওভার ব্যাটিং করতে পারলে কাজটা সহজ হয়ে যায়। উইকেট হাতে থাকলে আপনি ৩০০-এর বেশি রান তাড়া করতে পারবেন।’ পরে সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আঙুল তুলেছেন টপ অর্ডারের দিকেই, ‘আমাদের টপ অর্ডার যদি ভালো খেলত, যদি জুটি হতো, তাহলে খেলাটা গভীরে নেওয়ার সুযোগ সৃষ্টি হতো। তখন হয়তো জয়ের আশা জাগত।’
বড় রান তাড়া করার সমীকরণ এটাই। কিন্তু বাংলাদেশ দল টানা দুই ম্যাচে সমীকরণটা মেলাতে পারল না।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ কি আবশ্যক?
জেন জি’র দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের বামপন্থী জোটের জয়
সংসদের অন্দরে আদিবাসী নৃত্য প্রদর্শন
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ : সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা, নির্মাণকাজ স্থগিত
পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, তবে সুনামির আশঙ্কা নেই
ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ ১৫ জন নিহত
ভ্যাকসিনবিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী বানালেন ট্রাম্প : সমালোচনার ঝড়
ইউক্রেন যুদ্ধ : উ. কোরিয়ার পদক্ষেপে দ. কোরিয়ার নতুন কৌশল
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি
ইরান নিয়ে সুর নরম করতে চান ট্রাম্প?
গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল
কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসংঘের পরমাণু প্রধান