হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো টাইগাররা
১১ জুলাই ২০২৩, ০৭:৪০ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২৩, ১২:০১ এএম
ভয়কে জয় করে, সব শঙ্কা উড়িয়ে , স্বরূপে ফিরলো টাইগাররা। টানা দুই ওয়ানডে হেরে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর শঙ্কা মাথায় নিয়েই বুক উচুঁ করে নিজেদের তুলে ধরলো টিম বাংলাদেশ। ব্যাট-বলে টাইগারদের মতোই পারফরম্যান্স করে ৭ উইকেটের দারুণ জয়।
লজ্জা এড়াতে আফগানদের ৪৫.২ ওভারে ১২৬ রানে গুটিয়ে দিয়ে ১২৭ রানের সহজ টার্গেট বাংলাদেশ। অবশ্য সেই তারায়ও নিজেকে প্রমাণ করতে পারেনি পেনার নাঈম শেখ। নিয়মিত ক্যাপটেন তামিম ইকবালে পরিবর্তে ওপেনিংয়ে সুযোগ পেয়েও ব্যর্থ এই ওপেনার। আগের ম্যাচে ৯ করা নাঈম এবার গোল্ডেন ডাক। এরপর শান্ত বিদায় নেন ব্যক্তিগত ১১ রান করে বিদায় নেন।
দলীয় ২৮ রানে দুই উইকেট হারালেও পেনার লিটনের সাতে জুটি গড়েন সাকিব আল হাসান। তারা দু-জনে দলকে জয়ের পথে এড়িয়ে নেন। তবে দারুণ শুরুর পর বিশ্বসেরা সাকিব আল হাসান বিদায় নেন ব্যক্তিগত ৩৯ রানে। ৩৯ বলে ৫টি বাউন্ডারিতে এ রান করেন তিনি।
এরপর উইকেটের অন্যপ্রান্তে থাকা ওপেনার ও ক্যাপ্টেন লিটনের সাথে জুটি বাঁধের তাওহিদ হৃদয়। বাংলাদেশের দলীয় রান তখন ১৭.১ ওভারে ৩ উইকেটে ৮৯ রান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লিটন তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি। হৃদয় ছিলের আক্রমাত্মক। লিটন ৬১ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৭ ও হৃদয় ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। ২৩.৩ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ১২৯ তোলে। ফলে ৭ উইকেটে বড় জয়।
এর আগে মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আজমতউল্লাহ ওমরজাই ছাড়া আর কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। ফলে আফগানদের ১২৬ রানে গুটিয়ে দেয় টাইগাররা। ৭১ বলে ১ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন ওমরজাই। এটাই তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ইবরাহিমকে পেরান এই পেসার। ১ রানে বিদায় নেন তিনি। ওভারের পঞ্চম বলে রহমত শাহকে ফেরান তিনি। শূন্য রানেই বিদায় নেন আফগান ব্যাটার। ৩ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া আফগানরা বড় ধাক্কা খায় ষষ্ঠ ওভারেই।
আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো গুরবাজ তাসকিনের বলে মুশফিকের গ্লাভসে ক্যাস দেন। আউট হন ৬ রান করেছেন গুরবাজ। অষ্টম ওভারে আবার আঘাত হানেন শরিফুল। মোহাম্মদ নবি এলবিডাব্লিউ হয়ে ১ রানে বিদায় নেন। মাত্র ১৫ রানেই ৪ উইকেট হারায় আফগানরা। ইনিংসের ১৬তম ওভারে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউর শিকার হন ১০ রান করে বিদায় নেন নাজিবউল্লাহ জাদরান।
এরপর তাইজুলের বলে ২২ রানে ফেরেন শহীদি। দ্বিতীয় স্পেলে এসে আবার উইকেটের দেখা পান শরিফুল। ৯ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাইজুলের মতো তাসকিনও শিকার করেন দুটি উইকেট। এছাড়া একটি করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ কি আবশ্যক?
জেন জি’র দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের বামপন্থী জোটের জয়
সংসদের অন্দরে আদিবাসী নৃত্য প্রদর্শন
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ : সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা, নির্মাণকাজ স্থগিত
পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, তবে সুনামির আশঙ্কা নেই
ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ ১৫ জন নিহত
ভ্যাকসিনবিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী বানালেন ট্রাম্প : সমালোচনার ঝড়
ইউক্রেন যুদ্ধ : উ. কোরিয়ার পদক্ষেপে দ. কোরিয়ার নতুন কৌশল
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি
ইরান নিয়ে সুর নরম করতে চান ট্রাম্প?
গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল
কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসংঘের পরমাণু প্রধান