ওয়ানডেতে জ্যোতির ফেভারিট বাংলাদেশ
১৫ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০১ এএম
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি। দ্বিতীয় মাচে সুযোগ পেয়েও তালগোল পাকিয়ে নিজেদের ভুলে হার, আর শেষ ম্যাচে সেই ভুল শুধরে পাওয়া জয়ে বেশ তৃপ্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ যে ভারত! ক্ষুদ্র সংস্করণে প্রতিবেশী দেশটির বিপক্ষে অতীত রেকর্ড যে ভালো না। তাইতো মিরপুরে টি-টোয়েন্টিতে পাওয়া সেই ছন্দ ধরে রেখে এবার ওয়ানডে সিরিজে ইতিবাচক ফলের প্রত্যাশা নিগার সুলতানা জ্যোতির। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়শিপের অন্তর্ভুক্ত এই সিরিজের সবগুলো খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তার আগে ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে বার্তা দিয়ে দৃপ্ত কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেভারিট মনে করি।’
পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিটিই শেষ হয়েছে বাংলাদেশের পরাজয়ে। গত বছর বিশ্বকাপের ম্যাচে ভারতকে ২২৯ রানে আটকে রাখলেও, নিগার সুলতানার দল গুটিয়ে যায় ১১৯ রানে। এর আগের চার ম্যাচেও জয়ের তেমন সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়কের কাছে, সেসব এখন অতীত। বরং সাম্প্রতিক সময়ে থেকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাওয়া ৪ উইকেটের জয়ে ওয়ানডেতেও ভালো করার আত্মবিশ্বাস খুঁজে নিয়েছে নিগার সুলতানার দল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তো নিজেদের এগিয়ে রাখার ঘোষণাও দিলেন স্বাগতিক অধিনায়ক। এমন ভাবনার পেছনেও কারণটাও পরিষ্কার করলেন তিনি, ‘অবশ্যই (ওয়ানডে সিরিজে) বাংলাদেশকে ফেভারিট মনে করি। কারণ (টি-টোয়েন্টি সিরিজের) শেষ ম্যাচটায় আমাদের জয় আছে। এখন সংস্করণ বদল হোক বা যাই হোক, আমি (ওয়ানডেতে) আমাদেরই এগিয়ে রাখব। আমার মনে হয়, আমরা যদি দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারি, সবার মধ্যে যদি ইতিবাচকতা থাকে, আমরা নিজেদেরই এগিয়ে রাখব এই সংস্করণে। আমার মনে হয়, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচ জেতার পর তারাও আমাদের নিয়ে আরও পরিকল্পনা করছে। যেটা আমাদের জন্য ইতিবাচক দিক।’
দুই দলের আগের পাঁচ ওয়ানডের প্রথম তিনটি ২০১৩ সালে। পরের ম্যাচের জন্য অপেক্ষা ২০১৭ সাল পর্যন্ত। সেবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় তারা। ফের পাঁচ বছর বিরতি দিয়ে গত বছরের বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলে বাংলাদেশ। অনেক দিন পরপর এসব ম্যাচ হওয়ায় অতীত রেকর্ড নিয়ে ভাবতে চান না নিগার সুলতানা, ‘আগের পাঁচটা ম্যাচের কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি? (সবশেষ ম্যাচটা)। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি পাওয়া যায়। হিসেব কষে খেলা যায়। আমাদের যেহেতু লম্বা ব্যাটিং লাইন-আপ, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। সবারই ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাব থাকবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ কি আবশ্যক?
জেন জি’র দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের বামপন্থী জোটের জয়
সংসদের অন্দরে আদিবাসী নৃত্য প্রদর্শন
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ : সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা, নির্মাণকাজ স্থগিত
পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, তবে সুনামির আশঙ্কা নেই
ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ ১৫ জন নিহত
ভ্যাকসিনবিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী বানালেন ট্রাম্প : সমালোচনার ঝড়
ইউক্রেন যুদ্ধ : উ. কোরিয়ার পদক্ষেপে দ. কোরিয়ার নতুন কৌশল
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি
ইরান নিয়ে সুর নরম করতে চান ট্রাম্প?
গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল
কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসংঘের পরমাণু প্রধান