ওয়ানডেতে জ্যোতির ফেভারিট বাংলাদেশ
১৫ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০১ এএম

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি। দ্বিতীয় মাচে সুযোগ পেয়েও তালগোল পাকিয়ে নিজেদের ভুলে হার, আর শেষ ম্যাচে সেই ভুল শুধরে পাওয়া জয়ে বেশ তৃপ্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ যে ভারত! ক্ষুদ্র সংস্করণে প্রতিবেশী দেশটির বিপক্ষে অতীত রেকর্ড যে ভালো না। তাইতো মিরপুরে টি-টোয়েন্টিতে পাওয়া সেই ছন্দ ধরে রেখে এবার ওয়ানডে সিরিজে ইতিবাচক ফলের প্রত্যাশা নিগার সুলতানা জ্যোতির। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়শিপের অন্তর্ভুক্ত এই সিরিজের সবগুলো খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তার আগে ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে বার্তা দিয়ে দৃপ্ত কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেভারিট মনে করি।’
পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিটিই শেষ হয়েছে বাংলাদেশের পরাজয়ে। গত বছর বিশ্বকাপের ম্যাচে ভারতকে ২২৯ রানে আটকে রাখলেও, নিগার সুলতানার দল গুটিয়ে যায় ১১৯ রানে। এর আগের চার ম্যাচেও জয়ের তেমন সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়কের কাছে, সেসব এখন অতীত। বরং সাম্প্রতিক সময়ে থেকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাওয়া ৪ উইকেটের জয়ে ওয়ানডেতেও ভালো করার আত্মবিশ্বাস খুঁজে নিয়েছে নিগার সুলতানার দল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তো নিজেদের এগিয়ে রাখার ঘোষণাও দিলেন স্বাগতিক অধিনায়ক। এমন ভাবনার পেছনেও কারণটাও পরিষ্কার করলেন তিনি, ‘অবশ্যই (ওয়ানডে সিরিজে) বাংলাদেশকে ফেভারিট মনে করি। কারণ (টি-টোয়েন্টি সিরিজের) শেষ ম্যাচটায় আমাদের জয় আছে। এখন সংস্করণ বদল হোক বা যাই হোক, আমি (ওয়ানডেতে) আমাদেরই এগিয়ে রাখব। আমার মনে হয়, আমরা যদি দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারি, সবার মধ্যে যদি ইতিবাচকতা থাকে, আমরা নিজেদেরই এগিয়ে রাখব এই সংস্করণে। আমার মনে হয়, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচ জেতার পর তারাও আমাদের নিয়ে আরও পরিকল্পনা করছে। যেটা আমাদের জন্য ইতিবাচক দিক।’
দুই দলের আগের পাঁচ ওয়ানডের প্রথম তিনটি ২০১৩ সালে। পরের ম্যাচের জন্য অপেক্ষা ২০১৭ সাল পর্যন্ত। সেবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় তারা। ফের পাঁচ বছর বিরতি দিয়ে গত বছরের বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলে বাংলাদেশ। অনেক দিন পরপর এসব ম্যাচ হওয়ায় অতীত রেকর্ড নিয়ে ভাবতে চান না নিগার সুলতানা, ‘আগের পাঁচটা ম্যাচের কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি? (সবশেষ ম্যাচটা)। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি পাওয়া যায়। হিসেব কষে খেলা যায়। আমাদের যেহেতু লম্বা ব্যাটিং লাইন-আপ, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। সবারই ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাব থাকবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

নারী কর্মীদের নিয়ে মিথ্যাচার, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি এনসিপি’র

ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৬ যাত্রী নিহত, আহত ১৫

পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আহ্বান প্রধান উপদেষ্টার

শিবচরে আশরাফুল মাদারাসার সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলন-ছাত্র পরিষদ গঠন

তিন দশকের বেশি সময় পার করেছেন প্রবাসে আজ বাড়ীতে ফিরছেন কপিন বন্ধি হয়ে!

সিলেট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে পৌণে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুর গারো পাহাড়ে হোটেল-মোটেল রিসোর্ট থাকলে বেশি সময়ের জন্য আসতে পারতেন পর্যটকরা: লাভজনক হবে পর্যটনখাত!

শাবিপ্রবির ধর্ষণকান্ডে জাতীয় ছাত্রদলের ক্ষোভ

শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসরাইলের আগ্রাসন ইরানকে আরো ঐক্যবদ্ধ করেছে

দ্রুত গতিতে সঙ্কটের দিকে এগোচ্ছে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ রোববার দেশে আসছেন

বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবেনা : সেনবাগে জয়নুল আবেদীন ফারুক

ইরানি মিসাইলের ভয়ে হার্ট অ্যাটাক ইহুদি নারীর

বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি: আবুল হোসেন আজাদ

একসঙ্গে ২৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, দাবি ইসরাইলের

মানিকগঞ্জে মানবপাচার মামলায় স্বামী স্ত্রী গ্ৰেফতার

জবিসাসের ১৯তম বর্ষপূর্তি সাধারণ শিক্ষার্থীদের চাহিদাকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে : শহীদ উদ্দীন এ্যানি

রাজশাহীতে মহানবী (সা.)-এর বিদায় হজ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী নেতৃত্বই জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে: অধ্যাপক আবদুল জব্বার