এবার ওয়ানডেতে বাংলাদেশের ভারতজয়
১৬ জুলাই ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
দিনভর ঢাকার আকাশ থেকে ঝরল শ্রাবণ বারি। সেই বেরসিক সেই বৃষ্টি হানা দিল ক্রীড়াঙ্গণেও। মিরপুরে বৃষ্টিবিঘিœত সেই ম্যাচে দেড়শ পেরিয়ে গুটিয়ে গেল বাংলাদেশ নারী দল। এই স্বল্প পুঁজি নিয়ে ভারতকে হারিয়ে দিতে বোলারদের করে দেখাত হতো বিশেষ কিছু। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জ্বলে উঠলেন মারুফা আকতার ও রাবেয়া খাতুন। তাদের নৈপুণ্যে ওয়ানডেতে প্রতিবেশীদের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের স্বাদ নিল টাইগ্রেসরা।
গতকাল প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪০ রানের স্মরণীয় এক জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটারদের সম্মিলিত অবদানে বাংলাদেশ করে ১৫২ রান। পেটের ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ায় অভিষিক্ত স্বর্ণা আক্তার ব্যাটিংয়ে নামতে পারেননি। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রানের। ৩৫.৫ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় ¯্রফে ১১৩ রানে।
বাংলাদেশ পুরুষ দল ভারতকে প্রথম হারিয়েছিল ১২তম দেখায়, সেখানে মেয়েরা এই সংস্করণে ৬ষ্ঠ বারের দেখায়ই পেল জয়ের স্বাদ। সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে পরপর দুই ম্যাচে এলো দুটি জয়। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের জয় ছিল ৪ উইকেটে।
মেয়েদের ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা মারুফার। এর আগে তিনটি ওয়ানডে খেলে ১৮ বছর বয়সী এই পেসারের ছিল না কোনো উইকেট। এক সিরিজ পর ওয়ানডে দলে ফিরে এবার ৭ ওভারে ২৯ রানে তার শিকার ৪ উইকেট। এই সংস্করণে পেস বোলিংয়ে বাংলাদেশের কারও সেরা বোলিং এটিই। ২০১৪ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে লতা মন্ডলের ৩৫ রানে ৪ উইকেট ছিল আগের সেরা।
ভারতের দুই ওপেনারকেই ফিরিয়ে জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন মাত্রই চতুর্থ ওয়ানডে খেলা মারুফা। ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে উইকেটশূন্য মারুফা তৃতীয় ওভারেই পেয়ে যান স্মৃতি মান্ধানার উইকেট। সø্যাশ করতে চেয়েছিলেন ভারতের তারকা ব্যাটার মান্ধানা। ব্যাটের বাইরের কানায় লেগে বলটি শুধু বাংলাদেশের উইকেটকিপার নিগার সুলতানার দারুণ এক ক্যাচের শিকারই হতে পেরেছেন।
১৩ রানে প্রথম উইকেট হারানো ভারতীয়রা দ্বিতীয় উইকেট হারায় নবম ওভারে ৩০ রানে। মারুফার বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে মুরশিদা খাতুনের ক্যাচ হয়েছেন প্রিয়া পুর্নিয়া। এরপর দুই স্পিনার নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন হারমানপ্রীত কাউর, যষ্টিকা ভাটিয়া ও জেমিমা রদ্রিগেজকে ফিরিয়ে ভারতের স্কোরটাকে ৬১/৫ বানিয়ে দেন।
সেখান থেকেই দীপ্তি শর্মাকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন আমনজোত কৌর। এরপর আবার দৃশ্যপটে আগমন মারুফার। ২৯তম ওভারের পঞ্চম বলে আমনজোতকে অধিনায়ক নিগারের দ্বিতীয় শিকার বানিয়ে জুটি ভাঙেন ১৮ বছর বয়সী পেসার। ঠিক পরের বলেই স্নেহ রানাকে দারুণ এক ইনসুইঙ্গার ইয়র্কারে বোল্ড করে দেন মারুফা। পরের ওভারের প্রথম বলেও আরেকটি উইকেট হারায় ভারতীয়রা। এবার লেগ স্পিনার রাবেয়া ফিরিয়ে দেন দীপ্তিকে। ৩ বলের মধ্যেই ৫ উইকেটে ৯১ থেকে ৮ উইকেটে ৯১ ভারত!
এরপর আর ২২ রানই যোগ করতে পারে সফরকারীরা। ৩৬তম ওভারের পঞ্চম বলে শেষ ব্যাটার বারেদি আনুশার রানআউটেই শেষ হয় দলটি ইনিংস। সুলতানা খাতুনের সরাসরি থ্রো ভেঙে দেয় উইকেট। টেলিভিশনে রিপ্লে দেখেই থার্ড আম্পায়ার আউট দিতেই ইতিহাস। ওয়ানডেতে প্রথম ভারত জয়।
এর আগে বারবার বৃষ্টিতে বাধা পাওয়া ইনিংসে ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়। অভিষিক্ত ব্যাটার স্বর্ণা আক্তার অসুস্থ হওয়ায় অবশ্য একজন কম নিয়েই খেলতে হয়েছে বাংলাদেশকে। ১৪ রানে ২ উইকেট খোয়ানো বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান ফারজানা হকের। বাকিদের ব্যর্থই বলতে হয়। কিন্তু দিন শেষে ঐতিহাসিক জয়ের পর সেই ব্যর্থতা মনে রাখতে বয়েই গেছে!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোনালদোর মুগ্ধতা ছড়ানো 'বাইসাইকেল কিক',পর্তুগালের গোল উৎসব
তিলক-স্যামসন 'তান্ডবের' পর বোলারদের নৈপুণ্যে ভারতের রেকর্ড জয়
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ কি আবশ্যক?
জেন জি’র দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের বামপন্থী জোটের জয়
সংসদের অন্দরে আদিবাসী নৃত্য প্রদর্শন
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ : সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা, নির্মাণকাজ স্থগিত
পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, তবে সুনামির আশঙ্কা নেই
ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ ১৫ জন নিহত
ভ্যাকসিনবিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী বানালেন ট্রাম্প : সমালোচনার ঝড়
ইউক্রেন যুদ্ধ : উ. কোরিয়ার পদক্ষেপে দ. কোরিয়ার নতুন কৌশল
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি
ইরান নিয়ে সুর নরম করতে চান ট্রাম্প?