ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

এবার ওয়ানডেতে বাংলাদেশের ভারতজয়

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৬ জুলাই ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম

দিনভর ঢাকার আকাশ থেকে ঝরল শ্রাবণ বারি। সেই বেরসিক সেই বৃষ্টি হানা দিল ক্রীড়াঙ্গণেও। মিরপুরে বৃষ্টিবিঘিœত সেই ম্যাচে দেড়শ পেরিয়ে গুটিয়ে গেল বাংলাদেশ নারী দল। এই স্বল্প পুঁজি নিয়ে ভারতকে হারিয়ে দিতে বোলারদের করে দেখাত হতো বিশেষ কিছু। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জ্বলে উঠলেন মারুফা আকতার ও রাবেয়া খাতুন। তাদের নৈপুণ্যে ওয়ানডেতে প্রতিবেশীদের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের স্বাদ নিল টাইগ্রেসরা।
গতকাল প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪০ রানের স্মরণীয় এক জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটারদের সম্মিলিত অবদানে বাংলাদেশ করে ১৫২ রান। পেটের ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ায় অভিষিক্ত স্বর্ণা আক্তার ব্যাটিংয়ে নামতে পারেননি। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রানের। ৩৫.৫ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় ¯্রফে ১১৩ রানে।
বাংলাদেশ পুরুষ দল ভারতকে প্রথম হারিয়েছিল ১২তম দেখায়, সেখানে মেয়েরা এই সংস্করণে ৬ষ্ঠ বারের দেখায়ই পেল জয়ের স্বাদ। সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে পরপর দুই ম্যাচে এলো দুটি জয়। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের জয় ছিল ৪ উইকেটে।
মেয়েদের ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা মারুফার। এর আগে তিনটি ওয়ানডে খেলে ১৮ বছর বয়সী এই পেসারের ছিল না কোনো উইকেট। এক সিরিজ পর ওয়ানডে দলে ফিরে এবার ৭ ওভারে ২৯ রানে তার শিকার ৪ উইকেট। এই সংস্করণে পেস বোলিংয়ে বাংলাদেশের কারও সেরা বোলিং এটিই। ২০১৪ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে লতা মন্ডলের ৩৫ রানে ৪ উইকেট ছিল আগের সেরা।
ভারতের দুই ওপেনারকেই ফিরিয়ে জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন মাত্রই চতুর্থ ওয়ানডে খেলা মারুফা। ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে উইকেটশূন্য মারুফা তৃতীয় ওভারেই পেয়ে যান স্মৃতি মান্ধানার উইকেট। সø্যাশ করতে চেয়েছিলেন ভারতের তারকা ব্যাটার মান্ধানা। ব্যাটের বাইরের কানায় লেগে বলটি শুধু বাংলাদেশের উইকেটকিপার নিগার সুলতানার দারুণ এক ক্যাচের শিকারই হতে পেরেছেন।
১৩ রানে প্রথম উইকেট হারানো ভারতীয়রা দ্বিতীয় উইকেট হারায় নবম ওভারে ৩০ রানে। মারুফার বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে মুরশিদা খাতুনের ক্যাচ হয়েছেন প্রিয়া পুর্নিয়া। এরপর দুই স্পিনার নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন হারমানপ্রীত কাউর, যষ্টিকা ভাটিয়া ও জেমিমা রদ্রিগেজকে ফিরিয়ে ভারতের স্কোরটাকে ৬১/৫ বানিয়ে দেন।
সেখান থেকেই দীপ্তি শর্মাকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন আমনজোত কৌর। এরপর আবার দৃশ্যপটে আগমন মারুফার। ২৯তম ওভারের পঞ্চম বলে আমনজোতকে অধিনায়ক নিগারের দ্বিতীয় শিকার বানিয়ে জুটি ভাঙেন ১৮ বছর বয়সী পেসার। ঠিক পরের বলেই স্নেহ রানাকে দারুণ এক ইনসুইঙ্গার ইয়র্কারে বোল্ড করে দেন মারুফা। পরের ওভারের প্রথম বলেও আরেকটি উইকেট হারায় ভারতীয়রা। এবার লেগ স্পিনার রাবেয়া ফিরিয়ে দেন দীপ্তিকে। ৩ বলের মধ্যেই ৫ উইকেটে ৯১ থেকে ৮ উইকেটে ৯১ ভারত!
এরপর আর ২২ রানই যোগ করতে পারে সফরকারীরা। ৩৬তম ওভারের পঞ্চম বলে শেষ ব্যাটার বারেদি আনুশার রানআউটেই শেষ হয় দলটি ইনিংস। সুলতানা খাতুনের সরাসরি থ্রো ভেঙে দেয় উইকেট। টেলিভিশনে রিপ্লে দেখেই থার্ড আম্পায়ার আউট দিতেই ইতিহাস। ওয়ানডেতে প্রথম ভারত জয়।
এর আগে বারবার বৃষ্টিতে বাধা পাওয়া ইনিংসে ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়। অভিষিক্ত ব্যাটার স্বর্ণা আক্তার অসুস্থ হওয়ায় অবশ্য একজন কম নিয়েই খেলতে হয়েছে বাংলাদেশকে। ১৪ রানে ২ উইকেট খোয়ানো বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান ফারজানা হকের। বাকিদের ব্যর্থই বলতে হয়। কিন্তু দিন শেষে ঐতিহাসিক জয়ের পর সেই ব্যর্থতা মনে রাখতে বয়েই গেছে!


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা