এবার যুবাদের সিরিজ জয়
১৭ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
সফরকারী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজে জিতল বাংলাদেশের যুবারা। গতকাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭ বল হাতে রেখে ৩ উইকেটে হারায় প্রোটিয়াদের। বাংলাদেশ ক্রিকেটে টানা দুই দিন সাফল্যের ধারায় রয়েছে টাইগ্রেস, টাইগার ও জুনিয়র টাইগাররা। গতপরশু তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে বৃষ্টি আইনে ৪০ রানে হারিয়ে ইতিহাস গড়েন নিগার সুলতানা জ্যোতিরা। এদিনই টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটের জয় পেয়ে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল সাকিব আল হাসানের দল। আর কাল দক্ষিণ আফ্রিকা যুব দলকে হারিয়ে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো জুনিয়র টাইগাররা।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২১০ রানে গুটিয়ে যায়। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.১ ওভারে ৭ উইকেটে ২১১ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫০ রানের আগেই তারা হারায় তিন সেরা ব্যাটারকে। স্বাগতিক দলের রিজান হোসেন ১৮ রানের মধ্যে দুই প্রোটিয়া ওপেনার লুয়ান- দ্রে প্রিটোরিয়াস (৮) ও থেবে গাজিদেকে (৫) ফেরান। এরপর ডেভিড টিগারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি জোথান ফন জিল (৭)। তাকে আউট করে রাফিউজ্জামান রাফি। ১৫.২ ওভারে ৪৯ রানে ৩ উইকেট হারানোর ক্ষত কিছুটা সেরে তোলেন টিগার ও রিচার্ড সেলেতসোয়ান। এ দুইজনের ৫২ রানের জুটিতে শতরান পার করে দক্ষিণ আফ্রিকা। তবে রিচার্ড ব্যাক্তিগত ২৭ রানে আউট হলে অধিনায়ক জুয়ান জেমসের সঙ্গে আরেকবার হাল ধরেন টিগার। তিনি হাফসেঞ্চুরিও করেন। কিন্তু জুটিটা বড় করতে পারেননি। ৪৪ রানে তাদের বিচ্ছিন্ন করেন রোহানাত দৌলা বর্ষণ। ৮৯ বলে ৬৩ রান করেন টিগার। তার বিদায়ে বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ডেথ ওভারে ছন্নছাড়া ব্যাটিংয়ে বড় পুঁজি হয়নি প্রোটিয়াদের। মাহফুজুর রহমান রাব্বি টানা তিন ওভারে তিন ব্যাটারকে ফেরান প্যাভিলিয়নে। ৫৭ রানে শেষ ৫ উইকেট পড়ে সফরকারীদের। ৪৯.৪ ওভারে অলআউট হয় তারা। রাব্বি ৮.৪ ওভার বল করে ৪৩ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন। বর্ষণ, রিজান ও রাফি দু’টি করে উইকেট পান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ (চৌধুরী মো. রিজওয়ান-১৩) ও ৪৮ (রিজান হোসেন-৩) রানে প্রথম দুই উইকেট পড়লেও আদিল বিন সিদ্দিক ও আরিফুল ইসলামের হাফসেঞ্চুরিতে শক্ত অবস্থানে জায়গা নেয় বাংলাদেশ। আদিল-আরিফুলের জুটি ছিল ৮৭ রানের। ৭০ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৮ রান করেন আদিল। দলীয় ১৩৫ রানে আদিল ফেরার পর দ্রæত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। নাঈম আহমেদ (৪), মোহাম্মদ শিহাব জেমস (১৭), আশরাফুর জামান বরণ্যকে (৩) হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। এমনকি লক্ষ্য থেকে ২২ রান দূরে থাকতে আরিফুলের আউটে চাপে পড়েছিল বাংলাদেশ যুব দল। ৮১ বলে ৫ চার ও ১ ছয়ে ৭১ রান করেন এই ব্যাটার। তবে বাকি পথ পাড়ি দিতে সমস্যা হয়নি। অধিনায়ক মাহফুজুর রাব্বি ও রাফি অপরাজিত জুটিতে দলকে জেতান। রাব্বি ১৫ ও রাফি ৭ রানে অপরাজিত ছিলেন। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জিতল স্বাগতিকরা। ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশের আরিফুল ইসলাম আর সিরিজ সেরা হন একই দলের রাফিউজ্জামান রাফি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোনালদোর মুগ্ধতা ছড়ানো 'বাইসাইকেল কিক',পর্তুগালের গোল উৎসব
তিলক-স্যামসন 'তান্ডবের' পর বোলারদের নৈপুণ্যে ভারতের রেকর্ড জয়
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ কি আবশ্যক?
জেন জি’র দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের বামপন্থী জোটের জয়
সংসদের অন্দরে আদিবাসী নৃত্য প্রদর্শন
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ : সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা, নির্মাণকাজ স্থগিত
পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, তবে সুনামির আশঙ্কা নেই
ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ ১৫ জন নিহত
ভ্যাকসিনবিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী বানালেন ট্রাম্প : সমালোচনার ঝড়
ইউক্রেন যুদ্ধ : উ. কোরিয়ার পদক্ষেপে দ. কোরিয়ার নতুন কৌশল
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি
ইরান নিয়ে সুর নরম করতে চান ট্রাম্প?