শাকিলের ডাবল সেঞ্চুরিতে বিপর্যয় সামলে ৪৬১ রানে থামলো পাকিস্তান
১৮ জুলাই ২০২৩, ০৭:০৩ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ০৭:০৩ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বিপর্যয় কাটিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৬১ রানে থামলো পাকিস্তান। জবাবে তৃতীয় দিন শেষে বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৪ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে এখনও ১৩৫ রানে এগিয়ে আছে পাকিস্তান।
গল টেস্টের দ্বিতীয় দিনেও পুরোটা খেলা হতে পারেনি বৃষ্টির বাগড়ায়। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামে এ দিন ৩১২ রানে। ২১৪ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ধনাঞ্জয়া। ফলে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১০১ রানের নড়বড়ে অবস্থানে থেকে পাকিস্তান দিন শেষ করেছে ৪৬১ রান।
ষষ্ঠ উইকেটে ১৪৮ বলে ১২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে শাকিল খেলছেন ৮৮ বলে ৬৯ রানে। ৮৪ বলে ৬১ রানে অপরাজিত সালমান। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা সোমবার দ্বিতীয় দিন শুরু করে ৬ উইকেটে ২৪২ রান নিয়ে। আগের দিন ৯৪ রানে অপরাজিত ধনাঞ্জয়া দশম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ১৭৫ বলে।
অন্য প্রান্তে রমেশ মেন্ডিস ও জয়াসুরিয়া পারেননি দুই অঙ্কে যেতে। নাসিম শাহকে তুলে মারতে গিয়ে শান মাসুদের দারুণ ক্যাচে থামে ধনাঞ্জয়ার ১২ চার ও ৩ ছক্কায় গড়া ১২২ রানের ইনিংস। তখন ২৮৩ রানে ৯ উইকেট হারানো শ্রীলঙ্কার তিনশ হওয়া নিয়ে শঙ্কা। সেখান থেকে কাসুন রাজিথা ও বিশ্ব ফার্নান্দোর ২৯ রানের দশম উইকেট জুটিতে তিনশ ছাড়ায় তাদের সংগ্রহ। বিশ্ব ২৮ বলে ২ চার ও এক ছক্কায় করেন ২১ রান। পাকিস্তানের দুই পেসার আফ্রিদি ও নাসিমের সমান ৩টি উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদও।
জবাবে দ্বিতীয় ওভারেই ইমাম-উল-হককে হারায় পাকিস্তান। পেসার রাজিথার অফ স্টাম্পের বাইরের হাফ ভলি ডেলিভারিতে ড্রাইভ করে পয়েন্টে ক্যাচ তুলে নেন বাঁহাতি ওপেনার। প্রথম ওভারে এলবিডব্লিউয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া আরেক ওপেনার আবদুল্লাহ শফিকও বেশিক্ষণ টিকতে পারেননি। বাঁহাতি স্পিনার জয়াসুরিয়াকে ডিফেন্ড করতে গিয়ে স্লিপে ধরা পড়েন তিনি ১৯ রান করে।
তিনে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যান শান মাসুদ। রমেশ মেন্ডিসকে একই ওভারে চারের পর বেরিয়ে এসে মারেন ছক্কা। অবশ্য পরের বলেই এলবিডব্লিউ হন তিনি ৩০ বলে ৩৯ রান করে। শ্রীলঙ্কা উইকেটটি পায় রিভিউ নিয়ে। অধিনায়ক বাবর আজম করতে পারেন কেবল ১৩। জয়াসুরিয়ার বাড়তি বাউন্সের ডেলিভারি ডিফেন্ড করতে চেয়েছিলেন তিনি, বল ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে উঠে যায় উপরে। সহজ ক্যাচ নেন কিপার সাদিরা সামারাবিক্রমা।
টেস্টে পাকিস্তানের প্রথম কিপার হিসেবে এ দিন ৩ হাজার রান পূর্ণ করেন সরফরাজ আহমেদ। তবে তিনিও বেশিক্ষণ টেকেননি। জয়াসুরিয়াকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ১৭ রান করে। পাঁচ উইকেট হারিয়ে তখন ভীষণ চাপে পাকিস্তান। সালমান ও শাকিলের লড়াই শুরু সেখান থেকেই। টার্নিং উইকেটে স্পিনারদের সামলানো সহজ নয় মোটেও। তবে জয়াসুরিয়া ও মেন্ডিসের চ্যালেঞ্জ এ দিন দুই ব্যাটসম্যান উতরে যান ভালোভাবেই।
৬৯ বলে ফিফটি করা শাকিল সেঞ্চুরি ছাপিয়ে থামেন ডাবল সেঞ্চুরিতে। তিনি ৩৬১ বলে ১৯টি বাউন্ডারিতে ২০৮ রান করে অপরাজিত থাকেন। সালমান ৮৩ রান করে বিদায় নেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ

ট্রাম্পের নেতৃত্বে আস্থা রাখার আহ্বান হোয়াইট হাউসের

আবু সাঈদের বিচার চেয়ে সরব থাকা শিক্ষক মাহমুদুল হক কারাগারে উত্তাল বেরোবি

পরমাণু ইস্যুতে রেড লাইন স্পষ্ট করল ইরান,আত্মমর্যাদায় আপস নয়

পিএসজিকে হারিয়ে অচেনা বতাফোগোর বিশাল চমক
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের

সউদীতে আটকে পড়েছেন ১২৫০০ ইরানি হাজি

রোববার চীন সফর যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

৬০টি যুদ্ধবিমান দিয়ে রাতভর ইরানে বর্বরতা চালিয়েছে ইসরাইল

ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের দিকে: আইডিএফ

তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই- মোহাম্মদ আইয়ুব খান

ব্যালেস্টিক মিসাইল ছুড়ে যে ভয়ংকর বার্তা দিলেন কিম জং উন!

এনসিপির কটিয়াদী উপজেলা সমন্বয় কমিটি গঠিত

মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল

মেসি ম্যাজিকে মায়ামির জয়

মুক্তির আগেই দাপুটে অবস্থানে ‘এমথ্রিগান ২.০’

ইন্দুরকানিতে কয়লা বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

টেকসই সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

আজ ঢাকার বাতাসের মান ‘সহনীয়’, বিশ্বে অবস্থান ৪৫