বিশ্বকাপের পরও ব্যস্ত থাকবে পাকিস্তান
১৮ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী দুই মৌসুমের সূচি চূড়ান্ত করেছে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এফটিপিতে কিছু পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গতকাল প্রকাশিত সেই সূচির মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। সেই সূচি পিছিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে নেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান । আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই সিরিজ খেলবে পাকিস্তান।
পিসিবির সংশোধিত সূচিতে পাকিস্তান এখন থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত এই সংস্করণে ১৯ ম্যাচ খেলবে। এর মধ্যে ১০ ম্যাচই পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে- যার ৫টি ঘরের মাঠে, বাকি ৫টি প্রতিপক্ষের মাঠে। অন্য ৯ ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৪টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ খেলবে পাকিস্তান। এ ছাড়াও ২০২৫ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। সেই সূচি পিছিয়ে এপ্রিলে নিয়েছে পিসিবি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফেব্রুয়ারি-মার্চে নেওয়ার পরই ক্রিকইনফো জানিয়েছিল, তখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি স্থগিত করতে পারে পিসিবি।
এছাড়া, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ দলের পাকিস্তান সফর রাখা হয়েছে। তখন দুই টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর ২০২৫ সালের মে মাসেও বাংলাদেশ দলের পাকিস্তান সফরসূচিতে রেখেছে পিসিবি। তখন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
সংশোধিত সূচি অনুসারে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সরাসরি নিউজিল্যান্ডের বিমান ধরবে পাকিস্তান দল। এপ্রিলে পিএসএল শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিএসএল এখন ৩৪ দিনের টুর্নামেন্ট। রমজান মাসের কারণে পিএসএলের সূচি ১২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের বাইরে নিতে পারেনি পিসিবি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ শহীদ নূর হোসেন দিবস
অসুস্থ পলক ঢামেক হাসপাতালে ভর্তি
যশোর আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী দম্পতিকে জিম্মি করে চাঁদা আদায়, আটক ১
কাউন্সিলর কাশেম মোল্লা ৯ বছরে শতকোটি টাকার মালিক
শেখ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী গ্রেপ্তার
রাজধানীর আ. লীগ কার্যালয় থেকে আটক ১
রাজধানীর জিরো পয়েন্টে ছাত্রদলের মিছিল
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত
মধ্যরাতে হানিফ ফ্লাইওভারে চলন্ত ট্রাকে আগুন
যশোর জেনারেল হাসপাতালে টেন্ডার নিয়ে তত্বাবধায়ক লাঞ্ছিত, ২ নেতা বহিষ্কার
সল্টের বিধ্বংসী শতকে উড়ে গেল উইন্ডিজ
নুনেজ-সালাহ নৈপুণ্যে জিতে পয়েন্ট ব্যবধান বাড়াল লিভারপুল
ছন্দ হারানো সিটি হারল ব্রাইটনের কাছেও
হাঁটুর চোটে মৌসুম শেষ মিলিতাওয়ের
ভিনির হ্যাটট্রিক,বেলিংহ্যামের গোলে ফেরার রাতে রিয়ালের জয়
রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল শ্রীলঙ্কা
শারজাহতে ৩৪ বছরের অপেক্ষা ঘোচালেন শান্ত
প্রথম আঘাত তাসকিনের
সিলেটে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
'ডিডি একা নয় হলিউডে এমন অসংখ্য রাঘব-বোয়াল রয়েছে ধরাছোঁয়ার বাইরে'