ভারতের কাছে বড় হার মেয়েদের
১৯ জুলাই ২০২৩, ০৯:৫২ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শক্তিশালী ভারতকে হারিয়ে ইতিহাস গড়লেও দ্বিতীয় ম্যাচে আর পারেনি বাংলাদেশের মেয়েরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়ায় হারমানপ্রিত কৌরের দল। শুধু ধুরেই দাঁড়ায়নি, নিগার সুলতানা জ্যোতিদের রীতিমত নাকাল করে ছাড়ে সফরকারী ভারত। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ১০৮ রানের বড় ব্যবধানে হারায় ভারতীয় নারী দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরিয়েছে তারা। একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে দু’দল ফের মুখোমুখি হবে আগামী শনিবার।
কাল টস জিতে ভারতকে ব্যাটিং পাঠায় বাংলাদেশ। অধিনায়ক হারমানপ্রিত ও জেমিমাহ রদ্রিগেজের ব্যাটে চড়ে ভারত ৮ উইকেটে ২২৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। ব্যাট হাতে ঝড় তুলেন জেমিমাহ। অল্পের জন্য সেঞ্চুরি পাননি তিনি। ৭৮ বলে ৯ বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ৮৬ রান। ৮৮ বলে ৫২ করেন অধিনায়ক হারমানপ্রিত। বাংলাদেশের সুলতানা খাতুন ও নাহিদা আক্তার নেন দু’টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে ১৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। শারমিন আক্তার ২ ও মুর্শিদা খাতুন ১২ রানে আউট হন। এরপর লতা মন্ডলও (২৩ বলে ৯) সেট হয়ে আউট হলে ৩৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ফারজানা হক ও রিতু মনি ৯২ বলে ৬৮ রানের জুটি গড়ে আশা জাগিয়েছিলেন। কিন্তু এই জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। জ্যোতিরা শেষ ৭ উইকেট হারান মাত্র ১৪ রানে।
ফারজানা ৮১ বলে ৫ বাউন্ডারিতে করেন ৪৭ রান। ৪৬ বলে ৩ চারের মারে ২৭ রান করেন রিতু মনি। আর ওপেনিংয়ে ১২ রান করেন মুর্শিদা। এই তিনজন ছাড়া বাংলাদেশ দলের আর কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। ৩৫.১ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ভারতের জেমিমাহ ব্যাটিংয়ে ঝড় তোলার পর বোলিংয়েও চালান তান্ডব। তিনি মাত্র ৩ রানে শিকার করেন ৪ উইকেট। ৩০ রানে ৩টি উইকেট পান দেবিকা ভাইদা। ম্যাচসেরার পুরস্কার পান জেমিমাহ রদ্রিগেজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে-দুলু

আটক বিএসএফ সদস্যকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের

ভবিষ্যৎ ও অদৃশ্যের নিয়ন্ত্রণ কেবল আল্লাহ তা’য়ালারই হাতে

আমরা সবাই মিলেমিশে ঠাকুরগাঁও জেলাকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো : ফারুক হাসান

ভারতকে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

কাশ্মীর হামলায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে মসজিদ ,মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হবে -প্রিন্স

পদ্মার চরে জনমনে স্বস্তি ফিরিয়েছে সেনাবাহিনী

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন

সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ রাজধানীতে গ্রেপ্তার ৫

বাবরকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

ব্যাটে-বলে ব্যর্থ রিশাদ, লাহোরের হার

তারাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি

কিশোরগঞ্জের হাওরে এখন শুধুই ধান কাটার উৎসব

প্রাথমিক চিকিৎসাসহ নানা কার্যক্রমের মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীদের পাশে ইবি ছাত্রদল

হাজারীবাগ ভিওআইপি ব্যবসার মূলহোতা গ্রেফতার, দেড় হাজার সিম উদ্ধার

মৌলভীবাজারে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

হুইসেল ব্লোয়ার ইন্ডিয়ান আর্মি অফিসারের ভিডিওতে কি আছে?

শেরপুরে ৩০ বছরে ও নিরসন হয়নি মানুষ বন্য হাতির দ্বন্দ্ব!