হোটেল না পেয়ে হাসপাতালে বুকিং!
২০ জুলাই ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১১:৫০ পিএম
বেশ অপেক্ষার পর বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে, স্বাভাবিকভাবেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। তরতর করে বাড়ছে হোটেল রুমের ভাড়া। অক্টোবরের ১৫ তারিখ আহমেদাবাদে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সে সপ্তাহে আহমেদাবাদের হোটেলগুলোয় থাকতে গেলে গুনতে হবে চড়া মূল্য। মানুষ তাই হাঁটছেন বিকল্প পথে। তারা এখন খোঁজখবর নিচ্ছেন হাসপাতালে, যদি সেখানে থাকার ব্যবস্থা হয়!
শুধু গুজরাটের বাইরে থেকে নয়, ভারতের বাইরে থেকেও মানুষ এমন ব্যবস্থার খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছে আহমেদাবাদ মিরর। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল, তবে এর আগে বড় আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেই। এ ম্যাচকে ঘিরে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হোটেলগুলোয় থাকতে প্রতি রাতে খরচ করতে হতে পারে ৫০ হাজার থেকে ৭০ হাজার রুপি। বলা হচ্ছে, কোনো কোনো হোটেলে নাকি রাতপ্রতি ১ লাখ রুপি (প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা) খরচ করতে হতে পারে! খরচ কমাতে ভারতের বাইরে থেকে আসা দর্শকেরা খোঁজখবর নিচ্ছেন হাসপাতালে। যেখানে হোটেলের মতো সকালের নাশতা, নৈশভোজের ব্যবস্থাও আছে। তবে শুধু থাকার জন্য তো আর হাসপাতালে যাওয়া চলে না। তাই নেওয়া হচ্ছে একটি উপায়। তারা ফুল বডি চেক-আপের সঙ্গে রাতে থাকার কথাও বলছেন। এতে দুটি উদ্দেশ্যই পূর্ণ হয়- টাকাও বাঁচে, স্বাস্থ্য পরীক্ষাও হয়!
গুজরাটের অ্যাপোলো হাসপাতাল, সান্নিধ্য হাসপাতালের মতো শুধু দুই-একটি হাসপাতালে যে এমন প্রস্তাব আসেনি, স্টার্লিং হাসপাতালের চিকিৎসক নিখিল লালা নিশ্চিত করেছেন সেটিই, ‘আমরাও ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকা যায় কি না, এমন জিজ্ঞাসার মুখোমুখি হচ্ছি। বিশেষ করে ১৫ অক্টোবরের আশপাশে। আমাদেরও পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ আছে।’ হুট করে রাতে অবস্থান করে স্বাস্থ্য পরীক্ষার এই চল যে বিশ্বকাপকে ঘিরে, লালা জানেন সেটি, ‘১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচের কারণেই এমন হচ্ছে। শুধু আমাদের হাসপাতালে নয়, অন্য শহরের হাসপাতালেও একই দৃশ্য। ফলে আমরা স্বাস্থ্য পরীক্ষার ভিন্ন প্যাকেজের কথা ভাবছি।’
স্বাভাবিকভাবেই হাসপাতালগুলোয় রুম ভাড়া হোটেলগুলোর মতো হবে না। ২৪ ঘণ্টায় এখানে ৩ হাজার থেকে ২৫ হাজার রুপি খরচ হতে পারে। এর মধ্যে খাবার তো আছেই, এমনকি অনেক ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষাও অন্তর্ভুক্ত। রোগীর সঙ্গে একজন পরিদর্শকও থাকতে পারেন, সে ক্ষেত্রে এটি হয়ে উঠতে পারে দুই বেডের ঘর। কেউ কেউ আবার অনুরোধ করেছেন- যাতে একসঙ্গে থাকার ব্যবস্থা করা যায়! ১৫ অক্টোবরই বুকিং দেওয়ার চেষ্টা করছেন তারা। তবে খেলা দেখার জন্য হাসপাতাল বুক করে রাখা কতটা বিবেচকের কাজ হচ্ছে, এমন প্রশ্নও তুলেছেন অনেকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরার শালিখায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন