ফেরার অনিশ্চয়তা রেখে দুবাইয়ে তামিম
২০ জুলাই ২০২৩, ১০:৩১ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১১:৪৯ পিএম
সম্প্রতি শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ সে তুমুল আলোচনার জন্ম দেন তামিম। আবেগময় আকস্মিক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পরদিন আবার ঘুরে যায় সব। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দেন ফেরার ঘোষণা। তখনই তাকে দেড় মাসের ছুটি দেওয়া হয়েছিল। তবে ছুটি শেষ করে এশিয়া কাপের আগে দলের প্রস্তুতিতে তামিম ফিরছেন কিনা, ফিরলে অধিনায়কত্বে থাকছেন কিনা তা যেন এখন এক রহস্য।
গতকাল পরিবার পরিজন নিয়ে দুবাইতে বেড়াতে গিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার। দুবাই থেকে চিকিৎসার জন্য তিনি যাবেন ইংল্যান্ডে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন গণমাধ্যমকে তামিমের ফেরার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কি সিদ্ধান্ত আসবে।’
গত কয়েক সিরিজ ধরেই তামিমের শতভাগ ফিটনেস নিয়ে ছিল সংশয়। তার পিঠের নিচের অংশের ব্যথা পুরোপুরি সারছে কিনা তাও হয়ত বুঝে নিতে চায় বিসিবি। তবে এসব ব্যাপারে মেডিকেল বিভাগের উপর ছেড়ে দিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘এটা মেডিক্যাল বিভাগ সিদ্ধান্ত নিবে কোন ক্রিকেটারদের দলে রাখা হবে না রাখা হবে না। যখন একটা দল খেলে তখন অবশ্যই ফুল ফিটনেস নিয়েই খেলে।’
দুবাই যাওয়ার আগে দুটি গণমাধ্যমে সাক্ষাতকারে তামিম জানিয়েছেন, ইংল্যান্ড থেকে ফিরে তিনি কথা বলবেন জালাল ইউনুসের সঙ্গে। সেখানে নানাবিধ বিষয় আলাপ করে নিজের অবস্থান বুঝাতে চাইবেন তিনি। সেই আলাপে ফিটনেস ছাড়াও অন্য ইস্যুও থাকবে, তার কথার সুর এমনই। তামিম নিজেও দৃঢ়ভাবে এশিয়া কাপের প্রস্তুতিতে ফেরার কথা বলেননি। আপাতত সব কিছুই নির্ভর করছে তার ফেরার পর একটি আলোচনার গতিপথের উপর।
এদিকে, এশিয়া কাপের আগে যখন হাইব্রিড মডেল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বাংলাদেশ স্পষ্টভাবেই জানিয়েছে- একাধিক দেশের ভেন্যুতে খেলতে রয়েছে আপত্তি। যদিও শেষপর্যন্ত এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্যই বাংলাদেশকে দৌড়াতে হবে ক্যান্ডি ও লাহোর দুই দেশের দুই শহরে। আবার সুপার ফোরে উঠলে প্রথম ম্যাচ খেলতে হবে লাহোরে, এরপর বাকি দুই ম্যাচের জন্য পাড়ি জমাতে হবে শ্রীলঙ্কার কলম্বোয়।
বিশ্বকাপের আগে এই ভ্রমণের ধকলের জন্য প্রস্তুত ছিল না টাইগাররা। এশিয়া কাপের সূচি ঘোষণার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও এবার মিলেছে সুখবর। এশিয়া কাপে ক্রিকেটারদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন জালাল ইউনুস, ‘হ্যাঁ, আমাদের প্রথম ম্যাচটা খেলে আবার লাহোরে যেতে হবে। যেতেই হবে, কিছু করার নেই। ৩০ তারিখের পর ৩ তারিখ আরেকটা ম্যাচ। জার্নি যাতে কমফোর্টেবল হয় এজন্য এসিসি সিদ্ধান্ত নিয়েছে চার্টার্ড প্ল্যানে আসা-যাওয়া করবে।’ সেক্ষেত্রে ভাড়া করা বিমানের মান কেমন হবে তা নির্ভর করছে এসিসির ব্যবস্থাপনার ওপর। জালাল ইউনুস জানান, ‘এটা তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব। অবশ্যই আমরা চাইব ভালো কোনো এয়ারলাইনে হোক। যদি কোনো ন্যাশনাল এয়ারলাইন থাকে তাহলে সবার জন্য ভালো।’
গ্রুপ পর্বে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ক্যান্ডিতে, দ্বিতীয় ম্যাচ লাহোরে। ক্যান্ডি থেকে লাহোরের দূরত্ব ৩ হাজার কিলোমিটারেরও বেশি। আবার লাহোর থেকে সুপার ফোরের ম্যাচ খেলতে কলম্বো আসতে হলে ফের পাড়ি দিতে হবে এমনই লম্বা পথ। যতই চার্টার্ড ফ্লাইট থাকুক, এত দীর্ঘ দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্রিকেটারদের ওপর ধকল চেপে বসতে পারে, শঙ্কা এই বোর্ড পরিচালকের, ‘ট্রাভেলে তো ইমপ্যাক্ট হয়-ই। এয়ারে ট্রাভেল করলে ২-৩ ঘণ্টা আগে যেতে হয়, লাগেজ নিয়ে যেতে হয়। মানসিক প্রস্তুতিরও ব্যাপার আছে। আর শ্রীলঙ্কা থেকে পাকিস্তান অনেক দূরে। যেহেতু এসিসির সিদ্ধান্ত আর সবাই অংশ নিচ্ছে... আমাদেরও মেনে নিতে হচ্ছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরার শালিখায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন