‘বাজবলে’ বেশামাল ‘গতিবল’

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২১ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম

পোশাক না হলে ঠাহর করা মুশকিলই হতো, খেলাটা টেস্টই তো? অবশ্য ইংল্যান্ডের এই সময়ের টেস্ট ব্যাটিংয়ের ধরণই এমন। আগ্রাসী অ্যাপ্রোচে প্রথম দুই টেস্ট হেরেও পরিকল্পনা থেকে সরে না যাওয়ার ফল মিলছে। লিডসে দারুণ জয়ের পর ওল্ড ট্রাফোর্ডেও দাপট দেখাচ্ছে বেন স্টোকসের দল। আগের দিন জ্যাক ক্রলি আর জো রুটের ব্যাটে ওভারপ্রতি ৫.৩৩ রান করে তুলে লিড নিয়ে বেশ খানিকটা এগিয়ে য়ায় স্বাগতিকরা। সেখান থেকে গতকাল জনি বেয়ারস্টোর দৃঢ়তায় ৫৯২ রানে ইনিংস শেষ হয় ইংলিশদের। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড এরই মধ্যে হয়ে গেছে ২৭৫ রান। তবে একটুর আক্ষেপ থাকতেই পারে বেয়ারস্টোর। সঙ্গীর অভাবে এই অলরাউন্ডার সেঞ্চুরি বঞ্চিত হয়ে অপরাজিত ছিলেন ৯৯ রানে! যদিও অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তবে মানচেস্টারের উইকেটে এমন দাপুটে ব্যাটিংয়ের দিনে মোটা দাগে প্রশ্ন উঠছে একাদশে অজিদের স্পিনার না থাকা নিয়ে।
নাথান লায়ন চোটে পড়ায় অস্ট্রেলিয়ান স্কোয়াডের বোলিং শক্তি কমে গেছে দ্বিতীয় টেস্টেই। হেডিংলিতে পরের টেস্টে খেলানো হয়েছিল টড মারফিকে। তবে ওল্ড ট্রাফোর্ডের চতুর্থ টেস্টের দলে মারফিও নেই। অস্ট্রেলিয়া একাদশ সাজিয়েছে পাঁচ পেসার নিয়ে। ২০১২ সালের জানুয়ারির পর এই প্রথম বিশেষজ্ঞ স্পিনার ছাড়া টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। কিন্তু শতভাগ পেসনির্ভর বোলিং আক্রমণ কি অস্ট্রেলিয়ার কাজে লাগছে? অ্যাশেজে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন থেকেই প্রশ্নটি বেশ জোরেশোরেই উঠেছে। বাঁহাতি পেসার মিচেল স্টার্ক বাদে বাকি চার ডানহাতি পেসারের কেউই ইংলিশ ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলতে পারেননি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ তাই সোজাসাপটাই বলে দিয়েছেন, একাদশে বিশেষজ্ঞ স্পিনার না রেখে ভুল করেছে অস্ট্রেলিয়া। একই মত সাবেক ক্রিকেটার ট্রেন্ট কোপল্যান্ডেরও। তবে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের মত আবার ভিন্ন। তার মতে স্পিনার না নেওয়ার সিদ্ধান্ত ভুল নয়। সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরিও এখনই ভুল-শুদ্ধ বিচার করা যাবে না বলে মন্তব্য করেছেন।
লায়ন চোটে পড়ার পর তৃতীয় টেস্টের একাদশে নেওয়া হয়েছিল মারফিকে। তবে ২২ বছর বয়সী এই অফ স্পিনারকে খুব একটা কাজে লাগানো যায়নি। প্রথম ইনিংসে ৭.৩ ওভার আর দ্বিতীয় ইনিংসে মাত্র ২ ওভার বল করেছিলেন। চতুর্থ টেস্টের একাদশ থেকে মারফিকে বাদ দেওয়া হয় ব্যাটিংয়ে বাড়তি নজর দিতে গিয়ে। ক্যামেরন গ্রিন চোটে পড়ায় হেডিংলি টেস্টের দলে ঢুকে সেঞ্চুরিসহ মোট ১৪৬ রান করেছিলেন মিচেল মার্শ। চতুর্থ টেস্টের আগে গ্রিন সুস্থ হয়ে ফেরায় তাঁকে দলভুক্ত করতে গিয়ে ছেঁটে ফেলা হয় মারফিকে। এ ক্ষেত্রে ওল্ড ট্রাফোর্ডের কন্ডিশনের কথাও সম্ভবত মাথায় রেখেছিলেন ম্যাকডোনাল্ড-কামিন্সরা।
তবে স্পিনার না খেলানোর সিদ্ধান্ত প্রথম দিনই আলোচনায় উঠে আসে। ইংল্যান্ডের মঈন আলী প্রথম দিনেই কিছু টার্ন পেয়েছেন, অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করা মারনাস লাবুশেনকে এলবিডব্লিউর ফাঁদেও ফেলেন। আর দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলিং করতে নামলে ২২তম ওভারেই আক্রমণে আনা হয় খ-কালীন স্পিনার ট্রাভিস হেডকে। হেড অবশ্য ভালো করতে পারেননি, ৬ ওভারেই দিয়েছেন ৪৮ রান। স্টিভ ওয়াহর মনে হচ্ছে বিশেষজ্ঞ স্পিনার থাকলে ব্যাপারটা ভিন্ন হতে পারত। এসইএনকিউ ব্রেকফাস্ট অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘(স্পিনার না খেলানোর সিদ্ধান্তে) আমি একমত নই। আমার মতে এটা ভুল সিদ্ধান্ত, বিশেষ করে ম্যানচেস্টারে যেখানে বল টার্ন করে থাকে।’ ওয়াহ অবশ্য কী কারণে স্পিনার না খেলানোর সিদ্ধান্ত হয়েছে, সেটাও অনুমান করেছেন, ‘সম্ভবত আবহাওয়ার বিষয়টি তারা মাথায় রেখেছেন। ম্যাচের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি বলব, আক্রমণে বৈচিত্র্য রাখাটাও দরকার। বিশেষ করে ইংল্যান্ড যেভাবে খেলে তার বিপক্ষে। আর আমরা খেলছি চারজন ডানহাতি পেসার নিয়ে।’
তবে অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড স্পিনার না থাকাকে সমস্যা মনে করছেন না। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে উইকেট আর প্রতিপক্ষ বিবেচনায় স্পিন এখানে বড় ভূমিকা রাখবে না। আমি দেখেছি, প্রথম ইনিংসে মঈন এক উইকেট পেয়েছে। আমরা কিন্তু জানি না আজকের দিনে (দ্বিতীয়) স্পিনাররা কেমন করত। আমরা ভিন্নধর্মী আক্রমণ নিয়ে নেমেছি, যারা আছে তাদের দিকেই আমাদের মনোযোগ।’ অস্ট্রেলিয়ার সহকারী কোচ ভেট্টরি স্পিনার না খেলানোর সিদ্ধান্তকে এখনই ভুল বলতে নারাজ। নিউজিল্যান্ডের সাবেক এই স্পিনার আবহাওয়ার কথাই সামনে এনেছেন, ‘আমাদের মনে হয়েছে আবহাওয়া এবং উইকেটের কারণে এই ম্যাচটা বেশি দূর গড়াবে না। আর ইংল্যান্ডও যে আক্রমণাত্মক ক্রিকেট খেলে, ম্যাচটা অল্পতেই শেষ হয়ে যেতে পারে। এখন স্পিনার না নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে কি না, সেটা টেস্ট শেষে বলা যাবে, দুই দিনে নয়।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়
আরও

আরও পড়ুন

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন

শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন