কলম্বোয় আবরার-নাসিম তোপ
২৪ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ১২:০৮ এএম

খোলা চোখে এটিকে আউট মনে না করার কোনো কারণ ছিল না। আবদুল্লাহ শফিককে এলবিডবিøউ দিলেন আম্পায়ার ক্রিস গ্যাফানি, পাকিস্তান ওপেনার তাতেই নিলেন রিভিউ। বল ট্র্যাকিং সবাইকে, অন্তত শ্রীলঙ্কানদের ও আম্পায়ারকে অবাক করে দিয়ে দেখাল, প্রবাত জয়াসুরিয়ার বলটি যেত স্টাম্পের ওপর দিয়ে। শফিক অক্ষত থাকলেন, পরের ওভারে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ করলেন আম্পায়াররা। কলম্বোতে যে দিনটি পুরোপুরি হয়ে থাকল পাকিস্তানেরই।
শ্রীলঙ্কাকে ১৬৬ রানে অলআউট করে দেওয়ার পর পাকিস্তান খেলেছে ‘পাকবল’, ২৮.৩ ওভারেই তুলে ফেলেছে ২ উইকেটে ১৪৫ রান। মানে ওভারপ্রতি তারা তুলেছে ৫.০৮ হারে রান, বেশির ভাগ সময়ই যেটি ছিল ৬-এর ওপরে। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে মাত্র ২১ রানে পিছিয়ে তারা। শফিক অপরাজিত ৯৯ বলে ৭৪ রান করে, তার সঙ্গী অধিনায়ক বাবর আজম।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় বাজে। তৃতীয় ওভারে শান মাসুদের সরাসরি থ্রোয়ে রানআউট ওপেনার নিশান মাদুশকা। এরপর নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির তোপে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। আফ্রিদির বলে ব্যাট ছুড়ে পয়েন্টে ক্যাচ দেন কুশল মেন্ডিস। নাসিমের বলে কট-বিহাইন্ড অ্যাঞ্জেলো ম্যাথুস, দিমুথ করুনারতেœ হন বোল্ড।
শ্রীলঙ্কাকে খাদের কিনার থেকে টেনে তোলার কাজটি আবার করতে হয় ধনাঞ্জয়া ডি সিলভাকে। দিনেশ চান্ডিমালের সঙ্গে পঞ্চম উইকেটে তিনি যোগ করেন ৮৫ রান। চান্ডিমালকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন নাসিম, ডি সিলভা অবশ্য ছিলেন আরও কিছুক্ষণ। ৬৮ বলে ৫৭ রান করা ডি সিলভাকে শেষ পর্যন্ত থামতে হয় আবরার আহমেদের বলে মিডউইকেটে সৌদ শাকিলের ভালো ক্যাচে পরিণত হয়ে। শিগগির অষ্টম উইকেটও হারায় শ্রীলঙ্কা, ১৩৬ রানের মাথায়। এরপরও তারা ১৬৬ পর্যন্ত যায় রমেশ মেন্ডিসের ২৭ রানের ইনিংসে। আবরার এসে মুড়ে দেন শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের লেজ, এ লেগ স্পিনার নেন ৪ উইকেট। নাসিমের উইকেট ৩টি।
ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে ইমাম-উল-হককে হারিয়ে বসে পাকিস্তান। এরপরই শফিক ও শান মাসুদ শুরু করেন ‘পাকবল’। নবম ওভারেই ৫০ পেরিয়ে যায় পাকিস্তান, ১৭তম ওভারে ছুঁয়ে ফেলে ১০০। শফিক ফিফটি প‚র্ণ করেন ৪৯ বলে, জয়াসুরিয়াকে ছক্কা মেরে। মাসুদ অবশ্য ছিলেন আরও আক্রমণাত্মক, ৪৪ বলেই ফিফটি হয়ে যায় তার। তবে ২২তম ওভারে আসিতা ফার্নান্ডোকে পুল করতে গিয়ে মাসুদ ফেরার পর কমে আসে রানের গতি। শফিক ও মাসুদের জুটিতে ১১৭ বলে ওঠে ১০৮ রান। দিনের বাকিটা সময় নিরাপদে পার করেন শফিক ও বাবর।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪৮.৪ ওভারে ১৬৬ (ডি সিলভা ৫৭, চান্ডিমাল ৩৪, রমেশ ২৭; আবরার ৪/৬৯, নাসিম ৩/৪১, আফ্রিদি ১/৪৪)। পাকিস্তান ১ম ইনিংস : ২৮.৩ ওভারে ১৪৫/২ (শফিক ৭৪*, মাসুদ ৫১; ফার্নান্ডো ২/৪১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

যাকাত অগ্রিম আদায় করা প্রসঙ্গে?

বিএনপির কাছে নিজেদের দলের লোকই নিরাপদ নয়-সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ ও সমৃদ্ধশালী হবে আগামীর বাংলাদেশ - শামসুর রহমান শিমুল বিশ্বাস

ছাগলনাইয়ায় রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হজযাত্রীর কোটা এক হাজারই বহাল রাখতে অনুরোধ ধর্ম উপদেষ্টার

নরসিংদীর পুরাতন ব্রহ্মপুত্র নদে কচুরিপানা অপসারণ অভিযান

মুরাদনগরে পুলিশ হেফাজতে বিএনপি কর্মী জুয়েলের মৃত্যু

রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের ওপর কনফারেন্স রবিবার, মূলবক্তা আলী রিয়াজ

আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে বিক্ষোভ সমাবেশে ইসলামী দলের নেতৃবৃন্দ

পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চীন, আতঙ্কে ভারত

দৈনিক ইনকিলাবের সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক মহিউদ্দীন ইসলামের ইন্তেকাল কাল শনিবার জানাযা

চরকির অসৌজন্যমূলক আচরণে বাচসাস-এর নিন্দা প্রকাশ

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে

সিসিএন বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি

ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

ইসলামী আন্দোলনের ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত

গত ১৫ বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ধারণ শাবির ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ২

হারিয়ে যাচ্ছে কাউন চাষ

মোরেলগঞ্জে ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ