আইসিসি র্যাঙ্কিংয়ে ইতিহাস ফারজানা ও নাহিদার
২৫ জুলাই ২০২৩, ০৩:৪৬ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ০৩:৪৭ পিএম

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফারজানা হকের ইতিহাস গড়া সেঞ্চুরি আর ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন পড়ল র্যাঙ্কিংয়ে। আইসিসি উইমেন'স ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে বাংলাদেশের সবসময়ের সেরা অবস্থান অর্জন করে নিলেন এই অভিজ্ঞ ব্যাটার। বোলারদের মধ্যে একই উচ্চতায় পা রাখলেন নাহিদা আক্তার।
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে র্যাঙ্কিংয়ের সেরা বিশে জায়গা করে নিলেন ফারজানা। বোলিংয়ে শীর্ষ বিশে আগে ছিলেন একজন। তবে বিশের ওপরে নাহিদাই প্রথম। র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ফারজানা, নাহিদা ছাড়াও বড় লাফ দিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও রাবেয়া খান।
মিরপুরে ভারতের বিপক্ষে ১-১ ড্র হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচে ২৭ ও ৪৭ রানের ইনিংস খেলেন ফারজানা। শেষ ম্যাচে তিনি গড়েন ইতিহাস। ৫০ ওভারের সংস্করণে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পান জাদুকরী তিন অঙ্কের ছোঁয়া। ১৬০ বলে ম্যারাথন ইনিংসে ১০৭ উপহার দেন তিনি। এতে র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠেছেন ৩০ বছর বয়সী ব্যাটার। তার নামের পাশে এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৫৬৫ রেটিং পয়েন্ট।
এত দিন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। স্মরণীয় এই সিরিজে তিন ম্যাচে নাহিদার শিকার ৬ উইকেট। ফারজানার সেঞ্চুরির ম্যাচে ৩৭ রানে তিনি ধরেন ৩ শিকার। শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে স্রেফ এক রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় বদলে বড় ভূমিকা রাখেন বাঁহাতি এই স্পিনার।
বোলারদের র্যাঙ্কিংয়ে নাহিদা এগিয়েছেন ৫ ধাপ। ক্যারিয়ার সর্বোচ্চ ৫২৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের সবসময়ের সেরা ১৯ নম্বরে উঠেছেন ২৩ বছর বয়সী স্পিনার। গত ডিসেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে ২০ নম্বরে উঠেছিলেন সালমা খাতুন। তবে এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন অফ স্পিনার সুলতানা। একশর বাইরে থেকে এক লাফে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রাবেয়া।
ভারতের ক্রিকেটারদের মধ্যে ব্যাটিং র্যাঙ্কিংয়ে হার্লিন দেওল ৩২ ধাপ এগিয়ে ৫১ ও জেমিমা রদ্রিগেস ৪১ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠেছেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বেথ মুনিকে টপকে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের নাটালিয়া সিভার-ব্রান্ট। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে আছেন তিনি। বোলারদের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন সিভারের স্বদেশি সোফি একলেস্টোন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসায় হামলার হুমকি ও প্রধান পরিচালক রুহুল আমিনের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে মানববন্ধন

২ হাজারী ক্লাবে শান্ত

জনমনে আতঙ্ক সিংড়ায় বেড়েছে চুরি-ছিনতাই

ময়মনসিংহে ছিনতাইয়ের কবলে ব্যাংক কর্মকর্তা, অর্থ উদ্ধারসহ গ্রেপ্তার ৩

তারাকান্দায় পুলিশের অভিযানে গ্রেফতার-৭

জকিগঞ্জে জীবনের শেষ যাত্রায় টমটম চালক, বর-কনের হাসি থেমে গেল রক্তাক্ত সড়কে
কোহলিকে মিস করবে ভারত: স্টোকস

খুলনায় দু’দিনে তিনজন করোনায় আক্রান্ত

বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচিত অনেক চেয়ারম্যানই জুলাই-আগষ্ট গনঅভ্যুথ্বানে ফৌজদারী অপরাধে জড়িত হয়েছিলেন ঃ আবু হাসনাত মোহাস্মদ আরেফীন

সৈয়দপুর - রংপুর মহাসড়কে শ্যামলীর চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাবেক স্ত্রীর মামলায় সুপ্রীম কোর্টে আইনজীবী কারাগারে

দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক টিম গঠন

বেরোবিতে ডিনস্ অ্যাওয়ার্ড চালু

তালতলীতে পুবালী ব্যাংকের ২৩৩তম উপশাখার শুভ উদ্বোধন

লঘুচাপে ভর করে আষাঢ়ী বর্ষণে দক্ষিণাঞ্চলে জনজীবন বিপর্যস্ত আমন বীজতলা নিয়ে কৃষকের মুখে হাসি

চীন কি ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করবে?

রাজশাহীতে পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন

হাজীগঞ্জে ১৪ বস্তা সরকারি চালসহ গ্রাম পুলিশ ধরাশায়ী

কুষ্টিয়ায় সার্চ কমিটি নিয়ে বিএনপির দুপক্ষের গোলাগুলি, আহত ৩

কুষ্টিয়ায় ছাত্রাবাসে কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য