‘আপত্তিকর ও কুৎসিত’ আচরণে দুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রীত
২৫ জুলাই ২০২৩, ১০:৩১ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
আভাস ছিল বড় শাস্তিই পেতে যাচ্ছেন। শাস্তির মাত্রাও জানা গিয়েছিল আগেই। অবশেষে হারমানপ্রীত কৌরকে শাস্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল আইসিসি। দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভারতীয় অধিনায়ক। গত শনিবার মিরপুরে বাংলাদেশ সফরের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাটকীয় টাইয়ের ম্যাচে বেশ কয়েকটি ঘটনার জন্ম দেন হারমানপ্রীত। আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলেও মন্তব্য করেন। এরপর ট্রফি নিয়ে বাংলাদেশ দলের ফটোসেশনের সময় কটাক্ষ করেন নাহিদা সুলতানাদের। এই অসদাচরণের দায়ে ভারত অধিনায়ককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সিরিজ নির্ধারণী ম্যাচটিতে একই সঙ্গে লেভেল ওয়ান ও লেভেল টু ধরনের অপরাধ করেছেন হারমানপ্রীত। কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি, যেটি লেভেল টু পর্যায়ের অপরাধ। এটি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর সঙ্গে সম্পর্কিত। ম্যাচের ৩৪তম ওভারে আম্পায়ার তানভীর আহমেদ তাকে সিøপে ক্যাচ আউট দেওয়ার পর সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন ভারত অধিনায়ক। এ অপরাধে হারমানপ্রীতের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে, দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। এ ধরনের অপরাধে ৫০ থেকে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, সঙ্গে তিন বা চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
২০১৬ সাল থেকে মেয়েদের ক্রিকেটে কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে শাস্তি পাওয়া ক্রিকেটারদের যে তালিকা আইসিসির ওয়েবসাইটে আছে, তাতে লেভেল টু পর্যায়ের অপরাধ করা প্রথম ক্রিকেটার হলেন হারমানপ্রীত। এর আগে ২০১৭ সালে লেভেল ওয়ান ধরনের অপরাধে ভর্ৎসনা শুনেছিলেন তিনি। মিরপুরর ম্যাচে ২.৭ নম্বর ধারাও ভেঙেছেন হারমানপ্রীত, যেটি লেভেল ওয়ান ধরনের অপরাধ। এ ধারায় বলা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা নিয়ে প্রকাশে সমালোচনা করা।’ ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারদের সমালোচনা করেছিলেন তিনি। এ অপরাধে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।
নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। চারটি ডিমেরিট পয়েন্ট মানে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট। আর দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা- যে সূচি আগে আসে। ম্যাচ রেফারি আখতার আহমেদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন হারমানপ্রীত, এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে তার আগে থেকেই তার অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে ক্রিকেটবিশ্বে বইছে সমালোচনার ঝড়।
হারমানপ্রীতের নিজের দেশ ভারতের পুরুষ ও নারী দলের সাবেক খেলোয়াড়েরা অনেকেই তার আচরণে বিরক্তি প্রকাশ করেছেন। আনজুম চোপরা, মদন লালের পর সেই তালিকায় এবার যোগ হলো হারমানপ্রীতের পূর্বসূরি ডায়না এডুলজির নামও। শাস্তি হলেই যে সব অপকর্ম ঢাকা পড়ে যায় তা মনে করেন না ভারত নারী ক্রিকেটের কিংবদন্তি, সাবেক এই অধিনায়ক। তার মতে, ভারত অধিনায়কের এমন আচরণ খেলাটির জন্য মোটেই ভালো উদাহরণ নয়, ‘ম্যাচ শেষে হারমানপ্রীত বাংলাদেশ দলের সঙ্গে ছবি তোলার জন্য আম্পায়ারদেরও ডাকছে, এই ইঙ্গিত করছে যে আম্পায়াররাও বাংলাদেশ দলের অংশ ছিল এবং বাংলাদেশের হয়েছে খেলেছে, এটা ছিল খুবই আপত্তিকর। আমি খুবই বিরক্ত হয়েছি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টাই ম্যাচের পর ওই দৃশ্যগুলো দেখে। আমি অনেক দিন ধরেই ক্রিকেট দেখি, কিন্তু ভারত অধিনায়ক হারমানপ্রীত যে আচরণ করেছে, সেটা কখনো কাউকে করতে দেখিনি। বাংলাদেশে যা হয়েছে, সেটা খুবই অনাকাক্সিক্ষত।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ