কলম্বো টেস্টে আবদুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরির দিনে বিশ্ব রেকর্ড শাকিলের

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই ২০২৩, ০৫:২৪ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ০৫:২৪ পিএম

কলম্বো টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক। তার ডাবল সেঞ্চুরিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৪৯২ রান তুলে ৩২৬ রানের লিড নিয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। ওপেনার আবদুল্লাহ থেমেছেন ২০১ রানে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে যায়। তবে একই দিনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান সৌদ শাকিল।

কলম্বো টেস্টের তৃতীয় দিনে আসিথা ফার্নান্দোকে কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে পঞ্চাশ পূর্ণ করেছেন তিনি। আর এই ফিফটিতেই টেস্ট ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন শাকিল। ক্যারিয়ারের প্রথম সাতটি টেস্টেই ফিফটি করা প্রথম ব্যাটসম্যান তিনি। ছাড়িয়ে গেছেন প্রথম ছয় টেস্টে ফিফটি করা ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সাঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফের যৌথ রেকর্ড।

২৭ বছর বয়সী শাকিলের টেস্ট অভিষেক হয় গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের ইনিংস খেলেন শাকিল। একই দলের বিপক্ষে পরের টেস্টের দুই ইনিংসে করেন ৬৩ ও ৯৪ রান। আর করাচির তৃতীয় টেস্টে খেলেন ২৩ ও ৫৩ রানের ইনিংস। প্রথম সিরিজের এমন দারুণ পারফরম্যান্সের ছন্দ ধরে রাখেন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেও। করাচিতে হওয়া দুই টেস্টের চার ইনিংসে খেলেন যথাক্রমে ২২, ৫৫*, ১২৫* ও ৩২ রানের ইনিংস।

পঞ্চম টেস্টে সেঞ্চুরি পাওয়া শাকিল এবার শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলতে নেমে তুলে নেন ডাবল সেঞ্চুরি। গলের প্রথম ইনিংসে তাঁর ২০৮ রানের অপরাজিত ইনিংসটি ছিল শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানি ব্যাটসম্যানদের সর্বোচ্চ ইনিংস। এ ছাড়া ১৯৭১ সালে ইংল্যান্ডে জহির আহব্বাসের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম অ্যাওয়ে সিরিজে ডাবল সেঞ্চুরিও।

তবে ক্যারিয়ারের প্রথম ছয় টেস্টে অন্তত একটি করে পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস শাকিলের আগে আরও ৪ ব্যাটসম্যানের ছিল। এর মধ্যে গাভাস্কারের শুরুটা ছিল সবচেয়ে ভালো। ভারতীয় কিংবদন্তি ১৯৭১ সালে টেস্টে অভিষেকের পর প্রথম ছয় টেস্টে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন। শুধু পঞ্চাশোর্ধ্ব বললে অবশ্য গাভাস্কারের দুর্দান্ত শুরুটা বোঝানো যায় না, প্রথম ছয় টেস্টের ১২ ইনিংসের ৫টিতে ফিফটির পাশাপাশি তাঁর ছিল ৩টি সেঞ্চুরি।

৩৪ টেস্ট সেঞ্চুরির মালিক গাভাস্কার ক্যারিয়ারের সপ্তম টেস্ট খেলেছিলেন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে। তবে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ফিরেছিলেন ‘ডাক’ নিয়ে। ১৯৪৭–৬৫ সময়ে নিউজিল্যান্ডের হয়ে ৪২টি টেস্ট খেলা বার্ট সাটক্লিপের দশাও ছিল একই রকম। বাঁহাতি এ ব্যাটসম্যান প্রথম ছয় টেস্টের মধ্যে সাতবার পঞ্চাশ পেরোনো ইনিংস খেলার পর সপ্তম টেস্টে আউট হয়ে গিয়েছিলেন যথাক্রমে ২০ ও ১১ রানে, ম্যাচটি হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে।

সপ্তম টেস্টে ফিফটির দৌড় থেমে যাওয়া বাকি দুটি ঘটনাই ছিল ঢাকার মাটিতে, কাকতালীয়ভাবে একই ম্যাচে। ১৯৫৯ সালের মার্চে তৎকালীন ঢাকা স্টেডিয়াম (বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম) মুখোমুখি হয়েছিল পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজ। আগের ছয় টেস্টেই অন্তত একটি পঞ্চাশ‍+ ইনিংস খেলা সাঈদ আহমেদ পাকিস্তানের হয়ে আর বাসিল বুচার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে নেমেছিলেন। সাঈদ প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ২২–এ থেমে যান। আর বুচার আউট হন ১১ ও ৮ রান করে। সাঈদ, বুচার ও সাটক্লিপ থেকে শুরু করে গাভাস্কারও যা পারেননি, আজ কলম্বোয় সেটিই করে দেখান শাকিল। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ