২৯ বছর পর শ্রীলঙ্কাকে হোয়াটওয়াশ পাকিস্তানের
২৭ জুলাই ২০২৩, ১০:২৬ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম

প্রথম ইনিংসেই ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের গতিপথ। লঙ্কানদের অল্প রানে গুটিয়ে রানের পাহাড় গড়ে ম্যাচ মুঠোয় নিয়ে নিয়েছিল বাবর আজমের দল। চরম বিপাকে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। নোমান আলির বাঁহাতি স্পিনে কাবু হয়ে কোন লড়াই জমাতে পারেনি তারা। বিশাল জয়ে তাই সিরিজও নিশ্চিত করল সফরকারীরা। গতকাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে এক দিন আগেই শেষ হলো দ্বিতীয় টেস্ট। তাতে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। গল টেস্টেও জয় থাকায় ২-০ ব্যবধানে সিরিজও জিতেছে পাকিস্তান। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে নিজেদের প্রথম সিরিজ থেকে পুরো ২৪ পয়েন্ট তুলে পাকিস্তান উঠে গেছে টেবিলের শীর্ষে।
শ্রীলঙ্কার ১৬৬ রানের জবাবে ৫৭৬ রান তুলে ইনিংস ছেড়ে জেতার রাস্তা খুঁজে নেয় পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসেও দুশো করতে পারেনি তারা। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের লড়াইয়ের পরও ১৮৮ রানে থেমেছে তারা। এতে দুই টেস্টের সিরিজে ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতিতে পড়ল দিমুথ করুনারতেœর দল। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়ে ৭০ রানে ৭ উইকেট নেন নোমান। দুই দলের দুই বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে এ নিয়ে দশমবার সিরিজ জিতল পাকিস্তান। আর শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে সিরিজ জিতল ২৯ বছর পর, সর্বশেষটি ছিল ১৯৯৪ সালে।
৫ উইকেটে ৫৬৩ রান নিয়ে দিন শুরু করে আর ১৩ রান যোগ করেই ইনিংস ছেড়ে দেয় পাকিস্তান। লিড নিয়ে নেয় ৪১০ রানের! যে উইকেটে আব্দুল্লাহ শফিক, আগা সালমানরা রানের ফোয়ারা বইয়ে দিলেন সেখানে সব কিছুই যেন ধাঁধার মত লাগল লঙ্কান ব্যাটারদের। প্রথম ইনিংসে আবরার আহমেদের লেগ স্পিনের পাশাপাশি নাসিম শাহ, শাহীদ আফ্রিদির পেস হয়েছিল ভোগান্তির কারণ।
দ্বিতীয় ইনিংসে নোমানের বাঁহাতি স্পিনের হিসাবই মেলেনি করুনারতেœদের। গতির ঝড়ে নাসিমও নিয়েছেন ৩ উইকেট। বিশাল রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে শুরুটা হয়েছিল ভালো। নিশান মাদুশকাকে নিয়ে ১৮ ওভার পার করে দিয়েছিলেন করুনারতেœ। ৬৯ রানের উদ্বোধনী জুটি থামেন নোমানের বলে মাদুশকার স্টাম্প ভাঙলে। ৭২ বলে ৩৩ করে যান তিনি। কুশল মেন্ডিসকে নিয়ে এরপর প্রতিরোধের চেষ্টা করলেও নিজের ফিফটির আগে ফেরেন লঙ্কান অধিনায়ক। ৬১ বলে তিনি করেন ৪১ রান। মেন্ডিসও থিতু হওয়ার আগেই বিদায়।
চারে নেমে ম্যাথুস আর আউট হননি। বাকিদের সবার আসা যাওয়ার মাঝে ৬৩ রানে অপরাজিত থেকে যান তিনি। তার পরের ব্যাটারদের কেউই থিতু হতে পারেননি। দীনেশ চান্দিমাল। ধনঞ্জয়া ডি সিলভা, সাদেরা সামারাবিক্রমারা দলকে করেছেন হতাশ। ৩ উইকেটে ১০৯ থেকে ১৮৮ রানেই থেমে যেতে হয় তাদের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ১৬৬ ও ১৮৮ (ম্যাথুজ ৬৩*, করুনারতেœ ৪১, মাদুশকা ৩৩; নোমান ৭/৭০, নাসিম ৩/৪৪)।
পাকিস্তান প্রথম ইনিংস : ৫৭৬/৫ ডিক্লে. (শফিক ২০১, সালমান ১৩২*, শাকিল ৫৭; আসিতা ৩/১৩৩, জয়াসুরিয়া ২/১৯৪)।
ফল : পাকিস্তান ইনিংস ও ২২২ রানে জয়ী।
ম্যাচ সেরা : আব্দুল্লাহ শফিক (পাকিস্তান)।
সিরিজ : পাকিস্তান ২-০ ব্যবধানে জয়ী।
সিরিজ সেরা : আগা সালমান (পাকিস্তান)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

মেট্রোরেল বন্ধের হুমকি কোন ষড়যন্ত্রের আভাস? উত্তাল সোশ্যাল মিডিয়া!

হাত প্রতিস্থাপনে চিত্রশিল্পী পেলেন আশ্চর্য পুনর্জন্ম

ইউক্রেনে ন্যাটো সেনা মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত নিয়ে রায় বৃহস্পতিবার

সহিংসতার অভিযোগে মার্কিন কনটেন্ট ক্রিয়েটর মলি গ্রেফতার

গফরগাঁও আ.লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে লঞ্চ, ট্রলার চলাচলে মুখরিত নদী আজ ফসলের মাঠ

কাশিয়ানীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

তিন দিনের ডিসি সম্মেলনে ওঠে এলো যেসব দিক নির্দেশনা

বারিকুলের লাশ ১৩ দিন পর ফেরত দিল বিএসএফ

ফেনী সীমান্তে রাতের আঁধারে বিএসএফের বাঙ্কার খনন, আবারও উত্তেজনা

রমজান উপলক্ষে বিএনপিকে সউদী বাদশাহর খেজুর উপহার

দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

বান্ধবীকে বিয়ে করলেন সঙ্গীত তারকা অনুভ জেইন

পোপ ফ্রান্সিসের উভয় ফুসফুসে নিউমোনিয়া

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি: আসিফ আকবর

গাজা রাজনৈতিক দর-কষাকষির উপকরণ নয়: চীন

দীপু মনির ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের প্রমাণ পেয়েছে দুদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তীতে প্যারিস মাতাবেন বাংলাদেশি শিল্পীরা

কারওয়ান বাজারে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, ম্যানেজার আটক