শুরুর আগেই সূচিতে পরিবর্তন!
২৮ জুলাই ২০২৩, ১০:৪২ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি ১৫ অক্টোবরের বদলে আগের দিন খেলতে চায় ভারত, এর মধ্যেই সূচিতে পরিবর্তন করার কথা বললেন জয় শাহ। অনেক দেরিতে দেওয়া বিশ্বকাপের সূচিতে রয়ে গেছে কিছু ফাঁক-ফোকর, তাই পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে বলেও জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব। এ নিয়ে আইসিসির সঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন জয় শাহ।
পরিবর্তনগুলোর মধ্যে এটি থাকছে কিনা, সেটা খোলাসা করেননি তিনি। এমনকি সূচিতে বদল আনতে চাওয়া কোনো দলের নামও উল্লেখ করেননি তিনি। দিল্লিতে গতপরশু বিসিসিআইয়ের সভার পর সাংবাদিকদের ভারতীয় বোর্ডের সচিব বলেন, কয়েকটি বোর্ড লজিস্টিক সমস্যার কথা উল্লেখ করে তাদের চিঠি দিয়েছে, ‘বিশ্বকাপ সূচিতে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি পূর্ণ সদস্য দেশ সূচিতে দুই বা তিনটি তারিখে পরিবর্তন করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। আমরা আইসিসির সঙ্গে কাজ করছি, দুই বা তিন দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার করতে সক্ষম হব।’
ভারত-পাকিস্তান ম্যাচের সূচি নিয়ে কোনো সমস্যা নেই, বললেন জয় শাহ, ‘নিরাপত্তা নিয়ে যদি কোনো সমস্যা থাকত, তাহলে ম্যাচটি সেখানে (আহমেদাবাদে) দেওয়া হলো কেন। অক্টোবর ১৪-১৫ কোনো সমস্যা না। লজিস্টিক চ্যালেঞ্জের কথা জানিয়ে দুই বা তিনটি বোর্ড সূচিতে পরিবর্তন করতে লিখিতভাবে বলেছে। কিছু (দলের) ম্যাচ আছে যেখানে মাত্র দুই দিনের গ্যাপ, তাই একটি ম্যাচ খেলে পরের দিন ভ্রমণ করে (আবার খেলা) কঠিন হবে।’
তবে ভেন্যুতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন জয় শাহ। কিছু দলের ম্যাচের মাঝে ছয় দিনের গ্যাপ আছে, সেটা চার-পাঁচ দিনে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আর যে দলগুলোর ম্যাচের মাঝে খুব বেশি গ্যাপ নেই, সেই জায়গা নিয়ে কাজ করা হচ্ছে। আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডের বিশ্বকাপের ত্রয়োদশ আসর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ