পুরান তান্ডবে নতুন চ্যাম্পিয়ন মুম্বাই
৩১ জুলাই ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম
১৮৪ রান তাড়ায় শূন্য রানেই বিদায় এক ওপেনারের। প্রথম ওভারেই ক্রিজে গিয়ে ইমাদ ওয়াসিমের একটি বল শুধু দেখলেন নিকোলাস পুরান। দ্বিতীয় বলটি উড়িয়ে মারলেন তিনি মিড উইকেট দিয়ে, পরেরটি আছড়ে ফেললেন সাইটস্ক্রিনে। সেই যে শুরু হলো, আর থামাথামি নেই! বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনীতে গুঁড়িয়ে দিলেন প্রতিপক্ষের বোলিং। ম্যাচ শেষ করে দলকে শিরোপা জিতিয়ে অপরাজিত থেকেই ফিরলেন পুরান। তার নামের পাশে তখন জ্বলজ্বল করছে ১০ চার ও ১৩ ছক্কায় ৫৫ বলে ১৩৭!
পুরানের বিস্ফোরক এই ইনিংসেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের শিরোপা জিতল এমআই (মুম্বাই ইন্ডিয়ান্স) নিউ ইয়র্ক। আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল এটি। বাংলাদেশ সময় গতকাল সকালে ডালাসে এই ম্যাচে কুইন্টন ডি ককের ৫২ বলে ৮৭ রানের ইনিংসে সিয়াটল ওর্কাস ২০ ওভারে তোলে ১৮৩ রান। রান তাড়ায় পুরানের রান উৎসবে নিউ ইয়র্ক ২৪ বল বাকি রেখেই জিতে যায় ৭ উইকেটে। এই ম্যাচ ও পুরানের এমন ইনিংস অবশ্য রেকর্ড বইয়ে থাকবে না। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের আসর নয় এই টুর্নামেন্ট।
৬ দলের টুর্নামেন্টে প্রাথমিক পর্বে ৫ ম্যাচের মধ্যে মাত্র ২টি জিতে চতুর্থ স্থানে থেকে কোনোরকমে শেষ চারে জায়গা করে নিয়েছিল নিউ ইয়র্ক। তারাই পরে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে শেষ পর্যন্ত জিতে নিল ফাইনালও। প্রাথমিক পর্বের পর এই শেষ তিন ম্যাচে দলটি পায়নি তাদের নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ডকে। ভারপ্রাপ্ত দায়িত্বে দলকে ট্রফি এনে দিলেন পুরান। আগের দুই ম্যাচে দল জিতলেও তিনি রান পাননি। ফাইনালে নিজে জ্বলে উঠেই দলকে এনে দিলেন শিরোপা।
টস হেরে ব্যাটিংয়ে নামা সিয়াটলের ইনিংসকে এগিয়ে নেন ম‚লত ডি ককই। ৩৪ বলে ফিফটি করেন তিনি। সেঞ্চুরির সম্ভাবনাও জাগান ভালোভাবেই। ৯ চার ও ৪ ছক্কায় তার ৮৭ রানের ইনিংস থামে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে। ভালো কিছু করতে পারেননি শেহান জয়াসুরিয়া, হাইনরিখ ক্লাসেন, ইমাদ ওয়াসিমরা। মিডল অর্ডারে যুক্তরাষ্ট্রের শুভাম রাঞ্জানে করেন ১৬ বলে ২৯, শেষ দিকে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ড ডোয়াইন প্রিটোরিয়াস করেন ৭ বলে ২১। সিয়াটলের রান ১৮০ ছাড়িয়ে গেলেও নিউ ইয়র্কের আফগান লেগ স্পিন তারকা রশিদ খান ৪ ওভারে স্রেফ ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। বোল্ট ৩ উইকেট নেন ৩৪ রান দিয়ে।
রান তাড়ায় তৃতীয় বলেই ওপেনার স্টিভেন টেইলরকে বোল্ড করে দেন ইমাদ ওয়াসিম। পুরান তিনে নেমে প্রথম বলে রান নিতে পারেননি। পরের দুই বলেই মারেন ছক্কা। তার ধ্বংসযজ্ঞ আরও বাড়ে সময়ের সঙ্গে। তৃতীয় ওভারে প্রিটোরিয়াসকে টানা পাঁচ বলের মধ্যে মারেন তিন ছক্কা ও দুই চার। ক্যামেরন গ্যাননের বলে টানা দুই ছক্কায় ফিফটি স্পর্শ করেন ১৬ বলেই। এবারের আসরের যা দ্রæততম পঞ্চাশ। আরেক প্রান্তে ওপেনার শায়ান জাহাঙ্গির আউট হয়ে গেলেও পুরান চাপটুকু উড়িয়ে দেন অ্যান্ড্র টাইকে এক ওভারে তিন ছক্কা মেরে। দ্বিতীয় উইকেট জুটিতে রান আসে ২৭ বলে ৬২, যেখানে জাহাঙ্গিরের রান স্রেফ ১১ বলে ১০। তৃতীয় উইকেট জুটির রান ৪৪ বলে ৭৫, যেখানে ডেওয়াল্ড ব্রেভিসের অবদান কেবল ১৮ বলে ২০। চতুর্থ উইকেটে ২২ বলে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে টিম ডেভিডের রান ৯ বলে ১০। সব জুটিতেই পুরানের ব্যাট ছিল এতটাই উত্তাল।
ব্রেভিস রান আউট হয়ে গেলেও টিম ডেভিডকে সঙ্গে নিয়ে দলকে জয়ের ঠিকানায় নিয়ে যান পুরান। সেঞ্চুরি স্পর্শ করেন তিনি ৪০ বলে। হারমিত সিংয়ের বলে টানা তিন ছক্কায় দলকে এগিয়ে নেন জয়ের কাছে। তার বাউন্ডারিতেই শেষ হয় ম্যাচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত