টেস্ট র্যাঙ্কিংয়ে রুট-স্মিথ-বাবরের উন্নতি
০২ আগস্ট ২০২৩, ০৬:৩৩ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ০৬:৪৫ পিএম
সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে ভালো খেলার পুরস্কার পেলেন জো রুট। টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন এই ইংলিশ। দুই ধাপ করে এগিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও পাকিস্তানের বাবর আজম।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যন্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার চেয়ে ২৪ রেটিং পিছিয়ে রুট (৮৫৯)। ওভালে অ্যাশেজের শেষ টেস্টে ৪৯ রানে জয়ের ম্যাচে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। একই ম্যাচে দুই ইনিংসেই ফিফটি করা স্মিথ উঠেছেন তিনে।
শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ও শেষ টেস্টে ৩৯ রান করা বাবর আছেন চারে। ওভালে দুই ইনিংসেই ব্যর্থ মার্নাস লাবুশেন নেমে গেছেন পাঁচে। তিন ধাপ পিছিয়েছেন তিনি। সতীর্থ ট্রাভিস হেড দুই ধাপ পিছিয়ে ছয়ে। এক ধাপ এগিয়ে সাতে অজি ওপেনার উসমান খাওয়াজা। ভারতের রোহিত শর্মাকে দশে ঠেলে নয়ে উঠে এসেছেন আরেক ইংলিশ হ্যারি ব্রুক। এগিয়েছেন তার সতীর্থ জনি বেয়ারস্টো (১৭তম) ও জ্যাক ক্রলি (২৯তম)।
শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারানো কলম্বো টেস্টে দ্বিশতক করা পাকিস্তানের আবদুল্লাহ শফিক ২৭ ধাপ এগিয়ে ২১তম স্থানে। ফিফটি করে চার ধাপ এগিয়েছেন মোহাম্মদ রিজওয়ান (২৯তম)। সেঞ্চুরি উপহার দেওয়া আঘা সালমানের উন্নতি ২৩ ধাপ, আছেন ৩৫ নম্বরে। বাংলাদেশী হিসেবে এই তালিকার সবার উপরে থাকা লিটন কুমার দাশ আছেন ১৮ নম্বরে।
এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষেই আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দুই ধাপ এগিয়ে তিনে তার সতীর্থ রবীদ্র জাদেজা। দুইয়ে দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। দুই ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে চারে থেকে টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। ওভাল টেস্ট দিয়ে পেশাদার ক্রিকেট থেকে বিদায় নেন তিনি।
ইংলিশ পেসার মার্ক উড ও ক্রিস ওকসেরও উন্নতি হয়েছে। সিরিজে মোট ২৩ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে আছেন দ্বাদশ স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে দুই ইনিংসে ৬ উইকেট নেওয়া পাকিস্তানি পেসার নাসিম শাহ ৭ ধাপ উপরে ওঠে এখন ৩৭ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার নোমান আলির উন্নতি ১৩ ধাপ, অবস্থান ৪২তম।
এই সংস্করণে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। যথারীতি চূড়ায় ভারতের রবীন্দ্র জাদেজা। এরপর আছেন যথাক্রমে আশ্বিন, বাংলাদেশের সাকিব আল হাসান, ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ও ভারতের অক্ষর প্যাটেল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়