সাকিবই হচ্ছেন অধিনায়ক, তবে...
০৬ আগস্ট ২০২৩, ১০:০২ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
গত কয়েক দিনে দেশের ক্রীড়াঙ্গণে সবচাইতে বেশিবার উচ্চারিত প্রশ্ন নিঃসন্দেহে- ‘কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি ওয়ানডে অধিনায়ক?’ হঠাৎ করেই তিন দিন আগে এই সংস্করণের দলনেতার দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল। এর পর থেকেই মূলত সকল ক্রীড়ামোদীদের মনে বার বার উচ্চারিত হচ্ছে এই প্রশ্নটি। তাতে দ্বিধাবিভক্তি থাকলেও অধিকাংশের মতে সাকিব আল হাসানই হতে যাচ্ছেন পরবর্তি ওয়ানডে অধিনায়ক। যদি তেমনটা হয়, তবে ফের আরেকবার তিন সংস্করণে এক অধিনায়ক যুগে প্রবেশ করবে বাংলাদেশ।
এশিয়া কাপ শুরুর বাকি আর কয়েক সপ্তাহ। বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি ঠিক দুই মাস। কিন্তু এখনও নিশ্চিত নয়, বড় দুটি টুর্নামেন্টে কার নেতৃত্বে খেলবে বাংলাদেশ। বছরখানেক ধরে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। ওয়ানডে অধিনায়কত্ব থেকে তামিমের পদত্যাগের পর এখন তিন সংস্করণেই দায়িত্ব পাওয়ার হাতছানি তার সামনে। দৌড়ে আছেন ওয়ানডের সহ-অধিনায়ক লিটন দাসও। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করতে চায় বিসিবি। তামিমের অধিনায়কত্ব ছাড়ার সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক ঠিক করার জন্য ৪-৫ দিন সময় লাগবে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রায় ৪৮ ঘণ্টা পর তিনি জানালেন, এই বিষয়ে বোর্ডের এখনও কোনো আলোচনা হয়নি।
গতপরশু রাতে আবাহনী প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনের আয়োজন শেষে ধানম-ির ক্লাবটিতে সংবাদমাধ্যমের সামনে ওয়ানডে অধিনায়কত্বের বিষয়ে বিসিবির অবস্থান ও ভাবনা তুলে ধরেন নাজমুল হাসান, ‘(অধিনায়কত্ব নিয়ে) এখনও আলাপ হয়নি। একটু বিরতি দিয়ে, সময় নিয়ে চিন্তা করতে হবে। আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, তাহলে যে সহ-অধিনায়ক, তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আমাকে এখন দীর্ঘ মেয়াদে চিন্তা করতে হবে। মানে দুটি সমস্যা, একটা দীর্ঘমেয়াদি চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে, বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। নতুন কাউকে হঠাৎ বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না... আবার যদি দীর্ঘ মেয়াদে চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানাব, দেখা যাবে এক বছর পর হয়তো সে থাকবে না। তো লং টার্ম হবে কিভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করেই একটা সিদ্ধান্তে আসতে হবে।’
এদিনই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবই হতে পারেন সেরা পছন্দ। বিসিবি সভাপতির ভাবনাও অভিন্ন। তবে মূলত ৩৬ বছর বয়সী সাকিব আর কতো দিন খেলবেন এই নিয়ে ভাবছে বিসিবি। কমপক্ষে দুই বছর না খেললে কদিন পর আবারও অধিনায়ক নিয়ে ভাবতে হবে তাদের। তাই সাকিবের পরিকল্পনা জানার পরই এ নিয়ে সিদ্ধান্ত নিতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সরাসরি সাকিবের নাম ঘোষণা করার আগে কিছু বিষয় আলোচনার প্রয়োজন বলে জানালেন নাজমুল হাসান, ‘সাকিবের নাম আসা তো খুব স্বাভাবিক। এটা অবধারিত পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন, দুই বছর খেলবে সাকিব? ওর পরিকল্পনা জানি না তো! ওর সাথেও তো কথা বলতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ সমাধান হচ্ছে, সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’
অবশ্য প্রক্রিয়া অনুসরণ করলে সাকিবেরও আগে বিবেচনায় আসার কথা লিটনের নাম। গত মাসেই তাকে সহ-অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। এখন নিয়মিত অধিনায়ক সরে দাঁড়ানোয় স্বয়ংক্রিয়ভাবে দায়িত্ব পাওয়ার কথা লিটনের। তবে এক্ষেত্রে লিটনের ব্যাটিং নিয়ে দুর্ভাবনার জায়গা তৈরি হতে পারে বলে মনে করেন বিসিবি সভাপতি, ‘যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ সমাধান। শুধু সমস্যা হলো দ্বিপাক্ষিক সিরিজ এক জিনিস, বিশ্বকাপ আরেক জিনিস। ওইটা (অধিনায়কত্ব) আবার ওর ব্যাটিংয়ে কোনো প্রভাব রাখে কি না, বিশ্বকাপের মতো জায়গায় এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়ো করে নয়। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোছাঃ ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে