ভাবনায় নেই আফিফ-মাহমুদউল্লাহ
১১ আগস্ট ২০২৩, ০৯:৪৮ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
অধিনায়কের নাম ঘোষণা হয়ে গেছে। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। গতকাল বিসিবির সভাপতি নাজমুল হাসান গুলশানে তার নিজের বাসভবনে এ ঘোষণা দেওয়ার পর অধিনায়কত্ব নিয়ে আলোচনার ইতি ঘটল। এবার এশিয়া কাপের দল ঘোষণার অপেক্ষা। আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দল ঘোষণার শেষ দিন আজ। বোর্ড প্রধানও এদিন নিশ্চিত করেছেন, আজই নির্বাচকেরা এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করবেন।
যদিও নাজমুল হাসান সে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করেননি। নির্বাচকদের হয়ে তিনিই যেন দল ঘোষণার কাজটা সেরে ফেললেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন, ‘আমার ধারণা এটা মনে হয় মোটামুটি ক্লোজ (এশিয়া কাপের স্কোয়াড) হয়ে গেছে। অন্তত চারটা পেসার নিয়ে যাবে। আমাদের পাঁচজন থেকে যেকোনো চারজন যাবে। আবার এমনও হতে পারে পাঁচজন নেবে। নিতে হবে কিন্তু ১৭ জন। বিশ্বকাপে নিশ্চিত পাঁচজন নিয়ে যাব পেসার, মানে এটা আমার ধারণা। যে ধরনের উইকেটে খেলা হবে, তাই করবে। তারপরও ধরছি চারজন নেবে।’
দলে স্পিনার কে কে থাকবেন, সেটাও জেনে নিন, ‘স্পিনার আমাদের সাকিব আছে, মিরাজ আছে; তারপর একটা অতিরিক্ত স্পিনার নিতে হবে অবশ্যই। তাইজুল আর নাসুম আছে। সংক্ষিপ্ত ফরম্যাটে আমার ধারণা নাসুমেরই সম্ভাবনা বেশি। এখানে আরেকটা চলে গেল। পাঁচটা চলে গেল। এদের ছাড়া, আমি মিরাজ ও সাকিবের নাম বলেছি; তাহলে সাতজন হয়ে গেল। আমার একটা ওপেনার বাকি, তওহিদ হৃদয়-শান্ত-মুশফিক বাকি আছে। এদের বাদ দিয়ে তো আর করা যাবে না।’
অতিরিক্ত ক্রিকেটারদের প্রসঙ্গেও কথা বলেছেন বোর্ড প্রধান, ‘অতিরিক্ত প্লেয়ার কাকে নেব, এটা জিজ্ঞেস করতে পারেন। আমি মনে করি, এখানে আফিফ আছে, মাহমুদউল্লাহ আছে, শামীম পাটোয়ারি আছে। ১৭ জনের বাইরে। আমার ১৭ শেষ আগেই। তারপরও আপনাদেরকে বলছি। আপনারা যে কাকে বাদ দিতে চাচ্ছেন, সেটা আমি জানি না। আপনারা যখন নামগুলো বলেন, বুঝি না কেন। ধরেন এদের আমার দলে ঢোকাতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও হতে পারে।’
আগের দিনই বাংলাদেশ দলের নির্বাচকেরা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বৈঠক করে এশিয়া কাপের দল সাজিয়েছেন। এরপর বোর্ড প্রধানের কাছ থেকে সে দলের অনুমোদন নেওয়া হয়। গতকাল সেই নাজমুল হাসান নিজেও নির্বাচকসুলভ আচরণ করলেন। যদিও এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেটে নতুন নয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক