চাপে ভেঙে পড়েন অধিনায়ক রোহিত: শোয়েব আখতার
১৯ আগস্ট ২০২৩, ০৩:৫৫ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ০৩:৫৫ পিএম
ক্রিকেটার রোহিত শর্মার মধ্যে প্রতিভার ঘাটতি দেখেন না শোয়েব আখতার। এমনকি বিরাট কোহলির চেয়েও রোহিত বেশি প্রতিভাবান বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই বোলার। কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার গুন তার মধ্যে খুব একটা দেখেন না শোয়েব। সাবেক এই স্পিড স্টারের মতে, চাপের সময় রোহিত ভেঙে পড়েন।
ভারতের ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের সঙ্গে শুক্রবার ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’ শো-তে ক্রিকেটের নানান দিক নিয়ে কথা বলেন শোয়েব। সেখানেই ওঠে রোহিতের অধিনায়কত্বের প্রসংগ। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেন্দ্রসিং ধোনির মতো দলতে আগলে রাখার ক্ষমতা রোহিতের নেই বলে মনে করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
“একসময় একজন ছিল, গোটা দলের চাপ যে নিজের ওপর নিয়ে নিত, সে হলো ধোনি। একজন অধিনায়কই কেবল গোটা দলকে আড়াল করতে পারেন, আগলে রাখতে পারেন। রোহিত দারুণ এক ছেলে, কিন্তু অধিনায়কত্বে সে ভেঙে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে। এসব হয়তো খুব রূঢ় শোনাচ্ছে। তবে আমার মনে হয় না তার অধিনায়কত্ব নেওয়া উচিত হয়েছে।”
“এমনকি ভিরাট কোহলিও তার মতো এতটা প্রতিভাবান নয়। তার টাইমিং যেমন, যেসব শট সে খেলতে পারে… সে ধ্রুপদি এক ব্যাটসম্যান। কিন্তু নেতৃত্বের জন্য সে কি উপযুক্ত? বেশির ভাগ সময়ই এই প্রশ্ন জাগে আমার। কঠিন পরিস্থিতিতে কি সে ভালোভাবে সাড়া দিতে পারে? এই প্রশ্ন জাগে আমার। তার নিজের মনেও এই প্রশ্ন জাগা উচিত।”
ভারতের টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে আছেন রোহিত। আসছে বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবেন বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ারা। আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও তাকে এখনও সরানো হয়নি। যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত, কোহলিরদের আর দেখা যায়নি ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলতে। এই সংস্করণে আপাতত দলকে নেতৃত্ব দিচ্ছেন পান্ডিয়া।
আইপিএলে রোহিত সফলতম অধিনায়ক হলেও জাতীয় দলে এখনও পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে তার দল বিদায় নেয় ইংল্যান্ডের বিপক্ষে উড়ে গিয়ে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারে অস্ট্রেলিয়ার কাছে।
নেতৃত্বে আস্থা না থাকলেও বিশ্বকাপ জয়ের মত সামর্থ্য রোহিতের আছে বলে মনে করেন সর্বকালের সবচেয়ে গতিময় বোলারদের একজন শোয়েব। তবে তার মতে, নেতৃত্বের দুর্বলতার কারণে ১০ বছর ধরে কোনো আইসিসি ট্রফি জিততে পারছে না ভারত।
“কোনো সংশয় নেই, বিশ্বকাপ জয়ের সামর্থ্য তার আছে। কারণ দেশের দর্শকের সমর্থন তার থাকবে। ভালো ও প্রতিভাবান দলও আছে তার। আমাকে ভুল প্রমাণিত করুক, সবাইকে ভুল প্রমাণ করুক… আমি নিশ্চিত সেই সামর্থ্য তার আছে।”
“তবে আমার মনে হয়, ২০১৩ সালের পর থেকে ভারতীয় অধিনায়কেরা চাপের মধ্যে ভেঙে পড়েছে, এমনকি কোহলির সময়ও। কোহলি অতি আগ্রাসী হয়ে উঠত, রোহিত চাপে অস্থির হয়ে পড়ে।”
রোহিতের নেতৃত্বে ৯ টেস্টের ৫টি জিতেছে ভারত, ২৭ ওয়ানডের মধ্যে জিতেছে ২০টিতেই। টি-টোয়েন্টিতে ৫১ ম্যাচের ৩৯টিতেই এসেছে জয়। এই সংস্করণে সাফল্যের হারে ধোনি, কোহলি কিংবা পান্ডিয়ার চেয়ে এগিয়ে রোহিত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারলে নোবেল পাওয়া উচিৎ : মাত্তেও সালভিন
গাজায় বর্বর হামলা অব্যাহত, নিহত আরও ৪৪ ফিলিস্তিনি নিহত
আজ থেকে রাজধানীর ১৩ স্থানে সুলভমূল্যে মিলবে ডিম
আজ শহীদ নূর হোসেন দিবস
অসুস্থ পলক ঢামেক হাসপাতালে ভর্তি
যশোর আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী দম্পতিকে জিম্মি করে চাঁদা আদায়, আটক ১
কাউন্সিলর কাশেম মোল্লা ৯ বছরে শতকোটি টাকার মালিক
শেখ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী গ্রেপ্তার
রাজধানীর আ. লীগ কার্যালয় থেকে আটক ১
রাজধানীর জিরো পয়েন্টে ছাত্রদলের মিছিল
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত
মধ্যরাতে হানিফ ফ্লাইওভারে চলন্ত ট্রাকে আগুন
যশোর জেনারেল হাসপাতালে টেন্ডার নিয়ে তত্বাবধায়ক লাঞ্ছিত, ২ নেতা বহিষ্কার
সল্টের বিধ্বংসী শতকে উড়ে গেল উইন্ডিজ
নুনেজ-সালাহ নৈপুণ্যে জিতে পয়েন্ট ব্যবধান বাড়াল লিভারপুল
ছন্দ হারানো সিটি হারল ব্রাইটনের কাছেও
হাঁটুর চোটে মৌসুম শেষ মিলিতাওয়ের
ভিনির হ্যাটট্রিক,বেলিংহ্যামের গোলে ফেরার রাতে রিয়ালের জয়
রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল শ্রীলঙ্কা
শারজাহতে ৩৪ বছরের অপেক্ষা ঘোচালেন শান্ত