বিশ্বকাপ ভাবনায় মাহমুদউল্লাহ!
২৪ আগস্ট ২০২৩, ১০:০১ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১২:০৬ এএম
এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছেন প্রস্তুতি ম্যাচ। ম্যাচটা শুরুতে ৪৫ ওভারের হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি এখন হচ্ছে ৪০ ওভারের। নতুন করে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর সাকিব আল হাসান গতকাল প্রথম মাঠে এলেও তিনি অবশ্য খেলেন নি প্রস্তুতি ম্যাচ। অধিনায়ক সাকিব ম্যাচের আগে ড্রেসিংরুমে সভায় বসেছিলেন ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে। এশিয়া কাপের দলে না থাকলেও সভায় ছিলেন মাহমুদউল্লাহ, সৌম্য সরকারও। সেখানে সাকিব সবার প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে কে কোন অবস্থায় আছেন, বোঝার চেষ্টা করেছেন। খেলোয়াড়দের কার ওয়ার্কলোড কোন অবস্থায় আছে, কথা হয়েছে এ নিয়েও। এশিয়া কাপের প্রস্তুতি থেকে বাংলাদেশ দল খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনায় ব্যবহার করছে জিপিএস প্রযুক্তি। সাকিবকেও খেলোয়াড়দের অবস্থা জানানো হয়েছে জিপিএস প্রযুক্তির তথ্য ব্যবহার করে।
এ মাসের প্রথম দিকে বাংলাদেশ দল যখন এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে, সাকিব তখন ব্যস্ত ছিলেন দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে পরে যোগ দেন শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে। এ দুই টুর্নামেন্টের জন্য ২০ আগস্ট পর্যন্ত ছুটিতে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। শ্রীলঙ্কা থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন ২২ আগস্ট। এরপর আজই প্রথম এলেন অনুশীলনে। তবে শেষ পর্যন্ত আর অনুশীলন করেননি। বৃষ্টির পর অন্য খেলোয়াড়েরা প্রস্তুতি ম্যাচ খেলতে নামলেও সাকিব ছেড়ে যান স্টেডিয়াম। ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।
এদিকে, স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের নিয়ে কদিন ধরেই চলছে আলাদা ক্যাম্প। জাতীয় দলের অনুশীলনে যেমন তীব্রতা থাকে একই মানের অনুশীলন নিশ্চিত করা হচ্ছে এই ক্যাম্পে। বিশ্বকাপের ব্যাকআপ খেলোয়াড় প্রস্তুত রাখতে এই ক্যাম্প চলবে বিশ্বকাপ অবধি। বিশেষ এই ক্যাম্প পরিচালনায় আছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। এশিয়া কাপের রিজার্ভ তালিকায় থাকা দুই ক্রিকেটার তাইজুল ইসলাম, সাইফ হাসানের সঙ্গে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, খালেদ আহমেদ, জাকির হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ক্যাম্প পরিচালনায় থাকা সোহেল জানান, আপাতত ৩ তারিখ পর্যন্ত চললেও এই ক্যাম্পে ধাপে ধাপে বিশ্বকাপ পর্যন্তই চালু থাকবে, ‘৩ তারিখ পর্যন্ত, আমার কাছে মনে হয় এটা বিশ্বকাপ পর্যন্ত চলবে, কারণ এর মধ্যে নিউজিল্যান্ড সফর আছে, তারপর বিশ্বকাপে যাবে। তো এটা সব সময় ব্যাকঅপে যারা ফোকাস আছে, যাদের সম্ভাবনা আছে তারা সব সময় এখানে অনুশীলন করবে।’ জাতীয় দলের সঙ্গে মিল রেখেই অনুশীলনের ছক সাজিয়েছেন সোহেল, ‘এ অনুশীলনটা এভাবে সাজানো হয়েছে, যেন জাতীয় দলের যে তীব্রতা থাকে, মাত্রা থাকে, সেভাবেই যেন অনুশীলন করে তারা তৈরি থাকে, পিক হলে যেন জাতীয় দলে গিয়ে খুব তাড়াতাড়ি কোপ করতে পারে। এখানে আসলে দুভাবে প্রস্তুতি নিচ্ছে। একটা হচ্ছে স্কিলে, টেকনিক্যাল জিনিস যে কিছু জায়গায় যেসব চ্যালেঞ্জগুলো তারা চিন্তা করছে, সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে কে নতুন বলে খেলবে কীভাবে খেলবে এসব। এখানে ফিল্ডিং অনুশীলন চলছে। স্কিলের সাথে সাথে ফিটনেসটাও আসলে জাতীয় দলে যেভাবে চলছে এটাও ওই ইনসেন্টিসেতে চলছে।’
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর অনুশীলনে দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে বিকল্প খেলোয়াড়ের তালিকায় আছেন এই অলরাউন্ডারও। গত দুইদিন অবশ্য বাকি সাতজন অনুশীলনে এলেও মাহমুদউল্লাহ ছিলেন না। তিনিও অনুশীলনে ফিরেছেন গতকাল। একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে গত দুদিন অনুশীলন ক্যাম্পে ছিলেন না মাহমুদউল্লাহ। তার মা অসুস্থ ছিলেন। ফিল্ডিং অনুশীলন করে বেশ কিছুক্ষণ একাডেমি মাঠে ব্যাটিং করলেন এদিন। সঙ্গী তখন মোসাদ্দেক, তাইজুল ও জাকির। দুই দিন আগেই বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভিসা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে তালিকায় আছেন সৌম্যও। বেশ কদিন ধরেই অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ব্যাটার। এদিন ওয়ার্মআপ, ফিল্ডিং ও নেটে ব্যাটিংয়ে ঘাম ঝরালেন মারমুখী এই ওপেনার।
সময়টা যদিও তার অনুকূলে নেই। জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া লিগ কিংবা ‘এ’ দলের হয়েও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবু সৌম্যকে জাতীয় দলের আশপাশে রাখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কারণ, সৌম্যর রুদ্ররূপটা প্রথম মেয়াদে দেখে গেছেন এই শ্রীলঙ্কান কোচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের