চিন্তা বাড়লো বোলারদের, বিশ্বকাপে হচ্ছে ব্যাটিং সহায়ক উইকেট
২৫ আগস্ট ২০২৩, ১০:২৮ এএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১০:২৮ এএম
বলা হয়ে থাকে, ভারতের উইকেট ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। আসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সেই উইকেটকে আরও ব্যাটিং সহায়ক করার জন্য মাঠের কিউরেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। বোলারদের জন্য যা দুঃসংবাদ বলাই যায়। শুক্রবার হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আইসিসি এখানেই থেমে থাকেনি। ম্যাচে যাতে বড় রান ওঠে, দর্শক যাতে আরও বেশি উপভোগ করতে পারেন, এজন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। বাউন্ডারির দৈর্ঘ্য কমপক্ষে ৭০ ইয়ার্ড করার কথা বলা হয়েছে। বৃষ্টি হলে গোটা মাঠ ঢেকে ফেলার ব্যবস্থাও করতে বলা হয়েছে। পাশাপাশি আইসিসির পিচ বিষয়ক পরামর্শদাতারা স্থানীয় পিচ প্রস্তুতকারকদের একেবারে ব্যাটিং সহায়ক উইকেট বানানোর নির্দেশ দিয়েছেন। গত বুধবার এই বিষয়ে মুম্বইয়ে একটি উপস্থাপনাও করেছেন আইসিসির পিচ বিষয়ক পরামর্শদাতা অ্যান্ডি অ্যাটকিনসন। যেখানে উপস্থিত ছিলেন ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চলা প্রতিটি ভেন্যুর পিচ প্রস্তুতকারকেরা।
১২টি ভেন্যুর মধ্যে ৯টি ভেন্যুর পিচ কিউরেটাররা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তাদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, বাইরে থেকে যদি কোনও চাপ আসে যে, নির্দিষ্ট ম্যাচে পিচের ঘাস ছেঁটে ফেলা হোক সেটা যাতে কোন মতেই না শোনা হয়। ৬০-৪০ অনুপাতে পিচ বানাতে বলা হয়েছে, যাতে ব্যাটাররা বেশি সুবিধে পান। ম্যাচে বড় রান ওঠে।
সবশেষ কয়েকটি বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী প্রথম ইনিংসে সর্বনিম্ন গড় রান উঠেছিল ২০১১ সালে বিশ্বকাপে। ওই বিশ্বকাপ ভারত যৌথ ভাবে আয়োজন করেছিল। ওই বিশ্বকাপের গড় প্রথম ইনিংসে রান ছিল মাত্র ২৪৯। সেখানে ২০১৫ সালে এই গড় ছিল ২৭৪ রান। ২০১১ সালে গড় রানরেট ছিল ৫.০৩, ২০১৫ সালে ছিল ৫.৬৫, ২০১৯ সালে তা বেড়ে দাড়ায় ৫.৬৯ রান প্রতি ওভার। তাই এই দিকটা মাথায় রেখেই আইসিসির তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আউটফিল্ডের ঘাসকেও খুব বেশি ছাঁটতে বারণ করা হয়েছে। বল যাতে আউটফিল্ডে দ্রুত গতিতে যায় সেই কারণে অনেক সময়েই ঘাস ছোট করে ছাঁটা হয়। সেটা করতেও বারণ করা হয়েছে। কারণ এতে ফিল্ডারদের ডাইভ দিয়ে বল আটকানোর চেষ্টাও অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। বাউন্ডারির দৈর্ঘ্য নূন্যতম ৭০ ইয়ার্ড এবং সর্বোচ্চ ৮০ ইয়ার্ডের মধ্যে রাখতে বলা হয়েছে। যেসব ভেন্যুতে আউটফিল্ডের তলার লেভেলে বালি নেই অর্থাৎ বৃষ্টি হলে জল শোষন ক্ষমতা কম, তাদেরকে গোটা মাঠ বৃষ্টির সময়ে ঢাকার বন্দোবস্ত করার কথা বলা হয়েছে।
আগামী ৫ অক্টোবর শুরু বিশ্বকাপের এই ত্রয়োদশ আসর।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের