বিশ্বকাপে বাংলাদেশের ফিনিশার চ্যালেঞ্জ
২৫ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

বলা হয়ে থাকে, ভারতের উইকেট ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। আসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সেই উইকেটকে আরও ব্যাটিং সহায়ক করার জন্য মাঠের কিউরেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। আইসিসি এখানেই থেমে থাকেনি। ম্যাচে যাতে বড় রান ওঠে, দর্শক যাতে আরও বেশি উপভোগ করতে পারেন, এজন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। বাউন্ডারির দৈর্ঘ্য কমপক্ষে ৭০ থেকে সর্বোচ্চ ৮০ গজ করার কথা বলা হয়েছে। বোলারদের জন্য যা দুঃসংবাদ বলাই যায়। গতকাল হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
শুধু তাই নয়, বৃষ্টি হলে গোটা মাঠ ঢেকে ফেলার ব্যবস্থাও করতে বলা হয়েছে। পাশাপাশি আইসিসির পিচ বিষয়ক পরামর্শদাতারা স্থানীয় পিচ প্রস্তুতকারকদের একেবারে ব্যাটিং সহায়ক উইকেট বানানোর নির্দেশ দিয়েছেন। গত বুধবার এই বিষয়ে মুম্বইয়ে একটি উপস্থাপনাও করেছেন আইসিসির পিচ বিষয়ক পরামর্শদাতা অ্যান্ডি অ্যাটকিনসন। যেখানে উপস্থিত ছিলেন ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চলা প্রতিটি ভেন্যুর পিচ প্রস্তুতকারকেরা। ১২টি ভেন্যুর মধ্যে ৯টি ভেন্যুর পিচ কিউরেটাররা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তাদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, বাইরে থেকে যদি কোনও চাপ আসে যে, নির্দিষ্ট ম্যাচে পিচের ঘাস ছেঁটে ফেলা হোক সেটা যাতে কোন মতেই না শোনা হয়। ৬০-৪০ অনুপাতে পিচ বানাতে বলা হয়েছে, যাতে ব্যাটাররা বেশি সুবিধে পান। ম্যাচে বড় রান ওঠে।
সবশেষ কয়েকটি বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী প্রথম ইনিংসে সর্বনিম্ন গড় রান উঠেছিল ২০১১ সালে বিশ্বকাপে। ওই বিশ্বকাপ ভারত যৌথ ভাবে আয়োজন করেছিল। ওই বিশ্বকাপের গড় প্রথম ইনিংসে রান ছিল মাত্র ২৪৯। সেখানে ২০১৫ সালে এই গড় ছিল ২৭৪ রান। ২০১১ সালে গড় রানরেট ছিল ৫.০৩, ২০১৫ সালে ছিল ৫.৬৫, ২০১৯ সালে তা বেড়ে দাড়ায় ৫.৬৯ রান প্রতি ওভার। তাই এই দিকটা মাথায় রেখেই আইসিসির তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আউটফিল্ডের ঘাসকেও খুব বেশি ছাঁটতে বারণ করা হয়েছে। বল যাতে আউটফিল্ডে দ্রুত গতিতে যায় সেই কারণে অনেক সময়েই ঘাস ছোট করে ছাঁটা হয়। সেটা করতেও বারণ করা হয়েছে। কারণ এতে ফিল্ডারদের ডাইভ দিয়ে বল আটকানোর চেষ্টাও অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। বাউন্ডারির দৈর্ঘ্য নূন্যতম ৭০ গজ এবং সর্বোচ্চ ৮০ গজের মধ্যে রাখতে বলা হয়েছে। যেসব ভেন্যুতে আউটফিল্ডের তলার লেভেলে বালি নেই অর্থাৎ বৃষ্টি হলে পানি শোষন ক্ষমতা কম, তাদেরকে গোটা মাঠ বৃষ্টির সময়ে ঢাকার বন্দোবস্ত করার কথা বলা হয়েছে।
ভারতের মাটিতে বিশ্বকাপ, তা-ও আবার নিজেদের সেরা সংস্করণ ওয়ানডেতে। কতটা প্রস্তুত, সেই উত্তর খোঁজার আগেই অধিনায়ক বদল আর চোটে দল নির্বাচন নিয়েই এখনও দ্বিধাবিভক্ত বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং-লাইনআপ নিয়ে। চোটের কারনে বিশ্বকাপে এখনও অনিশ্চিত তামিম। ওপেনিং জুটি নিয়ে এখনও সঠিক কোনো কম্বিনেশন নেই বাংরাদেশের হাতে। যদিও আসন্ন এশিয়া কাপে পরীক্ষা-নীরিক্ষার পর বেশ কিছু বিকল্প থেকে ‘কিছু একটা’ পেতে পারে বিসিবি। মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে না খেলানোয় সেই বিকল্প নিয়েও ভাবনায় বাংলাদেশ। সেই সঙ্গে ফিনিশারের অভাবই সবচেয়ে বেশি ভুগতে হতে পারে সাকিব আল হাসানের দলকে।
সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে আয়ারল্যান্ডের মুঠোয় থাকা ম্যাচ শেষ মুহূর্তের ঝলকে বাংলাদেশের দিকে টেনে এনেছেন মুস্তাফিজুর রহমান-হাসান মাহমুদরা। প্রায় হারতে বসা ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৫ রানে, সেই সঙ্গে ২-০ ব্যবধানে সিরিজও। তবে বোলারদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়ার কাজটি হয়ে গিয়েছিল ব্যাটিংয়ে। যে মাঠে প্রথম ম্যাচে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৩১৯ রান তুলেছিল, একই মাঠে পরের ম্যাচেই বাংলাদেশ ২৭৪ তুলে ৭ বল বাকি থাকতেই হয় অলআউট। ৩৭তম ওভারে দুই শ ছুঁয়ে ফেলার পরও স্কোরবোর্ডে তিন শ রান তুলতে না পারায় সে সময় আক্ষেপ ঝরেছিল অধিনায়ক তামিমের কণ্ঠে। সেই ফিনিশিং দুর্বলতা নিয়েই ২০২৩ বিশ্বকাপের দল গঠনের পথে বিসিবি। এবার ভারতের এই ব্যাটিং বান্ধব উইকেটে বিশ্বকাপ খেলানোর কৌশলে কতটা চ্যালেঞ্চ নিতে পারবে বাংলাদেশ সেটিই দেখার। আগামী ৫ অক্টোবর শুরু বিশ্বকাপের এই ত্রয়োদশ আসর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

হাসপাতালে কিয়ারা, আজই হতে পারেন মা

ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

উত্তরা সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ মিলনসহ গ্রেফতার ৬

মিটফোর্ডে প্রকাশ্যে খুন: তদন্তে অগ্রগতি, বিভ্রান্তিকর প্রচারে ডিএমপির সতর্কবার্তা

ফের লর্ডস টেস্টে হাসল রাহুলের ব্যাট,তিন দিন শেষে সমানে সমান ভারত-ইংল্যান্ড

যারা সরাসরি সংশ্লিষ্ট রহস্যজনকভাবে সেই মূল তিন আসামীকে বাদ দেয়া হয়েছে :যুবদল সভাপতি

যুক্তরাষ্ট্র ও চীনকে অবশ্যই ‘সঠিক পথ’ খুঁজে বের করতে হবে

বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার জঘন্য পরিণতি সোহাগ হত্যাকাণ্ড :বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ

অমীমাংসিত কিছু বিষয়, শুল্কছাড় নিয়ে আবার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই -স্বরাষ্ট্র উপদেষ্টা

মূল্য যুদ্ধের অবসান ঘটাতে পদক্ষেপ নিচ্ছে চীন

রূপগঞ্জে ৩৪ বছর পর মসজিদের ওয়াকফকৃত ৪১ শতক জমি উদ্ধার করল গ্রামবাসী

বন্দরে বিএনপি নেতাদের চাঁদা না দেয়ায় মসজিদের বালু ভরাট কাজ বন্ধ

পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট

দুই হত্যার প্রাপ্ত টাকা মসজিদে দান করে দেয় র্যাব কর্মকর্তা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

টাকা পয়সার সঙ্গে জামা জুতাও নিয়ে যায় ছিনতাইকারী

সউদী আরবে সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা

বাজার মূলধনে যোগ হলো আরো ১০ হাজার কোটি টাকা