ব্রুককে আশা দিলেন বাটলার
২৬ আগস্ট ২০২৩, ০২:৩৭ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ০২:৩৭ পিএম
বেন স্টোকস অবসর ভেঙে ফেরায় বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যায় হ্যারি ব্রুকের। স্কোয়াডে জায়গা ছেড়ে দিতে হয় গত বিশ্বকাপের নায়কের কাছে। ব্রুকের সামর্থ্য নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই জস বাটলারের। দা হান্ড্রেড-এ সম্প্রতি বিধ্বংসী এক সেঞ্চুরি করার পর আবারও আলোচনায় এসেছেন ব্রুক। এরপর ইংল্যান্ড অধিনায়ক বাটলার যা বললেন তাতে নতুন করে বিশ্বকাপের স্বপ্ন বুনতেই পারেন তরুণ এই ব্যাটার।
আগামী শুক্রবার থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড। এরপর সফরকারীদের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবেন বাটলার বাহীনি। এই দলে সুযোগ হয়নি ব্রুকের। বিশ্বকাপেও তাই তার থাকার সম্ভাবনা ক্ষীণ। কারণ এই দলকে বিশ্বকাপের প্রাথমিক দলও বলেছে ইংল্যান্ড।
হতাশ হলেও স্টোকসের মতো ক্রিকেটারের কাছে জায়গা হারানোর বাস্তবতা মেনে নিয়েছেন ব্রুক। তবে বিশ্বকাপের এখনও ঢের বাকি। এজন্য এখনই আশা হারাতে মানা করছেন স্বয়ং বাটলার নিজে। গত বিশ্বকাপেই যেমন ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন আনা হয়েছিল। প্রাথমিক দলে থাকা জো ডেনলি ও ডেভিড উইলির জায়গায় নেওয়া হয়েছিল জফ্রা আর্চার ও লিয়াম ডসনকে। এবারও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ আছে দলে পরিবর্তন আনার।
“(ভারতের) প্লেনে ওঠার আগে এখনও অনেক সময় আছে। কাজেই আমরা অপেক্ষা করব এবং দেখব কী হয়…। আমরা সবাই জানি, হ্যারি ব্রুক দুর্দান্ত এক ক্রিকেটার এবং সেদিনও আমরা দেখলাম, সে কী করতে পারে। এই মুহূর্তে এটা স্রেফ তার দুর্ভাগ্য যে সে স্কোয়াডে নেই।”
“বেন স্টোকস ফিরে আসায় এবং শুধু ব্যাটসম্যান হিসেবে ফেরায় দলের বাস্তবতা একটু বদলে গেছে। বেনও দুর্দান্ত এক ক্রিকেটার। দল নির্বাচন তাই খুবই কঠিন ছিল। অনেক ক্রিকেটারই লম্বা সময় ধরে পারফর্ম করছে। আমরা এখন এই অবস্থাতেই আছি।”
কেবল ব্রুক নয়, সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের এমন যোগ্য আরও বেশ কিছু ক্রিকেটার আছেন। দল নির্বাচন তাই তাদের জন্য যেমন ভীষণ চ্যালেঞ্জিং, তেমনি শক্তির গভীরতা নিয়ে তৃপ্তির কথাও বললেন ইংলিশ অধিনায়ক।
“আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের এত প্রতিভাবান ক্রিকেটার আছে এবং শক্তির গভীরতা এত বেশি। প্রাথমিক দলে জায়গা না পাওয়াদের মধ্যেও অনেক দুর্দান্ত ক্রিকেটার আছে। সাদা বলের ক্রিকেটে গত কয়েক বছরে ইংল্যান্ডের স্কোয়াডের ধরনই এরকম। আমাদের জন্য যা দারুণ ব্যাপার। এই ধরনের সমস্যা আমাদের জন্য ভালো।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের