ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক
৩১ আগস্ট ২০২৩, ১০:৩৭ এএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১০:৩৭ এএম
অপেক্ষাকৃত খর্বশক্তির দল নেপালকে উড়িয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছে পাকিস্তান। তবে পরের ম্যাচেই বাবর আজম-মোহাম্মাদ রিজওয়ানদের দিতে হবে কঠিন পরীক্ষা। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এই ম্যাচের জন্য নেপাল ম্যাচ থেকে আত্মবিশ্বাসের রসদ খুঁজে নিচ্ছেন পাক অধিনায়ক বাবর।
আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। নিজেদের প্রথম ম্যাচে বুধবার নেপালকে ২৪২ রানে হারায় পাকিস্তান। ১৫১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন বাবর।
ম্যাচ শেষে ভালো খেলার তৃপ্তি বাবরের চোখে-মুখে। একই সাথে এই ম্যাচ থেকে ভারত ম্যাচের আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার কথা জানান র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটার।
“আমি খুশি। প্রথম দিকের কয়েকটা ওভার আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে আমাদের পেসাররা ভাল পারফরম্যান্স করেছে। স্পিনারও ভাল বোলিং করেছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমরা ভাল প্রস্তুতি নিতে পারলাম এই ম্যাচটা খেলে। নেপালের বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। আমরা প্রতিটি ম্যাচে নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। আশা করি পরের ম্যাচেও এটা বজায় রাখতে পারব।”
মুলতানের কঠিন উইকেটে রান পেয়ে খুশি বাবর। পাক অধিনায়ক বলেছেন, “মাঠে নেমে প্রথম দুটো বল খেলে বোঝার চেষ্টা করি। ব্যাটে ঠিক মতো বল আসছিল না। উইকেটে দু’রকম গতি ছিল। তারপর রিজওয়ানের সঙ্গে আমার জুটিটা ভাল হয়েছে। আমরা পরস্পরকে সাহস দিয়েছি ২২ গজের মাঝে। আলোচনা করে জুটি তৈরি করেছি।”
উইকেট কিছুটা শুষ্ক ও চকচকে হওয়ায় টস জিতে ব্যাটিং বেছে নেওয়া পাকিস্তান ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। এরপর প্রথমে তৃতীয় উইকেটে মোহাম্মাদ রিজওয়ানকে নিয়ে ১০৬ বলে ৮৬ রানের জুটি গড়েন বাবর। ইফতিখার আহমেদকে নিয়ে গড়েন পঞ্চম উইকেটে নিজেদের রেকর্ড জুটি (১৩১ বলে ২১৪ রান)। ক্যারিয়ারের প্রথম শতক তুলে ৭১ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন ইফতিখার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

কুষ্টিয়ায় বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

ভারতের ইন্ধনে হাসিনা রেল নিয়ে যে গভীর চক্রান্ত করেছিল!

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে করেন সংসারের সব কাজ

দুইশ’র আগেই শেষ বাংলাদেশের ইনিংস

দীর্ঘ প্রতিক্ষিত বৃষ্টি বরিশালের জনজীবনে স্বস্তি দিলেও মাঠে থাকা ফসল অতিবর্ষণের ঝুকিতে

নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের ফ্ল্যাট ক্রোক

মার্কিন ডলারের ওপর আস্থা হারাচ্ছে বিশ্ব?

বরিশালে ফয়জুল করিমকে মেয়র ঘোঘনার দাবিতে আদালতের সামনে অবস্থান কর্মসূচী

গণহত্যার বিচার-সংস্কার ব্যতীত নির্বাচন হবে অতীতের মতো পাতানো : ড. মাসুদ

মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

ভাঙ্গা থেকে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের ১০ জন গ্রেফতার

একমাত্র ঘরটি ভেঙে দিলে আমি যাবো কোথায়--প্রতিবন্ধী নজরুল

ইসরায়েলি প্রতিরক্ষার ভবিষ্যৎ ভারতে নিহিত

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেলেন মোহাম্মদ সুফিউর রহমান

বেরসিক চোর !

মুক্তিযুদ্ধের সময় লুট ও অগ্নিসংযোগকারী এখন মুক্তিযোদ্ধা : মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ

নসরুল হামিদের ৪ অ্যাপার্টমেন্ট-ফ্ল্যাট ক্রোক ও ৩ গাড়ি জব্দের নির্দেশ

রাবি প্রেসক্লাবে মাহিন-মিশন নেতৃত্বে নতুন যুগের সূচনা

বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির