ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

নতুন তামিমের দুঃস্বপ্নময় অভিষেক

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩১ আগস্ট ২০২৩, ০৯:১৮ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মানে একজন ক্রিকেটারের আশৈশব স্বপ্নপূরণের দিন। মনে মনে এই দিনটিকে কত রঙেই না সাজান ক্রিকেটারেরা। তানজিদ হাসান তামিমও নিশ্চয়ই এর ব্যতিক্রম নন। দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি ওপেনার এশিয়া কাপের দলে জায়গা পেয়েই স্বপ্নের একটা ধাপ পেরিয়ে গিয়েছিলেন। এর পরের ধাপটা তো অনুমেয়ই। অভিষেকে দারুণ কিছু করে তা স্মরণীয় করে রাখা। কিন্তু তা আর হলো কই! বরং আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক-লগ্নটা যতটা খারাপ হওয়া সম্ভব, তা-ই হলো। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দুই বল খেলে কোনো রান না করেই আউট হয়ে গেলেন তানজিদ। এর আগে বাংলাদেশের ১৫ জন ব্যাটসম্যান ওয়ানডে অভিষেকে শূন্য রানে আউট হওয়ার যন্ত্রণায় পুড়েছেন। শুধু ওপেনারদের আলাদা করে নিলে তানজিদের আগে তিনজন।

আন্তর্জাতিক অভিষেক তো একবারই হয়। তবে এর আগেও তো নানা পর্যায়ে অভিষেক হয়। সেই সব অভিষেককেই কিন্তু মোটামুটি রঙিন করে রেখেছেন তানজিদ। জাতীয় দলে আসার আগে প্রত্যেকটা ধাপেই তানজিদের অভিষেক ছিল দুর্দান্ত। ওয়ানডে অভিষেক প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছে, ৫০ ওভারের ক্রিকেটের কথাই হোক সবার আগে। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকেই তানজিদের হাফ সেঞ্চুরি ছিল। ২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিলেন শক্তিশালী শেখ জামালের বিপক্ষে। ফতুল্লা স্টেডিয়ামের সেই ম্যাচে তানজিদের ব্যাট থেকে আসে ৭৫ বলে ৬৪ রান। ২টি চার ও ৪টি ছক্কা ছিল তানজিদের ইনিংসে।

একই বছর ঢাকা লিগে টি-টোয়েন্টি অভিষেক হয় তানজিদের। উত্তরার হয়ে খেলাঘরের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচটা রাঙান ৫৭ বলে ৭২ রান করে। উদ্বোধন করতে নেমে ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো খেলেন ১২৬ স্ট্রাইক রেটের ইনিংস। সেই ম্যাচে দুটি ক্যাচও নিয়েছেন, দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেকে হাফ সেঞ্চুরি করার এই ধারা ধরে রেখেছিলেন তানজিদ। ২০২০ সালের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে সেই ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে ছয়ে নেমে তানজিদ খেলেছিলেন ৮৭ বলে ৮২ রানের ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চটা আরও বিশাল হলেও অভিষেকে ভালো পারফরম্যান্সের অতীত ইতিহাস নিশ্চয়ই আত্মবিশ্বাস জুগিয়েছিল তানজিদকে। কিন্তু সবকিছু কি আর নিয়ম মেনে হয়! অভিষেক এবার পুরোই উল্টো এক অভিজ্ঞতা উপহার দিল তানজিদকে। যে অভিষেক নিয়ে এত স্বপ্ন দেখে এসেছেন, এখন হয়তো তা তিনি ভুলে যেতে পারলে বাঁচেন। অভিষেকের রোমাঞ্চে কাটানো রাতের পর বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারেই শেষ তার ইনিংস। শিকার হয়েছেন স্পিনার মহীশ তিকশানার। ক্যারম বলের লাইন না বুঝে হয়েছেন এলবিডব্লিউ।

এর আগে বাংলাদেশের যে ১৫ জন ব্যাটসম্যান ওয়ানডে অভিষেকে শূন্য রানে আউট হয়েছেন, তাঁদের বেশির ভাগই বোলার। পরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করেছেন, এমন কাউকে খুঁজলে এক আফতাব আহমেদকেই পাওয়া যায়। কিছুদিন আগেও জাতীয় দলে খেলা ইয়াসির আলীও আছেন এই দলে। তানজিদের আগে যে বাংলাদেশের তিন ওপেনার ওয়ানডে অভিষেকে শূন্য রানে আউট হয়েছেন, তাঁদের মধ্যে নুরুল আবেদীন মাত্র ৪টি ওয়ানডে খেলেছেন, হারুনুর রশিদ খেলেছেন ২টি। নোবেল ও লিটন নামে বেশি পরিচিত এই দুই ওপেনার দীর্ঘদিন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে উদ্বোধনী জুটি ছিলেন। দুজনই বাংলাদেশের টেস্ট-পূর্ব সময়ের খেলোয়াড়। তানজিদের আগে শূন্য রানে আউট বাংলাদেশের তৃতীয় ওপেনার রফিকুল ইসলাম ওয়ানডে খেলেছেন ওই একটিই।

অভিষেকে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশের আগের তিন ওপেনারের কারও ক্যারিয়ারই বলার মতো কিছু হয়নি। তানজিদ হাসান নিশ্চয়ই ব্যতিক্রম হতে চাইবেন। সে জন্য প্রেরণারও অভাব নেই। ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার তো জীবনের প্রথম দুই ওয়ানডেতেই শূন্য রানে আউট হয়েছিলেন!


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা