আফগান বোলিং বিশ্বের অন্যতম সেরা: হাথুরুসিংহে
০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ পিএম
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে খাঁদের কীনারে বাংলাদেশ। প্রতিযোগিতায় টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। জিতলেও যে পরের রাউন্ড নিশ্চিত হবে এমন নয়। সেক্ষেত্রে আসবে নেট রান রেটের হিসাব।
তবে সেই হিসাব পরে। আপাতত শুধু জয়ের দিকেই নজর বাংলাদেশের। কারণ রশিদ খান-মুজিব-উর রহমানদের নিয়ে গড়া আফগানিস্তানের বোলিং যথেষ্ঠ শক্তিশালী। গত জুলাইয়েও ঘরের চেনা মাঠে এই দলটির কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। বিশেষ করে তাদের বোলিং লাইন-আপ সামলানো যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং।
রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে লাহোরে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। এর আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা জানান বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনিও জানালেন আফগান বোলিং চ্যালেঞ্জের কথা।
“আফগানিস্তান বোলিং আক্রমণ অবশ্যই বিশ্বের অন্যতম সেরা। এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। তবে আমরা ওদের বিপক্ষে কিছুদিন আগেই খেলেছি। আমাদের খেলোয়াড়েরা কিছু সাফল্যও পেয়েছে। এখন ম্যাচের দিন কে কেমন খেলে তার ওপর অনেক কিছু নির্ভর করবে।”
এই ম্যাচে বাংলাদেশ যদি জিতেও যায়, আর পরের ম্যাচে যদি শ্রীলঙ্কাকে আফগারা হারিয়ে দেয় তাহলে চলে আসবে নেট রান রেটের হিসাব। এদিক দিয়েও সুবিধাজনক জায়গায় নেই বাংলাদেশ। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে কেবল ১৬৪ রানে গুটিয়ে ৫ উইকেটে হারে সাকিব আল হাসানের দল। নেট রান রেট তাই তলানীতে। ফাইনালের হিসাব কষার আগে তাই কেবল আফগান ম্যাচ নিয়েই ভাবছেন লঙ্কান এই কোচ।
“ফাইনালে যাওয়ার আগে আমাদের দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। সে জন্য এ ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আমরা হেরেছি। আমরা জানি, আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচটা আমাদের জন্য বাঁচামরার লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে ধরনের দল, সেই অনুযায়ী খেলতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী যে আগামীকাল আমাদের সেরা খেলাটা খেলব।”
চোটের কারণে এশিয়া কাপের দলে নেই তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন কুমার দাস অসুস্থ হওয়ায় প্রথম ম্যাচে মোহাম্মাদ নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামেন তরুণ ব্যাটার তানজিদ হাসান। কিন্তু অভিষেকে তানজিদ রানের খাতাই খুলতে পারেননি। নাঈমও ছিলেন ব্যর্থ। তার ব্যাট থেকে আসে কেবল ১৬ রান। দলে ওপনার আছেন আরো একজন। লিটনের অসুস্থতার পর দলে যোগ করা হয় এনামুল হককে। তবে আফগান ম্যাচে নাঈম-তানজিদের ওপরেই আস্থা রাখতে চান হাথুরু।
“টপ অর্ডারে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। সেটা যেকোনো দলের জন্যই সত্যি। কিন্তু কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে। আরেকজন অসুস্থ। আমাদের দলে এখন যারা আছে, তাদের ওপর ভরসা রাখতে হবে। ওরা প্রতিভাবান, সে জন্যই ওরা দলে আছে।”
একাদশে পরিবর্তন আসবে কিনা তা উইকেটের অবস্থা দেখার পর সিদ্ধান্ত নেবেন বলে জানান হাথুরু।
“আমরা মাত্রই এলাম। এখনো উইকেট দেখিনি। যদি উইকেট ভিন্ন হয়, তাহলে অবশ্যই আমরা ভিন্ন সমন্বয় নিয়ে ভাবব।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন